alternatetext
আনন্দধারা রিসোর্ট

আনন্দধারা রিসোর্ট, তেঁতুলিয়া

আনন্দধারা রিসোর্ট (Anandadhara resort) বা কাজী এন্ড কাজী টি এস্টেট পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের রওশনপুর এলাকায় অবস্থিত। তেঁতুলিয়া উপজেলা সদর থেকে ৮-১০ কিলোমিটার দূরে সুনিবিড় মনোরম পরিবেশে এই রিসোর্ট গড়ে তোলা হয়েছে।

প্রাকৃতিক মনোরম পরিবেশ দেখতে পাবেন এই রিসোর্টে গেলে। এটি বাংলাদেশের একমাত্র অর্গানিক চা বাগান। সৌখিনতার বসে মানুষ কত কি করতে পারে সেটা দেখতে পাবেন এই কাজী এন্ড কাজী টি এস্টেট আনন্দধারা রিসোর্টে গেলে।

দৃষ্টিনন্দন গেট দিয়ে রিসোর্টের মধ্যে প্রবেশ করলে দেখতে পাবেন লতাপাতার ছায়ায় অন্ধকারাচ্ছন্ন একটি পথ। এই পথের মধ্যে দিয়ে হেঁটে যেতে আপনার অন্যরকম একটি অনুভূতি অনুভব করবেন।

যেদিকে তাকাবেন দেখতে পাবেন সবুজের সমারোহ, মাঝে দেখতে পাবেন আধুনিক দৃষ্টিনন্দন একটি কটেজ। মাঝে একটা লেকও রয়েছে, তার পাশে কয়েকটি কটেজ। লেকের উপর তৈরি করা হয়েছে ব্রিজ, ব্রিজ পেরিয়ে যাওয়া যায় রেস্টহাউজে।

BM Khalid Hasan Sujon

রিসোর্টের মধ্যে আরো দেখতে পাবেন সমতল সবুজ চা বাগান, খেলার মাঠ যেখানে কিছু সংখ্যাক ঘোড়াকে ঘাস খেতে দেখতে পাবেন।

এই রিসোর্টটি একজন ব্যাক্তি সৌখিনতায় তৈরি করেন। এখানে সাধারন লোকেদের থাকার অনুমতি নেই। কাজী এন্ড কাজী টি এস্টেট এর মালিক পক্ষ এবং বাহিরের বায়ারগণ এই রিসোর্টে রাত্রিযাপন করতে পারবেন। এখানে প্রবেশ করার সময় গেটে থাকা দারওয়ানের নিকট থেকে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে।

আনন্দধারা রিসোর্ট কিভাবে যাবেন

কাজী এন্ড কাজী টি এস্টেট আনন্দধারা রিসোর্টে যাওয়ার জন্য প্রথমে আপনাকে যেতে হবে তেঁতুলিয়া উপজেলায়। সেখান থেকে অটোরিকশা বা সিএনজি করে আনন্দধারা রিসোর্ট যেতে পারবেন। ভাড়া লাগবে জনপ্রতি ৩০ টাকা।

BM Khalid Hasan Sujon

বাসে ঢাকা থেকে তেতুলিয়া

বাসে ঢাকা থেকে তেতুলিয়া যাওয়ার জন্য বাবুল বা হানিফ পরিবহন সরাসরি তেতুলিয়া যেতে পারবেন। এসি নন এসি বাস ভেদে জনপ্রতি ভাড়া ১,১০০ টাকা থেকে ১,৯০০ টাকা পর্যন্ত।

ট্রেনে ঢাকা থেকে পঞ্চগড়

ট্রেনে ঢাকা থেকে পঞ্চগড় যেতে ঢাকায় কমলাপুর রেলস্টেশন থেকে পঞ্চগড় এক্সপ্রেস, একতা বা দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে পঞ্চগড় যেতে পারবেন। জনপ্রতি ভাড়া শোভান চেয়ার ৬৯৫ টাকা, এসি চেয়ার (স্নিগ্ধা) ১,৩৩৪ টাকা এবং এসি কেবিন (বার্থ) ২,৩৯৮ টাকা।

BM Khalid Hasan Sujon

পঞ্চগড় এক্সপ্রেস ঢাকা ছেড়ে যায় রাত ১১:৩০ মিনিটে আর পঞ্চগড় পৌঁছায় সকাল ০৯:৫০ মিনিটে। দ্রুতযান এক্সপ্রেস ঢাকা ছেড়ে যায় রাত ০৮:০০ টায় এবং পঞ্চগড় পৌঁছায় সকাল ০৬:১০ মিনিটে। একতা এক্সপ্রেস ঢাকা ছেড়ে যায় সকাল ১০:১০ মিনিটে এবং পঞ্চগড় পৌঁছায় রাত ০৯:০০ মিনিটে।

কোথায় থাকবেন

তেঁতুলিয়া আনন্দধারা রিসোর্ট বা কাজী এন্ড কাজী টি এস্টেট বেড়াতে গেলে তেঁতুলিয়া শহরের আবাসিক হোটেল গুলোতে আপনাকে থাকার চিন্তা করতে হবে। চাইলে পঞ্চগড় শহরের হোটেল গুলোতে থাকতে পারবেন।

তেতুলিয়া আবাসিক হোটেল গুলোর মধ্যে উল্লেখযোগ্য তেতুলিয়া স্কায়ার আবাসিক হোটেল, যোগাযোগ 01957-263217. দোয়েল আবাসিক হোটেল, যোগাযোগ 01715-650634.

আয়াত আবাসিক হোটেল, যোগাযোগ 01718-928073. হোটেল সীমান্তের পাড় আবাসিক, যোগাযোগ 01744-877351. কাজী ব্রাদার্স আবাসিক, যোগাযোগ 01717-905340. ইএসডিও মহানন্দা কটেজ, যোগাযোগ 01738-501223

কোথায় খাবেন

তেঁতুলিয়া উপজেলায় বেড়াতে গিয়ে খাবার জন্য তেঁতুলিয়া বাজারে বেশ কয়েকটি বাঙালি খাবার হোটেল পাবেন। সেখান থেকে চা-নাস্তা সহ দুপুর ও রাতের খাবার খেতে পারবেন।

এছাড়া যারা পঞ্চগড় শহরে গিয়ে খেতে চাচ্ছেন তারা হোটেল মৌচাক, হোটেল নিরিবিলি, হোটেল করোটিয়া সহ আরো বেশ কয়েকটি ভালো মানের খাবার হোটেল রয়েছে পঞ্চগড় শহরে।

আরো পড়ুন

Similar Posts