আলীর গুহা, আলীকদম, বান্দরবান
আলীর গুহা বা আলীর সুড়ঙ্গ বান্দরবান জেলার আলীকদম উপজেলায় অবস্থিত। আলীকদম সদর উপজেলা থেকে ৩ কিলোমিটার দূরে মাতামুহুরী-টোয়াইন খাল ঘেঁষে ২ পাহাড়ের চূড়ায় এই গুহা। আলীর পাহাড় থেকে এই গুহা বা সুড়ঙ্গের নাম করণ করা হয়।
এখানে মোট ৩ টি গুহা রয়েছে। সব গুলো গুহায় ঘুরে দেখতে হলে প্রায় ৩ ঘন্টার মতো সময় লাগবে। গুহা গুলোতে প্রবেশ করতে হয় ঝিরি পথ ধরে। কিন্তু ঝিড়ি থেকে গুহার মুখ উপরের দিকে। প্রথম গুহায় প্রবেশ করার জন্য সিঁড়ি দিয়ে উপরে উঠার ব্যবস্থা রয়েছে।
বাকি ২ টি গুহায় প্রবেশ করার জন্য আলীকদম সেনাবাহিনী সিঁড়ি স্থাপন করেছে। গুহার ভিতর সূর্যের আলো প্রবেশ করে না। তাই গুহার ভিতর সম্পূর্ণ অন্ধকার। ভিতরে প্রবেশ করার সময় অবশ্যই আপনাকে মশাল বা মোবাইল টর্চ লাইট ব্যবহার করতে হবে।
গুহার ভিতর প্রবেশ করার সাথে সাথে আপনি অজানা এক জগতে চলে যাবেন। ভিতরে গা ছমছমে ও স্যাঁতস্যাঁতে পরিবেশ, কিছু অংশে আবার সরু, হামাগুড়ি দিয়ে সামনে যেতে হবে। গুহার ভিতর অন্ধকার থাকায় অনেক বাদুর রয়েছে বসবাস করে। মানুষের উপস্থিতি দেখলে এদিন সেদিন উড়বে। এতে ভয় পাবেন না।
আলীর গুহা কিভাবে যাবেন
আলীর সুড়ঙ্গ বা গুহা যেতে প্রথমে আপনাকে বান্দরবান জেলার আলীকদম উপজেলা শহরে আসতে হবে। আলীকদম থেকে প্রথমে হবে ৩ কিলোমিটার দূরে মংচুপ্রু পাড়ায়। সিএনজি বা পায়ে হেঁটে যেতে পারবেন। সিএনজি ভাড়া জনপ্রতি ১০ টাকা।
মংচুপ্রু পাড়ার পাশ দিয়ে বয়ে যাওয়া টোয়াইন খাল পার হয়ে কিছু সময় পাহাড় ও ঝিরি পথ ধরে হেঁটে আলীর গুহা বা আলীর সুড়ঙ্গ যেতে পারবেন। মংচুপ্রু পাড়া থেকে এই গুহায় যেতে প্রায় ৩০ মিনিটের মতো সময় লাগবে। এখানে মোট ৩ টি গুহা ঘুরে দেখে আসতে প্রায় ৩ ঘন্টার মতো সময় লাগবে।
ঢাকা থেকে আলীকদম
বাসে ঢাকা থেকে আলীকদম যাওয়ার জন্য ঢাকার গাবতলী, আব্দুল্লাহপুর, সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে শ্যামলী, হানিফ, এস আলম পরিবহনে সরাসরি আলীকদম যেতে পারবেন। এসি নন-এসি বাস ভেদে জনপ্রতি ভাড়া ৯০০ টাকা থেকে ১,৭০০ টাকা পর্যন্ত।
এছাড়া ঢাকা থেকে চকরিয়া হয়ে আলীকদম যাওয়ার জন্য ঢাকা থেকে কক্সবাজারগামী যেকোনো বাসে চকরিয়া নেমে যাবেন। বাসের সুপারভাইজারকে আগেই বলে রাখবেন চকরিয়া নামিয়ে দিবে।
ঢাকা টু কক্সবাজারগামী এসি নন-এসি বাস ভেদে জনপ্রতি ভাড়া ৯৫০ টাকা থেকে ১,৮০০ টাকা পর্যন্ত। চকরিয়া নেমে সেখান থেকে নতুন বাস স্টেশন থেকে আলীকদম যাওয়ার জন্য লোকাল বাস পাওয়া যায়।
প্রতিদিন সকাল ৭:৩০ থেকে সন্ধ্যা ৬:৩০ মিনিট পর্যন্ত প্রতি ঘন্টায় ঘন্টায় আলীকদমের উদ্দেশ্যে বাস ছেড়ে যায়। বাস ভাড়া জনপ্রতি ৭০ টাকা, যেতে সময় লাগবে ২ ঘন্টার মতো।
এছাড়া চকরিয়া থেকে আলীকদম যাওয়ার জন্য চান্দের গাড়ি পাওয়া যায়। রিজার্ভ ভাড়া নিবে ১২০০ টাকা থেকে ১৪০০ টাকা পর্যন্ত (দামাদামি করে নিবেন)। চান্দের গাড়িতে ১০-১২ জন লোক যেতে পারবেন।
কোথায় থাকবেন
আলীর সুড়ঙ্গ বা গুহা এক দিনে দেখে আবার ঢাকা ফিরে যেতে পারবেন। রাতে ঢাকা থেকে আলীকদম গিয়ে সারা দিন গুহা দেখে আবার রাতে ঢাকা ফিরে যেতে পারবেন। যারা চট্টগ্রাম থেকে যাবেন তারা এক দিনে গুহা দেখে আবার চট্টগ্রাম ফিরে আসতে পারবেন।
আবার যারা আলীকদম ভ্রমণে গিয়ে রাত্রিযাপন করতে চাচ্ছেন তারা আলীকদম উপজেলার নতুন দ্যা দামতুয়া ইন হোটেলে রাত্রিযাপন করতে পারবেন। যোগাযোগ করুন ০১৭৪৮ ৯১২১২৭ নাম্বারে।
এছাড়া রাত্রিযাপন করার জন্য আলীকদম উপজেলা ডাক বাংলোতে থাকতে পারবেন। এখানে থাকার জন্য অনুমতি নিতে হবে। রুম ভাড়া ৫০০ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত।
আবার পান বাজারে থাকার জন্য একটি বোর্ডিং রয়েছে। সেখানে রুম ভাড়া ৪৫০ টাকা। যোগাযোগ করুন (সাদ্দাম ভাই) ০১৫৫৩ ৬০৩৯১৫, ০১৮২৮ ৯৩৩৬৩৩ নাম্বারে।
কোথায় খাবেন
আলীকদম পান বাজারে খাবার জন্য বেশ কিছু খাবার হোটেল রয়েছে। সেখান থেকে মাঝারি মানের খাবার খেতে পারবেন। সাদা ভাত, ডিম, মাছ, মাংস সহ সবজি পাবেন ২০০-২৫০ টাকার মধ্যে।
গাইড
আপনি যদি আলীর গুহা বা সুড়ঙ্গ প্রথম যেয়ে থাকেন তাহলে গাইড নেওয়া ভালো। গাইডকে বেশি টাকা দেওয়া লাগে না। ১৫০-২০০ টাকা দিলে তারা খুব খুশি হয়। যাওয়ার আগে গাইডের সাথে যোগাযোগ করে নিবেন।
- সাদ্দাম (গাইড), যোগাযোগ: ০১৮৩১ ৫০৭২৯৩
- খালেক (গাইড), যোগাযোগ: ০১৮৩৭ ৮৩৭৫৯১
গুহা ভ্রমণে পরামর্শ
- গুহার ভিতর জেরে কথা বলবেন না।
- বাদুর দেখে ভয় পাবেন না এবং চিৎকার করবেন না।
- ভিতরে ময়লা আবর্জনা ফেলবেন না।
- গুহা প্রাকৃতিক তৈরি তাই ক্ষতি হয় এমন কোনো কাজ করবেন না।
- বর্ষাকালে ঝিরিতে পানি বেশি তাই সাবধানে হাঁটবেন।
- ভিতরে পিচ্ছিল তাই গ্রীপের জুতা পড়ে যাবেন।
- প্রথম গুহায় গেলে অবশ্যই গাইড নিবেন।
আরো পড়ুন
- মিরিঞ্জা ভ্যালি ভ্রমণ গাইড
- নীলগিরি হিল রিসোর্ট
- বন নিবাস রিসোর্ট বান্দরবান
- দেবতাখুম বান্দরবান
- হলিডে ইন রিসোর্ট বান্দরবান
- সাইরু হিল রিসোর্ট
- মারায়ন তং