কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও টিকেট মূল্য

কিশোরগঞ্জ এক্সপ্রেস (Kishoreganj Express) বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত একটি আন্তঃনগর ট্রেন। এটি ঢাকা টু কিশোরগঞ্জ রুটে চলাচলকারী জনপ্রিয় দ্রুতগামী ও বিলাসবহুল আন্তঃনগর ট্রেন। ২০১৩ সালের ১ লা ডিসেম্বর ট্রেনটির শুভ উদ্বোধন করা হয়। আপনি যদি ঢাকা টু কিশোরগঞ্জ যাত্রা করতে চান তাহলে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, টিকেট মূল্য, ভাড়ার তালিকা সহ বিস্তারিত তথ্য জানুন।

কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

কিশোরগঞ্জ এক্সপ্রেস (ট্রেন নং ৭৮১) প্রতি সোমবার বাদে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে সকাল ১০:৩০ মিনিটে ছেড়ে দুপুর ০২:১০ মিনিটে কিশোরগঞ্জ পৌঁছায়।

আবার কিশোরগঞ্জ এক্সপ্রেস (ট্রেন নং ৭৮২) প্রতি সোমবার বাদে কিশোরগঞ্জ রেলস্টেশন থেকে বিকাল ০৪:০০ টায় ছেড়ে গিয়ে ঢাকার কমলাপুর রেলস্টেশন পৌঁছায় রাত ০৮:০০ টায়।

BM Khalid Hasan Sujon
ট্রেন নংস্টেশন নামযাত্রার সময়পৌঁছানোর সময়সাপ্তাহিক বন্ধ
৭৮১ঢাকা টু কিশোরগঞ্জসকাল ১০:৩০ মিনিটদুপুর ০২:১০ মিনিটসোমবার
৭৮২কিশোরগঞ্জ টু ঢাকাবিকাল ০৪:০০রাত ০৮:০০সোমবার

কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের টিকেট মূল্য

কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের টিকেট মূল্য তুলনামূলক ভাবে অনেক কম। সর্বনিন্ম টিকেট মূল্য ১৬০ টাকা থেকে ৩৬৮ টাকা। ট্রেনে আসন ভিত্তিতে বিভিন্ন ধরনের আসন রয়েছে।

কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ভাড়ায় তালিকা নিচে উল্লেখ করা হয়েছে।

আসন বিভাগটিকেট মূল্য (১৫% ভ্যাট)
এসি সিট৩৬৮ টাকা
স্নিগ্ধা৩০৫ টাকা
শোভন চেয়ার১৬০ টাকা

বাংলাদেশ রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন টিকেট বুকিং করতে পারবেন। অনলাইন টিকেট বুকিং করতে ২০ টাকা অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে। এছাড়া রেলস্টেশন থেকে টিকেট কাটতে পারবেন।

কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের স্টপেজ

কিশোরগঞ্জ এক্সপ্রেস ঢাকা টু কিশোরগঞ্জ এবং কিশোরগঞ্জ টু ঢাকা যাতায়াতের সময় বিভিন্ন স্টেশনে যাত্রাবিরতি করে। নিচে যাত্রাবিরতির স্টেশন গুলো নাম ও সময়সূচী উল্লেখ করা হয়েছে।

BM Khalid Hasan Sujon
বিরতি স্টেশন নামঢাকা থেকে (৭৮১)কিশোরগঞ্জ থেকে (৭৮২)
বিমানবন্দর রেলস্টেশন১০:৫৩১৯:৫৫
নরসিংদী রেলস্টেশন১১:৩৬১৮:২৫
মেথিকান্দা রেলস্টেশন১১:৫৮১৮:০৫
ভৈরব বাজার রেলস্টেশন১২:১৫১৭:২৮
কুলিয়ারচর রেলস্টেশন১২:৫৪১৭:০৫
বাজিতপুর রেলস্টেশন১৩:০৪১৬:৫৫
সরারচর রেলস্টেশন১৩:১৪১৬:৪৫
মানিক খালি রেলস্টেশন১৩:৩১১৬:২৭
গচিহাটা রেলস্টেশন১৩:৪০১৬:১৫

কিশোরগঞ্জ এক্সপ্রেস সাপ্তাহিক বন্ধ

কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন উভয় রুটে সাপ্তাহিক বন্ধ সোমবার। কিশোরগঞ্জ এক্সপ্রেস সাপ্তাহিক সোমবার বাদে বাকি ছয় দিন নিয়মিত চলাচল করে।

কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন কোড কত

কিশোরগঞ্জ এক্সপ্রেস ঢাকা টু কিশোরগঞ্জ ট্রেন কোড ৭৮১ এবং কিশোরগঞ্জ টু ঢাকা ট্রেন কোড ৭৮২।

কিশোরগঞ্জ এক্সপ্রেস এখন কোথায় আছে

মোবাইল দিয়ে কিশোরগঞ্জ এক্সপ্রেস সহ সকল ট্রেন কোথায় আছে জানতে পারবেন এসএমএস সার্ভিসের মাধ্যমে। এজন্য আপনার মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন

TR <স্পেস> ট্রেন নাম্বার বা ট্রেন কোড এবং পাঠিয়ে দিন 16318 নাম্বারে। ফিরতি এসএমএসে ট্রেনের অবস্থান জানতে পারবেন। এসএমএস চার্জ ৫.৫৬ টাকা।

BM Khalid Hasan Sujon
উদাহরণ: TR 781 লিখে পাঠিয়ে দিবেন 16318 নম্বরে।

আরো পড়ুন