কক্সবাজার সরকারি হোটেল মোটেল নাম, ঠিকানা এবং রুম ভাড়া

কক্সবাজারে পর্যটকদের রাত্রিযাপন করার জন্য গড়ে তুলেছে ৫০০ টির বেশি হোটেল, মোটেল, কটেজ ও রিসোর্ট। এর মধ্যে বাংলাদেশ পর্যটন করপোরেশন এর পরিচালনায় কক্সবাজার সরকারি হোটেল মোটেল রয়েছে, সেখানে তুলনামূলকভাবে কম খরচে রাত্রিযাপন করতে পারবেন।

কক্সবাজার অধিকাংশ ফাইভ স্টার হোটেল ও রিসোর্ট গুলো বেসরকারী প্রতিষ্ঠান বা মালিকানাধীন। এখানে রাত্রিযাপন ও বিভিন্ন সুবিধার জন্য খরচ অনেক বেশি।

অনেক পর্যটকেরা কম বাজেটে কক্সবাজার হোটেলে রাত্রিযাপন করতে চাই। এসব কথা চিন্তা করে বাংলাদেশ পর্যটন করপোরেশন কক্সবাজারে কয়েকটি সরকারি হোটেল মোটেল পরিচালনা করেছে। এখানে কম খরচে মোটামুটি ভালো পরিবেশে  রাত্রিযাপন করতে পারবেন।

কক্সবাজার সরকারি হোটেল মোটেল ও রিসোর্টে রাত্রিযাপন করার জন্য জনপ্রতি রুম ভাড়া ৫০০ টাকা থেকে শুরু করে ৫,৫০০ টাকা পর্যন্ত খরচ হবে। এসি, নন এসি টুইন বেড, কাপেল বেড সহ আরো বিভিন্ন ধরনের রুম পাবেন।

BM Khalid Hasan Sujon

কক্সবাজার সরকারি হোটেল, মোটেল ও রিসোর্ট

বাংলাদেশ পর্যটন করপোরেশন এর পরিচালনায় কক্সবাজারে কয়েকটি সরকারি হোটেল মোটেল ও রিসোর্ট রয়েছে। এই হোটেল, মোটেল ও রিসোর্ট গুলোর নাম, ঠিকানা, রুম ভাড়া সম্পর্কে নিচে বিস্তারিত উল্লেখ করা হল।

হোটেল শৈবাল কক্সবাজার (Hotel Shaibal)

হোটেল শৈবালে রাত্রিযাপন করার জন্য পর্যটকেরা ফ্রি ওয়াই-ফাই সার্ভিস, খাবার জন্য রেস্তোরাঁ, সুইমিং পুল, ২৪ ঘন্টা রুম সার্ভিস, চা/কফি, ফ্রিতে প্রসাধন সামগ্রী, ২৪ ঘন্টা সাপোর্ট, ঠান্ডা ও গরম পানি, টেলিফোন, এয়ারকন্ডিশন, ব্রেকফাস্ট, ফ্রি ড্রিংক, মিনারেল ওয়াটার, এলইডি টিভি সহ আরো বিভিন্ন ধরনের সুবিধা পাবেন।

হোটেল শৈবাল রুম ভাড়া

Room TypeBed TypeRoom PricePer Room/Night
Suite RoomBed double6,000 TKPer Room/Night
AC Deluxe RoomBed Twin4,000 TKPer Room/Night
Hotel shaibal room price

যোগাযোগ করুন

মোটেল প্রবাল (Motel Probal)

কক্সবাজারে মোটেল প্রবালে পর্যটকদের রাত্রিযাপন করার জন্য রুমের সাথে ফ্রিতে সকালের নাস্তা, এলইডি টিভি, এসি, টেলিফোন সার্ভিস, ঠান্ডা ও গরম পানি সহ অন্যান্য ব্যবস্থা পাবেন।

BM Khalid Hasan Sujon

মোটেল প্রবাল রুম ভাড়া

Room TypeBed TypeRoom PricePer Room/Night
AC Couple BedAC Twin Bed2,000 TKPer Room/Night
Non AC Twin BedTwin Bed1,500 TKPer Room/Night
Non AC Couple BedCouple Bed1,500 TKPer Room/Night
Motel probal room price

যোগাযোগ করুন

  • ঠিকানা: মোটেল প্রবাল, ৬৩২১১,৬২৬৩৫ কক্সবাজার, বাংলাদেশ
  • মোবাইল নাম্বার: +880-2-44826527
  • ফোন: +880-341-63211
  • ইমেইল: probal@parjatan.gov.bd
  • ওয়েবসাইট

মোটেল লাবণী (Motel Labonee)

কক্সবাজার মোটেল লাবণীতে রাত্রিযাপন করার জন্য রুমের সাথে ফ্রি ওয়াই-ফাই সার্ভিস, ফ্রি ড্রিংক, খাবার জন্য রেস্তোরাঁ, রুম সার্ভিস, চা/কফি, ফ্রিতে প্রসাধন সামগ্রী, ২৪ ঘন্টা সাপোর্ট, ঠান্ডা ও গরম পানি, এয়ারকন্ডিশন, টেলিফোন সার্ভিস, সকালের নাস্তা, মিনারেল ওয়াটার, এলইডি টিভি সহ আরো বিভিন্ন ধরনের সুবিধা পাবেন।

মোটেল লাবণী রুম ভাড়া

Room TypeRoom PricePer Room/Night
AC Twin Bed2,000 TKPer Room/Night
Non AC Twin Bed1,400 TKPer Room/Night
AC Couple Bed2,000 TKPer Room/Night
Non AC Couple Bed1,400 TKPer Room/Night
Exc AC Couple2,600 TKPer Room/Night
Exc VIP AC Couple3,400 TKPer Room/Night
Exc AC Triple Bed3,800 TKPer Room/Night
Exc AC Four Bed4,400 TKPer Room/Night
Exc AC Connecting Room5,500 TKPer Room/Night
Non AC Economy Room1,000 TKPer Room/Night
Dormitory Three Bed900 TKPer Room/Night
Dormitory Four Bed1,200 TKPer Room/Night
কক্সবাজার সরকারি হোটেল

যোগাযোগ করুন

মোটেল উপল (Motel Upal)

মোটেল উপলে রাত্রিযাপন করার জন্য রুমের সাথে ফ্রি ওয়াই-ফাই সার্ভিস, ফ্রি ড্রিংক, রেস্তোরাঁ, ২৪ ঘন্টা রুম সার্ভিস, চা এবং কফি, ফ্রি প্রসাধন সামগ্রী, ২৪ ঘন্টা সাপোর্ট, ঠান্ডা ও গরম পানি, এয়ারকন্ডিশন, টেলিফোন সার্ভিস, মিনারেল ওয়াটার, এলইডি টিভি সহ আরো বিভিন্ন ধরনের সুবিধা পাবেন।

মোটেল উপল রুম ভাড়া

Room TypeRoom PricePer Room/Night
AC Couple Bed2,500 TKPer Room/Night
Non AC Twin Bed1,500 TKPer Room/Night
Motel upal room price

যোগাযোগ করুন

  • ঠিকানা: মোটেল রোড, কক্সবাজার, বাংলাদেশ
  • মোবাইল নাম্বার: 01991-139022
  • ফোন: 0341-64258
  • ইমেইল: motelupal1@gmail.com
  • ওয়েবসাইট

বুকিং করার নিয়ম

যারা সিজনের সময় কক্সবাজারে বাংলাদেশ পর্যটন করপোরেশন সরকারি হোটেল, মোটেল ও রিসোর্টে থাকতে চান তারা হোটেলের ওয়েবসাইট থেকে বা মোবাইল নাম্বারে ফোন করে অগ্রিম বুকিং দিতে পারবেন।

কক্সবাজারে বেসরকারি মালিকানাধীন হোটেল গুলোর তুলনায় অনেক কম খরচে সরকারি (বাংলাদেশ পর্যটন করপোরেশন) হোটেল গুলোতে থাকতে পারবেন। আমি গতবছর কক্সবাজার ভ্রমণে গিয়ে ২ দিন মোটেল লাবণীতে ছিলাম। আমার কাছে তাদের সার্ভিস খুব ভালো লেগেছে।

BM Khalid Hasan Sujon
আরো পড়ুন