খাদিমনগর জাতীয় উদ্যান, সিলেট
খাদিমনগর জাতীয় উদ্যান (Khadimnagar national park) সিলেট জেলা শহর থেকে ১৫ কিলোমিটার দূরে খাদিমনগর ইউনিয়ন ও গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নে অবস্থিত। ১,৬৭৭ একর জায়গা নিয়ে ২০০৬ সালের ১৩ এপ্রিল খাদিমনগর ন্যাশনাল পার্ক প্রতিষ্ঠিত হয়।
খাদিমনগর জাতীয় উদ্যানের এলাকা জুড়ে ৬ টি চা বাগান রয়েছে। উদ্যানের পূর্বপাশে ছড়াগাং চা-বাগান, হাবিবনগর চা-বাগান, পশ্চিমে কালাগুন চা-বাগান, বুরজান চা-বাগান, উত্তরে গুলনী চা-বাগান এবং দক্ষিণে খাদিম চা-বাগান অবস্থিত।
এই জাতীয় উদ্যানে ৮৩ প্রজাতির প্রাণী ও ২১৭ প্রজাতির গাছ রয়েছে। প্রাণীর মধ্যে ময়না, টিয়া, কোকিল, কাঠ ঠোকরা, মাছরাঙা, দোয়াল, কাক, শ্যামা, চিল, বক, টুনটুনি, বনমোরগ, শালিক, বানর, মেছো বাঘ, খরগোশ, বনবিড়াল, শিয়াল, হনুমান, অজগর, চন্দ বুড়া, দারাইশসহ নানা প্রজাতির বিষধর সাপ।
গাছগাছালির মধ্যে সেগুন, জাম, গর্জন, চম্পা, চাপালিশ, মেহগনি, শিমুল, চন্দন, আম, কাঁঠাল, লটকন, কাইমূলা, বট, আমলকি, হরিতকি, পারুয়া, বহেড়া, চিকরাশি, গুল্লি, জারুল, জাওয়া, কাউ, মিনজিরি, জাইবাশ, পারুয়া বাঁশ, পেঁচা বাঁশ, বেতুয়া বাঁশ সহ কয়েক প্রজাতির বেত।
সিলেট বন বিভাগ শকুনের নিরাপদ এলাকা ১ তফসিল অনুসারে এই জাতীয় উদ্যানকে বিলুপ্ত হওয়া শকুনের জন্য নিরাপদ এলাকা বলে ঘোষণা করেন।
যারা শহরের কর্ম ব্যাস্ততার ফাঁকে একটু প্রকৃতির স্বাদ পেতে যাচ্ছেন তাদের জন্য আদর্শ স্থান খাদিমনগর ন্যাশনাল পার্ক। এখানে যেতে ৪৫ মিনিট থেকে ২ ঘন্টা পায়ে হেঁটে ট্রেইল করতে হয়।
খাদিমনগর জাতীয় উদ্যান কিভাবে যাবেন
ঢাকার গাবতলী, সায়েদাবাদ, ফকিরাপুল বাস টার্মিনাল থেকে সিলেটগামী হানিফ, সোহাগ, শ্যামলী, এস আলম, গ্রীন লাইন, সৌদিয়া পরিবহনে চড়ে সিলেট যেতে পারবেন। এসি/নন-এসি বাস ভেদে ভাড়া ৭০০ থেকে ১,৫০০ টাকা। যেতে সময় লাগবে ৬ থেকে ৭ ঘণ্টা।
ঢাকার কমলাপুর বা বিমানবন্দর রেলস্টেশন থেকে সিলেটগামী জয়ন্তিকা, কালনী, উপবন ও পারাতব এক্সপ্রেস ট্রেনে করে সিলেট যেতে পারবেন। ট্রেনের সিট ভেদে ভাড়া ৩৭৫ থেকে ১,২৮৮ টাকা।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নভোএয়ার, ইউএস-বাংলা এয়ারলাইন্স ফ্লাইটে সিলেট যেতে পারবেন। ইকোনমিক ক্লাস সিট ভাড়া ৪,৪০০ টাকা। যেতে সময় লাগে ১ ঘন্টা।
সিলেট থেকে খাদিমনগর জাতীয় উদ্যান যাওয়ার উপায়
সিলেট শহর থেকে বাস, সিএনজি, লেগুনা, প্রাইভেট কারে চড়ে জাফলং রোড ধরে ১০ কিলোমিটার এগিয়ে গেলে শাহপরান মাজার গেইট। গেইট পার হয়ে সামনে এগিয়ে খাদিমনগর ন্যাশনাল পার্ক।
এছাড়া সিলেটের আম্বরখানা থেকে বিমানবন্দর সড়ক হয়ে সামসে যেতে হবে। এরপর ধোপাগুল পয়েন্ট থেকে হাতের ডানপাশ দিয়ে সাহেব বাজার মুখি রাস্তা ধরে এগিয়ে যেতে হবে। সাহেব বাজার চৌরাস্তা পৌঁছে ডান দিকের সরু পিচ ঢালা পথ দিয়ে এগিয়ে গেলে বুরজান চা-বাগান পৌঁছে যাবেন। এর পরই খাদিমনগর জাতীয় উদ্যান শুরু।
কোথায় খাবেন
অধিকাংশ পর্যটকেরা সিলেট শহরের ফিরে এসে খাবার খায়। এছাড়া সাথে করে শুকনো খাবার, পানির বোতল নিতে পারেন। যারা ক্যাস্পিং করে থাকতে চান তাদের খাবার নিজেদের জোগাড় করতে হবে।
এছাড়া সিলেট শহরের জিন্দাবাজার এলাকায় পাঁচ ভাই, পালকি, পানসী রেস্টুরেন্টে স্বল্প খরচে পছন্দের খাবার খেতে পারবেন।
কোথায় থাকবেন
জাতীয় উদ্যানে ক্যাম্পিং করে থাকার জন্য তাঁবু ভাড়া করে থাকতে পারবেন। ২-৩ জনে প্রতি রাতে তাঁবু ভাড়া ৫০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত। যারা পরিবার নিয়ে থাকতে চাচ্ছেন তারা আগের যোগাযোগ করে যাবেন। মোবাইল নাম্বার 01737-853713.
এছাড়া সিলেট শহরের লামা বাজার ও দরগা গেইট এলাকায় থাকার জন্য অনেক আবাসিক হোটেল পাবেন। প্রতি রাতের জন্য রুম ভাড়া ৫০০ থেকে ৩,০০০ টাকা পর্যন্ত। সিলেট মাজার গেইট হোটেল সমূহের নাম, ঠিকানা ও ভাড়ার পরিমান জানুন।
আরো পড়ুন
- রাংপানি সিলেট
- সিলেট হোটেল লিস্ট
- সিলেট ভ্রমণের উপযুক্ত সময়
- সিলেট থেকে রাতারগুল কত কিলোমিটার
- রাতারগুল সোয়াম্প ফরেস্ট ভ্রমণ বিস্তারিত তথ্য