রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ এলাকা কারওয়ান বাজারের পূর্ব-পশ্চিমে অবস্থিত পান্থপথ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রত্যেক দিন হাজার হাজার এখানে আসেন। এসব মানুষের রাত্রিযাপন করার জন্য পান্থপথের আশেপাশে অনেক আবাসিক হোটেল গড়ে তুলেছে। আজকের আজকের আর্টিকেলে আপনাদের জানাবো ঢাকা পান্থপথ আবাসিক হোটেল সমূহ নাম ঠিকানা রুম ভাড়া সহ বিস্তারিত তথ্য।
ঢাকা পান্থপথ এর আশেপাশে অবস্থিত অনেক আবাসিক হোটেল রয়েছে কিন্তু সহ আবাসিক হোটেল সমূহ আপনার জন্য নিরাপদ নয়। আপনি যখনই কোনো আবাসিক হোটেল থাকার কথা ভাববেন তখন সবাই আগে মাথায় রাখবেন নিরাপত্তা।
কারণ প্রতিদিন আমরা শুনতে পাচ্ছি আবাসিক হোটেল অনাকাঙ্ক্ষিত সব ঘটনা। তাই আজকের আর্টিকেলে আপনাদের জানাবো ঢাকা পান্থপথ অবস্থিত নিরাপদ আবাসিক হোটেল সমূহের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, রুম ভাড়া সহ বিস্তারিত তথ্য।
যাতে আপনারা খুব সহজে ঢাকা পান্থপথ থাকার জন্য ভালো মানের নিরাপদ আবাসিক হোটেল খুঁজে নিতে পারেন।
ঢাকা পান্থপথ আবাসিক হোটেল সমূহ
ঢাকা পান্থপথ ও তার আশেপাশে অবস্থিত আবাসিক হোটেল সমূহের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, রুম ভাড়া সহ বিস্তারিত তথ্য তাদের অফিসিয়াল ওয়েবসাইট, ফেসবুক পেজ ও গেস্ট রিভিউ থেকে সংগ্রহ করা হয়েছে।
যারা অনলাইনে অগ্রিম বুকিং করবেন তারা অবশ্যই ভালো করে জেনে বুঝে বুকিং করবেন। আর যারা সরাসরি হোটেলে গিয়ে রুম ভাড়া নিবেন তারা আগে রুম দেখে পছন্দ হলে দামাদামি করে রুম ভাড়া নিবেন।
হোটেল পান্থপথ আবাসিক (Hotel Pathopath)
ঢাকা উত্তর ধানমণ্ডি পশ্চিম পান্থপথ অবস্থিত হোটেল পান্থপথ আবাসিক। এখানে এসি, নন-এসি সব ধরনের রুম রয়েছে। পরিবার পরিজন নিয়ে থাকার জন্য মনোরম পরিবেশ ও রুমের সাথে বেরকুনি পাবেন।
এখানে রুমের সাথে ওয়াশরুম, এয়ারকন্ডিশন, ফ্যান, লাইট, ওয়াই-ফাই নেটওয়ার্ক, এলইডি টিভি, রুম সার্ভিস, সোফা, বড় বিছানা সহ রুমের প্রয়োজনীয় আসবাবপত্র পাবেন।
হোটেলের অতিথিদের নিরাপত্তা দেওয়ার জন্য ২৪ ঘন্টা সিসিটিভি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষন করার পাশাপাশি সিকিউরিটি ম্যান রয়েছে। সম্পূর্ণ নিরাপদে এই আবাসিক হোটেলে রাত্রিযাপন করতে পারবেন।
হোটেল পান্থপথ আবাসিক রুম ভাড়া
Room Type | Non-Ac Room Price | AC Room Price |
Single Room | 1,000 Tk | 1,500 Tk |
Deluxe Room | – | 18,00 Tk |
Deluxe Twin Bed Room | 1,200 Tk | 2,000 Tk |
Family Room | 2,000 Tk | 3,000 Tk |
যোগাযোগ তথ্য
- ঠিকানা: ২০/৫ এ, শহীদ কর্নেল রশিদ স্কায়ার, পশ্চিম পান্থপথ, উত্তর ধানমণ্ডি, ঢাকা-১২০৫ (স্কয়ার হসপিটালের পূর্ব পাশে)
- মোবাইল নাম্বার: 01312-069971
- ফেসবুক পেজ
Hotel Olio Dream Heaven
ঢাকা পান্থপথ ফিরোজুর রহমান টাওয়ারে অবস্থিত হোটেল অলিও ড্রিম হেভেন। এখানে সিঙ্গেল রুম, ডিলাক্স কাপল, ডিলাক্স রুম, ডিলাক্স টুইন সহ আরো বিভিন্ন ধরনের রুম রয়েছে।
রুমের সাথে ওয়াশরুম, ঠান্ডা ও গরম পানি, ওয়াই-ফাই নেটওয়ার্ক, এলইডি টিভি, এয়ারকন্ডিশন, ফ্যান, লাইট, টেলিফোন, মিনারেল ওয়াটার বোতল, নিউজ পেপার, রুম সার্ভিস, সোফা, কিং সাইজের বিছানা সহ রুমের প্রয়োজনীয় আসবাবপত্র রয়েছে।
এছাড়া রুমের সাথে বিনামূল্যে সকালের নাস্তা পাবেন। গাড়ি পাকিং সুবিধা, সিসিটিভি ক্যামেরা দ্বারা নিরাপত্তা ব্যবস্থা সহ সিকিউরিটি ম্যান রয়েছে। হোটেলে চেক-ইন করার সময় দুপুর ১২ টা এবং চেক-আউট করার সময় দুপুর ১২ টা।
হোটেল অলিও ড্রিম হেভেন রুম ভাড়া
Room Type | Price |
Deluxe Couple Room | 2,000 Tk |
Deluxe Room | 4,000 Tk |
Deluxe Twin Room | 2,800 Tk |
Executive Suite Room | 5,000 Tk |
যোগাযোগ তথ্য
- ঠিকানা: ফিরোজুর রহমান (এফআর) টাওয়ার, ৮/সি পান্থপথ, ঢাকা ১২০৭
- মোবাইল নাম্বার: 01619-116777
- ওয়েবসাইট
Priyo Nibash Residential Hotel
ঢাকা কলাবাগান গ্রীন রোড পান্থপথ অবস্থিত প্রিয় নিবাশ আবাসিক হোটেল। এখানে এসি ডিলাক্স রুম, ডিলাক্স কুইন ও ডিলাক্স টুইন রুম রয়েছে।
রুমের সাথে বিনামূল্যে সকালের নাস্তা সকাল ৭ থেকে ১০ টার মধ্যে পেয়ে যাবেন। এছাড়া হোটেলে গাড়ি পাকিং করার সু-ব্যবস্থা রয়েছে।
প্রত্যেক রুমের সাথে ওয়াশরুম, ঠান্ডা ও গরম পানি, ওয়াই-ফাই নেটওয়ার্ক, এলইডি টিভি, মিনারেল ওয়াটার বোতল, চা/কফি তৈরির জন্য ইলেক্ট্রনিক কেটলি, ফলের ঝুড়ি, এয়ারকন্ডিশন, ফ্যান, লাইন, ২৪ ঘন্টা রুম সার্ভিস, সোফা, কিং সাইজের বিছানা সহ রুমের প্রয়োজনীয় আসবাবপত্র রয়েছে।
প্রিয় নিবাশ আবাসিক হোটেল রুম ভাড়া
Room Type | Price |
Deluxe Room | 5,376 Tk |
Deluxe Queen | 6,348 Tk |
Deluxe Twin Room | 7,476 Tk |
যোগাযোগ তথ্য
- ঠিকানা: ১৫২/২/কে-২, গ্রীন রোড, পান্থপথ, কলাবাগান, ঢাকা-১২০৫
- মোবাইল নাম্বার: 01893-469900
- ফোন নাম্বার: 0258153426-7
- ইমেইল: info@priyonibash.com
- ওয়েবসাইট
- ফেসবুক পেজ
Hotel Shopno Nibash
ঢাকা পান্থপথ স্কয়ার হাসপাতালের পশ্চিম পাশে অবস্থিত হোটেল স্বপ্ন নিবাশ। এখানে এসি, নন-এসি সিঙ্গেল রুম, কাপল রুম সহ ফ্যামেলি রুম রয়েছে।
রুমের সাথে ওয়াশরুম, ঠান্ডা ও গরম পানি, ওয়াই-ফাই নেটওয়ার্ক, এলইডি টিভি, এয়ারকন্ডিশন, ফ্যান, লাইট, টেলিফোন, মিনারেল ওয়াটার বোতল, সোফা, বিছানা সহ রুমের প্রয়োজনীয় আসবাবপত্র রয়েছে।
সম্পূর্ণ হোটেল সিসিটিভি ক্যামেরা দ্বারা সর্বক্ষানিক পর্যবেক্ষণ করা হয়। এছাড়া হোটেলে গাড়ি পাকিং সু-ব্যবস্থা রয়েছে।
হোটেল স্বপ্ন নিবাশ আবাসিক রুম ভাড়া
Room Type | Non-Ac Room Price | Ac Room Price |
Single Room | 1,500 Tk | 1,800 Tk |
Twin Room | 2,000 Tk | 2,500 Tk |
Couple Room | 2,000 Tk | 2,500 Tk |
Family Room | 2,500 Tk | 3,500 Tk |
যোগাযোগ তথ্য
- ঠিকানা: ৫১/১/এ, পশ্চিম পান্থপথ (স্কয়ার হাসপাতালের পশ্চিম পাশে), ঢাকা-১২০৫
- মোবাইল নাম্বার: 01790-887775
- ইমেইল: hotelshopnonibash.info@gmail.com
- ওয়েবসাইট
Hotel Al-Fahad Int. Ltd. (Residential)
ঢাকা পান্থপথ সিগনালের পাশের অবস্থিত হোটেল আল-ফহাদ ইন্টারন্যাশনাল লিমিটেড আবাসিক। এখানে সিঙ্গেল বেডরুম, ডাবল বেডরুম, কাপল রুম ও ফ্যামেলি রুম রয়েছে।
রুমের সাথে ওয়াশরুম, ঠান্ডা ও গরম পানি, ওয়াই-ফাই নেটওয়ার্ক, এলইডি টিভি, এয়ারকন্ডিশন, ফ্যান, লাইট, রুম সার্ভিস, বিছানা সহ রুমের প্রয়োজনীয় আসবাবপত্র রয়েছে।
হোটেল আল-ফহাদ ইন্টারন্যাশনাল লিমিটেড আবাসিক রুম ভাড়া
Room Type | Non-Ac Room Price | Ac Room Price |
Single Room | 700 Tk | 1,200 Tk |
Double Room | 1,200 Tk | 1,800 Tk |
Couple Room | 1,000 Tk | 1,800 Tk |
Family Room | 1,500 Tk | 2,500 Tk |
যোগাযোগ তথ্য
- ঠিকানা: ১৫৪, গ্রিন রোড, পান্থপথ সিগনালের পাশে, ঢাকা ১২০৫
- মোবাইল নাম্বার: 01676-942474
- ফেসবুক পেজ
আরো পড়ুন
- গ্রীন রোড আবাসিক হোটেল
- ঢাকা এয়ারপোর্ট আবাসিক হোটেল
- ঢাকা ফার্মগেট আবাসিক হোটেল
- ঢাকা নিউ মার্কেট আবাসিক হোটেল