খাগড়াছড়ি হোটেল এন্ড রিসোর্ট ভাড়া ও যোগাযোগ তথ্য
আপনারা যারা বাংলাদেশের সবচেয়ে বড় জেলা খাগড়াছড়ি দর্শনীয় স্থান সমূহ ঘুরে দেখতে চান তাদের এক দিনে ঘুরে দেখা সম্ভব না। তাই পর্যটকদের থাকার জন্য খাগড়াছড়ি হোটেল এন্ড রিসোর্ট গড়ে তোলা হয়েছে।
খাগড়াছড়ি দর্শনীয় স্থান সমূহের মধ্যে আলুটিলা গুহা, নিউজিল্যান্ড পাড়া, হর্টিকালচার পার্ক, রিছাং ঝর্ণা, তৈদুছড়া ঝর্ণা, দেবতার পুকুর, মায়াবিনী লেক, বিডিআর স্মৃতিসৌধ, শান্তিপুর অরণ্য কুঠির উল্লেখযোগ্য।
এসব প্রকৃতিক সৌন্দর্য গুলো এক দিনে ঘুরে দেখা সম্ভব না। তাই খাগড়াছড়িতে থাকার জন্য হোটেল ও রিসোর্ট সমূহের নাম, ঠিকানা, রুম ভাড়া ও যোগাযোগ তথ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। যাতে আপনারা পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধব নিয়ে সহজে হোটেল ও রিসোর্টে থাকতে পারেন।
খাগড়াছড়ি হোটেল এন্ড রিসোর্ট ভাড়া ও যোগাযোগ তথ্য
খাগড়াছড়ি হোটেল ও রিসোর্ট সমূহ নাম, ঠিকানা, রুম ভাড়া ও যোগাযোগ তথ্য তাদের অফিসিয়াল ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইউজার রেটিং থেকে সংগ্রহ করা হয়েছে।
তাই সময়ের সাথে অনেক সময় রুম ভাড়া কিছুটা কম বেশি হতে পারে। যারা অগ্রিম রুম বুকিং দিবেন তারা অবশ্যই বিস্তারিত তথ্য জেনে বুকিং দিবেন। আর যারা হোটেলে গিয়ে রুম ভাড়া নিতে চাচ্ছেন তারা রুম দেখে পছন্দ হলে দামাদামি করে ভাড়া ঠিক করবেন।
হোটেল হিল হেভেন খাগড়াছড়ি (Hotel Hill Heaven Khagrachhari)
খাগড়াছড়ি শহরে সরকারি মহিলা কলেজ রোডে অবস্থিত হোটেল হিল হেভেন খাগড়াছড়ি। খুব ছিমছাম সাজানো-গোছানো পরিবেশে হোটেলটি তৈরি করা হয়েছে।
কম খরচে বিশেষ দিনে ব্যুফে আকর্ষণীয় সব খাবার খেতে পারবেন। এছাড়া হোটেল থেকে খাগড়াছড়ি দর্শনীয় স্থান সমূহ ঘুরে দেখার জন্য গাইড পাবেন। এখানকার কর্মীদের বন্ধসূলভ আচারণ পাবেন।
যোগাযোগ তথ্য
- ঠিকানা: সরকারি মহিলা কলেজ রোড, খাগড়াছড়ি সদর
- মোবাইল নাম্বার: 01739 335888, 01822 007414
- ভাড়া: ১,৫০০ টাকা থেকে ৭,০০০ টাকা পর্যন্ত
হোটেল হিল প্যারাডাইজ (Hotel Hill Paradise)
খাগড়াছড়ি শহরের প্রাণ কেন্দ্রে হোটেল হিল প্যারাডাইজ অবস্থিত। এই হোটেলের বিভিন্ন আসবাবপত্রে বিভিন্ন নকশা দেখতে পাবেন। বড় আকারের ক্লাসিক ধারার রুম রয়েছে এই হোটেলে।
যোগাযোগ তথ্য
- ঠিকানা: সেলিম বিপণন কেন্দ্র, খাগড়াছড়ি
- মোবাইল নাম্বার: 01754 933076
- ভাড়া: ১,৫০০ টাকা থেকে ৩,০০০ টাকা পর্যন্ত
হোটেল ইকোছড়ি ইন (Hotel Ecochari Inn)
খাগড়াছড়ি শহর থেকে মাত্র ২.৮ কিলোমিটার দূরে উঁচু টিলার উপরে খুব ছিমছাম পরিবেশে এই হোটেলটি তৈরি করা হয়েছে। হোটেলের সাথে খাবার জন্য রেস্টুরেন্ট ও কয়েকশ মিটার দূরে টেনিস খেলার মাঠ রয়েছে।
কাঁচের দেয়ালে ঘেরা লাউঞ্জে বসে প্রাকৃতিক আলোয় বসে গল্প করে সময় কাটাতে পারবেন। যারা একটু নিরিবিলি শান্ত পরিবেশ পছন্দ করেন তারা এই হোটেলে রাত্রিযাপন করতে পারেন।
যোগাযোগ তথ্য
- ঠিকানা: পূর্ব প্রবেশপথ, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট
- মোবাইল নাম্বার: 01828 874014
- ভাড়া: ১,৫০০ টাকা থেকে ২,২০০ টাকা পর্যন্ত
হোটেল গাইরিং (Hotel Gairing)
হোটেল গাইরিং খাগড়াছড়ি সদরে আন্তর্জাতিক মানের একটি হোটেল। হোটেলের সাথে খাবার জন্য অসাধারণ একটি রেস্তোরাঁ রয়েছে। যেখানে দেশি বিদেশি ও পাহাড়ী নানা ধরনের খাবার পাবেন। হোটেল থেকে পাহাড়ের অপূর্ব সৌন্দর্য দেখতে পাবেন।
এখানে থাকার জন্য ফ্যামেলি স্যুট, হানিমুন স্যুট সহ মোট ৮ টি বিলাসবহুল রুম রয়েছে। অনুষ্ঠান আয়োজন করার জন্য ১০০ জনের কনফারেন্স রুম রয়েছে।
যোগাযোগ তথ্য
- ঠিকানা: মিলনপুর, কোর্ট রোড, খাগড়াছড়ি সদর
- মোবাইল নাম্বার: 01815 163173, 01554 319947
- ভাড়া: ১,৫০০ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত
পর্যটন মোটেল খাগড়াছড়ি (Parjatan motel)
বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালনায় খাগড়াছড়ি তৈরি করা হয়েছে পর্যটন মোটেল। নদী পার হয়ে শহরে প্রবেশ করার পর মোটেলটি দেখতে পাবেন। এখানে থাকার পাশাপাশি খাবার জন্য রেস্টুরেন্ট রয়েছে।
বিভিন্ন ক্যাটাগরির রুমের সাথে ১২০ জনের অনুষ্ঠান করার জন্য একটি কনফারেন্স রুম রয়েছে। এখান থেকে খুব সহজে সাজেক ভ্যালী যাওয়া যায়।
যোগাযোগ তথ্য
- ঠিকানা: মেইন রোড (চেঙ্গী ব্রিজ সংলগ্ন), খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
- মোবাইল নাম্বার: 01737 444961
- ভাড়া: ২,০০০ টাকা থেকে ৫,৫০০ টাকা পর্যন্ত
হোটেল শৈল সুবর্ণা (Hotel Shoilo Shobarana)
খাগড়াছড়ি বাজার রোডে অবস্থিত হোটেল শৈল সুবর্ণা। পাহাড় ও জঙ্গলের মিলন মেলা বলতে পারেন এই হোটেল কে। যারা কম খরচে থাকতে চাচ্ছেন তারা এখানে থাকতে পারবেন। এই হোটেল থেকে খাগড়াছড়ির অনেক কিছু দেখতে পাবেন।
যোগাযোগ তথ্য
- ঠিকানা: বাজার রোড, খাগড়াছড়ি
- মোবাইল নাম্বার: 01831 147310
- ভাড়া: ১,০০০ টাকা থেকে ২,০০০ টাকা পর্যন্ত
হোটেল নূর রেসিডেন্সিয়াল (Hotel Noor Residential)
খাগড়াছড়ি শাপড়া চত্বরের কাছে আমিন মার্কেটের সামনে হোটেল নূর রেসিডেন্সিয়াল অবস্থিত। কম খরচে থাকার জন্য একটি আদর্শ স্থান। থাকার পাশাপাশি গাড়ি পাকিং সুবিধা পাবেন।
যোগাযোগ তথ্য
- ঠিকানা: আমিন মার্কেট (শাপলা চত্বরের পাশে) টাউন হল, খাগড়াছড়ি
- মোবাইল নাম্বার: 01675 778899, 01555 778899
- ভাড়া: ১,৫০০ টাকা থেকে ৫,৫০০ টাকা পর্যন্ত
গিরি থেবার রিসোর্ট (Giri Thebar Resort)
খাগড়াছড়ি ক্যান্টনমেন্টের ভিতরে গিরি থেবার রিসোর্ট অবস্থিত। তাই নিরাপত্তার দিক নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। এখানে সুইমিং পুল ও নকুজে ঘেরা উদ্যান রয়েছে। এখানে এসি নন-এসি সব ধরনের রুম পাবেন।
যোগাযোগ তথ্য
- ঠিকানা: খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট, খাগড়াছড়ি
- মোবাইল নাম্বার: 01769 302370
- ভাড়া: ১,৩০০ টাকা থেকে ২,৮০০ টাকা পর্যন্ত
দীঘিনালা গেস্ট হাউজ (Dighinala Guest House)
দীঘিনালা উপজেলা বাস টার্মিনালের পাশে দীঘিনালা গেস্ট হাউজ অবস্থিত। যাদের বাজেট কম তারা এই গেস্ট হাউজে রাত্রিযাপন করতে পারবেন।
যোগাযোগ তথ্য
- ঠিকানা: দীঘিনালা বাস টার্মিনাল, খাগড়াছড়ি
- মোবাইল নাম্বার: 01553 645303
- ভাড়া: ৭০০ টাকা থেকে ১,০০০ টাকা পর্যন্ত
হোটেল শিল্পী (Hotel Shilpi)
যারা কম খরচে খাগড়াছড়ি হোটেল খুঁজছেন তারা হোটেল শিল্পীতে থাকতে পারেন। এখানে সিঙ্গেল, ডাবল, ফ্যামেলি সব ধরনের রুম পাবেন। থাকার পাশাপাশি খাবার জন্য রেস্টুরেন্ট ব্যবস্থা রয়েছে। এছাড়া গাড়ি পাকিং সুবিধা পাবেন।
যোগাযোগ তথ্য
- ঠিকানা: দীঘিনালা সড়ক, চ্যাংরাছড়ি, খাগড়াছড়ি
- ভাড়া: ১,২০০ টাকা থেকে ২,৮০০ টাকা পর্যন্ত
ব্রি:দ: – খাগড়াছড়িতে হোটেল ও রিসোর্ট ভাড়া নেওয়া জন্য অবশ্যই জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের ফটোকপি সাথে নিয়ে যাবেন।
আরো পড়ুন