alternatetext
খুলনা জিরো পয়েন্ট আবাসিক হোটেল

খুলনা জিরো পয়েন্ট আবাসিক হোটেল

দেশের তৃতীয় বৃহত্তর শিল্প বানিজ্যিক নগরী খুলনা শহর। এখানে রাত্রিযাপন করার জন্য অনেক আবাসিক হোটেল গড়ে তোলা হয়েছে। আজকের ভ্রমণ টিপসে আপনাদের জানাবো খুলনা জিরো পয়েন্ট আবাসিক হোটেল ভাড়া ও যোগাযোগ করার তথ্য সম্পর্কে।

দেশের প্রত্যেকটি স্থানে (0) জিরো পয়েন্ট রয়েছে। একই ভাবে খুলনা নগরীর প্রবেশদ্বার জিরো পয়েন্ট একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল। খুলনা সিটি বাইপাস জাতীয় মহাসড়ক, খুলনা-চুকনগর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়ক এবং রূপসা সেতু সড়কের সংযোগস্থল এটি।

খুলনা জিরো পয়েন্ট এই গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের রাত্রিযাপন করার জন্য অনেক আবাসিক হোটেল গড়ে তুলেছে। এই আবাসিক হোটেল গুলোর মধ্যে সেরা হোটেল সমূহের তথ্য উল্লেখ করবো। যাতে আপনারা খুব সহজে আবাসিক হোটেলর ব্যাপারে জানতে পারেন।

খুলনা জিরো পয়েন্ট আবাসিক হোটেল

নিচে উল্লেখ করা  জিরো পয়েন্ট আবাসিক হোটেলের রুম ভাড়া, মোবাইল নাম্বার, ঠিকানা সহ সকল তথ্য তাদের হোটেল ম্যানেজার থেকে সংগ্রহ করা হয়েছে। তাই সময়ের সাথে রুম ভাড়া পরিবর্তন হতে পারে।

যারা অগ্রিম রুম বুকিং দিবেন তারা নিজ দ্বায়িত্ব ভালো করে জেনে বুঝে বুকিং করবেন। আর যারা হোটেলে গিয়ে রুম নিবেন তারা রুম দেখে পছন্দ হলে দামাদামি করে রুম ভাড়া নিবেন।

জিরো পয়েন্ট আবাসিক হোটেল

খুলনা শহরে প্রবেশদ্বার জিরো পয়েন্টে বিখ্যাত খাবার হোটেল চুকনগর এর দ্বিতীয় তলায় জিরো পয়েন্ট আবাসিক হোটেল অবস্থিত। এখানে এসি নন-এসি বিভিন্ন মানের রুম আছে। মনোরম পরিবেশে বন্ধু-বান্ধব ও পরিবার-পরিজন নিয়ে রাত্রিযাপন করতে পারবেন।

এখানে রুমের সাথে ওয়াশরুম, এয়ারকন্ডিশন, ফ্যান, লাইট, ওয়াই-ফাই নেটওয়ার্ক, এলইডি টিভি, ঠান্ডা ও গরম পানি, রুম সার্ভিস, রুমের প্রয়োজনীয় আসবাবপত্র সহ গাড়ি পাকিং সুবিধা পাবেন।

BM Khalid Hasan Sujon

প্রত্যেক রাতের জন্য এসি নন-এসি ভেদে রুম ভাড়া ১০০০ টাকা থেকে ৩৫০০ টাকা পর্যন্ত। তবে রুম ভাড়া দামাদামি করে কিছুটা কম করতে পারবেন। এছাড়া বিশেষ দিন উপলক্ষে ডিসকাউন্ট অফার থাকে। রুম ভাড়া নেওয়া সময় খোঁজ নিবেন কোনো ডিসকাউন্ট অফার আছে কিনা।

যোগাযোগ তথ্য

  • ঠিকানা: সাতক্ষীরা রোড, জিরো পয়েন্ট, খুলনা।
  • মোবাইল নাম্বার: ০১৮৭২-৯৯৯৭৭৬, ০১৯১১-২৪৩৭১৫

রুম ভাড়া নেওয়ার শর্তবলী

  • হোটেল রুম ভাড়া নেওয়ার জন্য জাতীয় পরিচয়পত্র দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে।
  • প্রত্যেক দিনের রুম ভাড়া প্রত্যেক দিন পরিশোধ করতে হবে।
  • চেক আউট করার কমপক্ষে ২ ঘন্টা আগে কতৃপক্ষকে জানাতে হবে।
  • হোটেলে যেকোনো সময় চেক ইন করতে হবে।
  • চেক আউট করার সময় দুপুর ১২ টা।
  • কাপল হলে অবশ্যই বিবাহের কাগজপত্র প্রমান হিসেবে দাখিল করতে হবে।
  • কোনো প্রকার নেশাজাতীয় দ্রব্য ব্যবহার করা যাবে না।

আরো পড়ুন

Similar Posts