আনন্দ বিহার কোথায় অবস্থিত
আপনাদের মধ্যে অনেকে জানতে চাচ্ছেন আনন্দ বিহার কোথায় অবস্থিত এবং আনন্দ বিহারের নির্মাতা কে। আজকের আর্টিকেলে দেশের অন্যতম সমৃদ্ধ ও প্রচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন আনন্দ বৌদ্ধ বিহার কোথায় অবস্থিত জানবো।
আনন্দ বিহার বাংলাদেশ অন্যতম সমৃদ্ধ ও প্রাচীন একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এটি কুমিল্লা সদর উপজেলার কোটবাড়ি এলাকায় অবস্থিত। ময়নামতিতে আবিষ্কৃত প্রাচীন সৌধমালার মধ্যে আনন্দ বিহার বৃহত্তর একটি।
ধারণা করা হয় দেব রাজবংশের তৃতীয় রাজা শ্রী আনন্দ দেব আনন্দ বিহার পুকুর ও কমপ্লেক্সটি ৭ম ও ৮ম শতাব্দীর প্রথম দিকের কোনো এক সময় নির্মান করেন।
আনন্দ বিহারের যতটুকু খননকাজ হয়েছে সেই অনুসারে দেখা যায় এর অভ্যন্তরে শালবন বিহারের মতো বিশাল বিহারের কাঠামো রয়েছে। এই বিহারটি বর্গাকৃতির যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য ১৯৮ মিটার। এখানে মোট ৪ টি বাহু আছে।
প্রত্যেকটি বাহুতে সুবিন্যস্ত সন্ন্যাসীদের কক্ষ ছিলো। এই কক্ষ গুলো বিরাট কুরুশ আকৃতির জাঁকালো মন্দিরের চারিদিকে ঘিরে অবস্থান করছে। মন্দিরটি বিহারের খোলা স্থানের মধ্যস্থলে অবস্থিত। আনন্দ বিহারের উত্তর দিকে বিহারে প্রবেশেন একমাত্র প্রবেশ পথ।
আনন্দ বিহার কোথায় অবস্থিত
আনন্দ বিহার বাংলাদেশের কুমিল্লা জেলার সদর উপজেলার কোটবাড়ি ময়নামতিতে অবস্থিত। ময়নামতীতে আবিষ্কৃত প্রাচীন সৌধমালার মধ্যে আনন্দ বিহার বৃহত্তর সর্ববৃহত্তম।
আনন্দ বিহার কে নির্মাণ করেন
ধারণা করা হয় ৭ম ও ৮ম শতাব্দীর প্রথম দিকের কোনো এক সময় দেব রাজবংশের তৃতীয় রাজা শ্রী আনন্দ দেব আনন্দ বিহার নির্মাণ করেন।
আনন্দ বিহার কোন পাহাড়ে অবস্থিত
আনন্দ বিহার কুমিল্লা জেলার ময়নামতি লালমাই পাহাড়ের পাদদেশে অবস্থিত। এটি রাজা আনন্দ দেবের নির্মিত একটি প্রাচীন বৌদ্ধ বিহার।
আরো পড়ুন