পূর্বাচল রিসোর্ট এর তালিকা (সেরা ১০ টি)

শহরের কোলাহল ছেড়ে একটু প্রশান্তির খোঁজে ১-২ দিনের জন্য পরিববার-পরিজন, বন্ধু-বান্ধব বা প্রিয়জনের সাথে ঘুরে আসতে পারেন ঢাকার কাছে পূর্বাচলের মনোমুগ্ধকর রিসোর্ট গুলো থেকে। আজকের ভ্রমণ টিপসে আপনাদের জানাবো পূর্বাচলের সেরা ১০ টি রিসোর্ট এর তালিকা।

পূর্বাচল রিসোর্ট এর তালিকা

বর্তমানে পূর্বাচলে অনেক গুলো রিসোর্ট গড়ে উঠেছে। এসব রিসোর্ট গুলোর মান, নিরাপত্তা ও সুযোগ সুবিধার উপর ভিত্তি করে সেরা ১০ টি রিসোর্টের তথ্য নিচে উল্লেখ করা হয়েছে।

#১ ছুটি রিসোর্ট

গাজীপুর জেলার ভাওয়াল জাতীয় উদ্যানের পাশে সুকুন্দি গ্রামে প্রায় ৫০ বিঘা জায়গায় উপর প্রাকৃতিক গ্রামীণ পরিবেশে গড়ে উঠেছে ছুটি রিসোর্ট। পাখির কিচিরমিচির, ঝিঁঝিঁ পোকার গুঞ্জন, রাতে জোনাকির আলো, শিয়ালের হাঁক আপনাকে গ্রামের কথা মনে করিয়ে দিবে।

BM Khalid Hasan Sujon

এখানে রয়েছে ছনের তৈরি ঘর, আধুনিক কটেজ, আধুনিক রেস্টুরেন্ট, পিকনিক স্পট, কিডস জোন, খেলার মাঠ, লেক, বার্ড হাউস, ফুল ও সবজির বাগান। রিসোর্টে আসা অতিথিরা নিদিষ্ট ফি দিয়ে লেকে মাছ ধরতে পারবেন।

অতিথিদের থাকার জন্য এখানে রয়েছে ২১ টি এসি / নন-এসি কটেজ, ২ টি কনফারেন্স হল, সুইমিংপুল ও পিকনিক স্পট। এছাড়া খাবার জন্য আধুনিক রেস্টুরেন্ট রয়েছে। যেখানে দেশি, বিদেশি, ইন্ডিয়ান, চাইনিজ ও থাই খাবার খেতে পারবেন।

ছুটি রিসোর্ট রুম ভাড়া

Room TypesRoom Price
Family Cottage (2 Room)18,000++ Tk
Executive Suite14,000++ Tk
Royal Suite18,000++ Tk
Bhawal Cottage13,000++ Tk
Wooden Cottage8,000++ Tk
Oitijjo Cottage8,000++ Tk
Duplex Vila8,000++ Tk
Deluxe Twin7,500++ Tk
Premium Twin8,000++ Tk
Platinum King9,000++ Tk
Premium Duplex11,000++ Tk

BM Khalid Hasan Sujon
বিঃদ্রঃ সকল কটেজের সাথে ২৫% ভ্যাট ও সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।

যোগাযোগ

#২ পূর্বাচল নিঝুম পল্লী রিসোর্ট

পূর্বাচল রূপগঞ্জ পলখান বাজারের পাশে প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে নিঝুম পল্লী রিসোর্ট। প্রকৃতি প্রেমী মানুষের কাছে পূর্বাচলের সেরা রিসোর্ট গুলোর মধ্যে এটি বিশেষ খ্যাতি অর্জন করেছে।

এখানে সবুজে ঘেরা প্রকৃতি, সুইমিংপুল, শান বাঁধানো পুকুর, মাছ ধরার ব্যবস্থা, নৌকায় চড়া, খেলার মাঠ, ঝর্ণা, লাভ জোন, সেলফি জোন, এগ জোন, কনফারেন্স হল, পিকনিক স্পট, ঘরোয়া পরিবেশে খাবার জন্য রেস্টুরেন্টে ও থাকার জন্য কটেজ রয়েছে।

রাত্রিযাপন করার পাশাপাশি এই রিসোর্ট থেকে ডে লং প্যাজেকে ঘুরে আসতে পারেন। ডে লং প্যাকেজের মধ্যে ডায়মন্ড প্যাকেজ (১,৯৯৯ টাকা), গোল্ড প্যাকেজ (১,৪৯৯ টাকা) ও সিলভার প্যাকেজ (৯৯৯ টাকা) রয়েছে।

BM Khalid Hasan Sujon

পূর্বাচল নিঝুম পল্লী রিসোর্টের প্রবেশ টিকেট মূল্য ১০০ টাকা। এখানে এসি / নন-এসি ৫ ধরনের রুম রয়েছে।

নিঝুম পল্লী রিসোর্টের রুম ভাড়া

রুমের ধরনরুম ভাড়া
এসি ডিলাক্স রুম (নিঝুম কটেজ)৯,৫০০ টাকা
ডিলাক্স ফ্যামেলি রুম৮,০০০ টাকা
ডিলাক্স কিং রুম৮,৫০০ টাকা
ডিলাক্স টুইন রুম১৬,০০০ টাকা
নন-এসি রুম৭,৫০০ টাকা

যোগাযোগ

#৩ শীতলক্ষ্যা রিসোর্ট অ্যান্ড পার্ক

রূপগঞ্জের কাঞ্চন ব্রিজ থেকে আধা কিলোমিটার দূরে পিতলগঞ্জ মসজিদ ঘাট এলাকায় অবস্থিত শীতলক্ষ্যা রিসোর্ট অ্যান্ড পার্ক। এই রিসোর্টটি ১৩ বিঘা জমির উপর গড়ে উঠেছে। থাকার জন্য তৈরি করা হয়েছে কাঠের কুঠির। কুঠিরের আশপাশে বড় খেলার মাঠ রয়েছে।

রিসোর্টে একদিন থাকতে হলে খরচ করতে হবে ৫,০০০ টাকা। বিশেষ ডিসকাউন্টে ২ জনের জন্য সর্বনিন্ম ৪,০০০ টাকা পর্যন্ত রাখা হয়। আবার ২৪ ঘন্টার জন্য খরচ করতে হয় ১০,০০০ টাকা।

এখানকার সবচেয়ে আকর্ষনীয় বিষয় হল বড় পুকুর থেকে মাছ ধরা। নিজের ধরা মাছ চাইলে বাসায় নিয়ে যেতে পারবেন। এছাড়া বারবিকিউ ব্যবস্থা রয়েছে।

#৪ সপ্তর্ষি রিভারসাইড রিসোর্ট

পূর্বাচলের কাঞ্জন ব্রিজ থেকে মাত্র ১০ মিনিট দূরত্বে গড়ে উঠেছে সপ্তর্ষি রিভারসাইড রিসোর্স। এই রিসোর্টটি শীতলক্ষ্যা নদীর পাড়ে হওয়ার পড়ন্ত বিকালে নদীতে সূর্য ডুবে যাওয়ার অসাধারণ দৃশ্য উপভোগ করা যায়। এছাড়া কটেজ থেকে নদীর অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

এই রিসোর্টে এক দিনের প্যাকেজ উপভোগ করতে চাইলে সর্বনিন্ম ৪ জনের গ্রুপ নিয়ে আসতে হবে। এখানকার সর্বনিন্ম প্যাকেক মূল্য ৬,২০০ টাকা এবং সর্বোচ্চ প্যাকেজ মূল্য ৯,০০০ টাকা। প্যাকেজের সাথে সকাল, দুপুর ও রাতের খাবার সহ অন্যান্য সুবিধা রয়েছে।

এখানে রয়েছে এসি / নন-এসি রিয়ারভিউ কাঠের কটেজ, রিয়ারভিউ ব্যালকনি, রিয়ারভিউ ডাইনিং স্পেস, বারবিকিউ, রিয়ারভিউ ট্রি-হাউজ, ট্র্যাডিশনাল বোটিং, রিভারসাইড লাউঞ্জ, ফ্রি গাড়ি পাকিং ও উন্নত মানের খাবার ব্যবস্থা।

যোগাযোগ

  • ঠিকানা: কাঞ্চন ব্রিজ, পূর্বাচল, ঢাকা, বাংলাদেশ
  • মোবাইল নাম্বার: 01810-011140
  • ইমেইল: 
  • ফেসবুক পেজ

#৫ ফ্যামিলি লাইফ রিসোর্ট

ফ্যামিলি লাইফ রিসোর্টটি ছোট জায়গার উপর গড়ে তোলা হলেও এর মধ্যে নন-এসি কুটির, ডাবল ডিলাক্স এসি রুম, বারবিকিউ জোন, সুইমিং পুল, কিডস জোন, গাড়ি পাকিং সহ বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে।

এখানে একদিনের জন্য থাকতে হলে ৮-১০ জনের গ্রুপ নিয়ে আসতে হবে। জনপ্রতি খরচ হবে ১,৩৫০ টাকা। এছাড়া নব দম্পত্তির জন্য হানিমুন প্যাকেজ রয়েছে। এখানে পেশাদার ফটোগ্রাফার দিয়ে ছবি তোলার সুবিধা রয়েছে।

এছাড়া সার্বক্ষণিক ওয়াই-ফাই নেটওয়ার্ক ও আইপিএস এর মাধ্যমে বিদ্যুৎ সুবিধা রয়েছে। যারা রান্না করতে পছন্দ করেন তারা এখানে পেশাদার রন্ধনশিল্পীর সাথে রান্না করার সুযোগ পাবেন।

যোগাযোগ

  • ঠিকানা: ফ্যামিলি লাইফ রিসোর্ট, পূর্বাচল, বাংলাদেশ
  • মোবাইল নাম্বার: 01917-190777
  • ফেসবুক পেজ

#৬ সি শেল এমিউজমেন্ট পার্ক ও রিসোর্ট

পূর্বাচল রাজউক নিউ টুন সেক্টর ৩ এর সাথে ৩০০ ফিট রাস্তা সংযুক্ত, কুড়িল বিশ্বরোড ফ্লাইওভার থেকে ১০ মিনিট দূরে এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৫ মিনিট দূর অবস্থিত সি শেল এমিউজমেন্ট পার্ক ও রিসোর্ট অবস্থিত।

এই রিসোর্টটি মূলত একটি পিকনিক স্পট ও বিনোদন কেন্দ্র। এখানে সি শেল পার্ক, বৃত্তকার বাগান, পার্টি সেন্টার, সুইমিংপুল, বিভিন্ন রাইড সহ কিডস জোন রয়েছে। রিসোর্টের প্রবেশ মূল্য জনপ্রতি ১০০ টাকা এবং বিভিন্ন রাইডে চড়ার জন্য ৫০ থেকে ১০০ টাকা আলাদা খরচ করতে হবে।

সুইমিংপুলে সাতার কাটতে পারবেন প্রতি ঘন্টা ২০০ টাকা দিয়ে। যারা রাত্রিযাপন করতে চান তাদের জন্য রয়েছে এসি / নন-এসি ডিলাক্স রুম। বিভিন্ন প্যাকেজে থাকতে খরচ হবে ৫,০০০ থেকে ১০,০০০ টাকা।

যোগাযোগ

  • ঠিকানা: কুড়িল বিশ্বরোড ফ্লাইওভার থেকে ১০ মিনিট দুরে ৩০০ ফিট রাস্তা সংযুক্ত পূর্বাচল রাজউক নতুন শহর সেক্টর – ৩।
  • মোবাইল নাম্বার: 01733-30681
  • ফেসবুক পেজ
  • ওয়েবসাইট

#৭ রিসোর্ট বৃষ্টিধারা

পূর্বাচল কুড়িল বিশ্বরোড ফ্লাইওভার থেকে ১২ মিনিট দূরে এক্সপ্রেসওয়ে দিয়ে মাজার রোড বাসস্ট্যান্ডে থেকে সহজে যেতে পারবেন রিসোর্ট বৃষ্টিধারা। রাজধানী ঢাকার কাছাকাছি হওয়ায় এখানে রাত্রিযাপনের কোনো ব্যবস্থা নেই।

এই রিসোর্টে ঘুরতে আসতে হলে সর্বনিন্ম ৬ জনের গ্রুপ নিয়ে আসতে হবে এবং সর্বোচ্চ ২৪ জন। এক্ষেত্রে জনপ্রতি খরচ হবে ৩,২৫০ টাকা। প্যাকেজের মধ্যে সকাল, দুপুর ও সন্ধ্যার খাবার অন্তর্ভুক্ত রয়েছে।  

এখানে বিভিন্ন ইনডোর ও আউটডোর গেমের ব্যবস্থা রয়েছে। এছাড়া ইনফিনিটি সুইমিং পুল, আউটডোর কিচেন, কিডস জোন, ড্রাই কিচেন, ডাইনিং ও ফ্যামিলি লিভিং, ২ স্যুট, ফোয়ারা ইত্যাদি।

বিশেষ করে এই রিসোর্টে যারা শীতের মৌসুমে (ডিসেম্বর-জানুয়ারি) আসবেন তাদের জন্য চিতই ও ভাপা পিঠার ব্যবস্থা রয়েছে।

যোগাযোগ

#৮ জঙ্গলবাড়ি রিসোর্ট সুইমিং এ্যান্ড রেস্টুরেন্ট

পূর্বাচল রিসোর্ট গুলোর মধ্যে জঙ্গলবাড়ি রিসোর্ট সুইমিং এ্যান্ড রেস্টুরেন্ট অন্যতম। কুড়িল বিশ্বরোড থেকে নীলা মার্কেট এসে সেখান থেকে সিএনজি বা অটোরিকশা নিয়ে রিসোর্টে যেতে পারবেন।

২০ টাকা দিয়ে টিকেট কেটে পুরো রিসোর্ট ঘুরে দেখতে পারবেন। ৫০০ টাকার প্যাকেজে সুইমিং পুল ও লাঞ্চ সহ পুরো রিসোর্ট ঘুরে দেখতে পারবেন। প্যাকেজের বাহিরে সুইমিংপুল ব্যবহার করতে প্রতি ঘন্টা ২০০ টাকা খরচ হবে।

পুরো এক দিনের প্যাকেজ নিতে চাইলে খরচ করতে হবে ২,০০০ টাকা। যদি রাতে থাকতে চান তাহলে সর্বোচ্চ ৫,০০০ টাকা খরচ হবে। এখানে এসি / নন-এসি বিভিন্ন ধরনের রুম রয়েছে।

যোগাযোগ 

  • ঠিকানা: পূর্বাচল, সেক্টর ২৪, রোড ১১৬, প্লট ৫,৭
  • মোবাইল নাম্বার: 01310-699983
  • ফেসবুক পেজ

#৯ পদ্মা শাপলা রিসোর্ট

কাঞ্চন ব্রিজ থেকে সিএনজি বা অটোরিকশা করে জিন্দা পার্ক পার হয়ে পদ্মা বিল রিসোর্ট অবস্থিত। গ্রামীন পরিবেশে গড়ে উঠেছে এই রিসোর্টটি। যেখানে দেখতে পাবেন টিনের তৈরি রেস্টুরেন্ট ও মাটির পাত্রে খাবারের ব্যবস্থা।

রিসোর্টের বাহিরে গাড়ি পাকিং করার জন্য আলাদা স্থান রয়েছে। এই জায়গায় বিশেষত্ব হচ্ছে হাজার হাজার শাপলা ফুলের মাঝে নৌকায় চড়ে ঘুরে বেড়ানো। ঢাকার কাছে এক জায়গায় এতো শাপলা ফুল আর দেখা যায় না।

রিসোর্টে প্রবেশ টিকেট মূল্য ৫০ টাকা। প্রতি ঘন্টা নৌকায় ঘুরতে ৪০০ থেকে ৫০০ টাকা খরচ হবে। সকাল ও দুপুরের খাবার খেতে খরচ হবে ৩০০ থেকে ৪০০ টাকা।

যোগাযোগ

  • ঠিকানা: জিন্দা গ্রাম (মোদ্দা পাড়া), রূপগঞ্জ, নারায়ণগঞ্জ (জিন্দা পার্ক থেকে ৫ মিনিটের দূরত্ব)।
  • মোবাইল নাম্বার: 01309-277204
  • ফেসবুক পেজ

#১০ লা রিভেরিয়া রিসোর্ট

পর্বাচল ৩০০ ফিটের শেষে কাঞ্চন ব্রিজের পার হয়ে ১০ মিনিট দূরত্বে শীতলক্ষ্যা নদীর তীরে গড়ে উঠেছে লা রিভেরিয়া রিসোর্ট। সবুজ মাঠ, সন্ধ্যায় বারবিকিউ পার্টি, সুইমিংপুল, এসি / নন-এসি কাঠের তৈরি কটেজ ও গাড়ি পাকিং লা রিভেরিয়া রিসোর্ট।

রিসোর্টের প্রবেশ টিকেট মূল্য ২৫০ টাকা। এক দিনের প্যাকেজ ১,৫০০ টাকা। রাতে থাকতে হলে খরচ করতে হবে ৩,৫৫০ থেকে ৫,৭৫০ টাকা।

যোগাযোগ 

  • ঠিকানা: কাঞ্চন ব্রিজ, পূর্বাচল
  • মোবাইল নাম্বার: 01810-011142
  • ফেসবুক পেজ

আরো পড়ুন