চট্টগ্রাম শহরের প্রাণ কেন্দ্র অলংকার মোড়ে আবাসিক হোটেল সমূহের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এবং রুম ভাড়া জানবো। যাতে আপনারা সহজে চট্টগ্রাম অলংকার আবাসিক হোটেল গুলোর ব্যাপারে জানতে পারেন।
বর্তমান বাংলাদেশের সর্ব বৃহত্তর বন্দরনগরী ও দ্বিতীয় বৃহত্তর শহর চট্টগ্রাম। প্রত্যেকদিন দেশ-বিদেশের বহু মানুষ ব্যবসার কাজে চট্টগ্রাম শহরের আসেন এবং রাত্রিযাপন করার জন্য ভালো হোটেল খুঁজেন।
আজকের আর্টিকেলে আমরা জানবো চট্টগ্রাম শহরের প্রাণ কেন্দ্র চট্টগ্রাম অলংকার আবাসিক হোটেল সমূহের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এবং প্রতি রাতের জন্য হোটেল রুম ভাড়া কত টাকা সহ সকল সুযোগ সুবিধা সম্পর্কে।
চট্টগ্রাম অলংকার আবাসিক হোটেল সমূহের নাম, ঠিকানা, নাম্বার ও ভাড়া
চট্টগ্রাম শহরে অলংকার মোড়ে রাত্রিযাপন করার বেশ কয়েকটি আবাসিক হোটেল রয়েছে। যেখানে আপনার বাজেট অনুযায়ী পছন্দের হোটেলে থাকতে পারবেন। নিচে চট্টগ্রাম শহরে অলংকার মোড়ে জনপ্রিয় কয়েকটি আবাসিক হোটেল সমূহের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার ও রুম ভাড়া উল্লেখ করা হল।
নিচে উল্লেখ করা হোটেল সমূহের তথ্য তাদের অফিসিয়াল ওয়েবসাইট, ফেসবুক পেজ, গুগল রেটিং ও ইউজার রিভিউ থেকে সংগ্রহ করা হয়েছে। তাই হোটেল ভাড়ার পরিমান কম বেশি হতে পারে। এজন্য রুম ভাড়া নেওয়া সময় অবশ্যই দামাদামি করে নিবেন।
হোটেল বে-ভিউ (Hotel Bay-View)
চট্টগ্রাম শহরের প্রাণ কেন্দ্র অলংকার মোড়ে হোটেল বে-ভিউ অবস্থিত। এখানে এসি, নন এসি সিঙ্গেল বেড রুম, ডাবল বেড রুম সব ধরনের রুম পাবেন। এক রুমে ২-৪ জন সহজে থাকতে পারবেন। ৫০০ টাকা থেকে শুরু করে ২,৫০০ টাকার মধ্যে এসি, নন এসি রুম ভাড়া পাবেন।
যোগাযোগ করুন
- ঠিকানা: বি.এস প্লাজা, প্রাইম ব্যাংকের উপর, পি.সি রোড, অলংকার, পাহাড়তলী, চট্টগ্রাম।
- মোবাইল: 01817-759443, 01843-421556
হোটেল গুলশান ভিউ (Hotel Gulshan View)
চট্টগ্রাম শহরের পাহাড়তলীর অলংকার মোড়ে হোটেল গুলশান ভিউ অবস্থিত। এখানে এসি, নন এসি বিভিন্ন মানের রুম পাবেন। প্রত্যেক রুমে পরিস্কার বিছানা, এলইডি টিভি, প্রয়োজনীয় আসবাবপত্র, ২৪ ঘন্টা রুম সার্ভিস, ফ্রি ওয়াই-ফাই সার্ভিস, লন্ড্রি সহ আরো বিভিন্ন ধরনের সুবিধা পাবেন।
যোগাযোগ করুন
- ঠিকানা: অলংকার মোড়, বন্ধর বিতান মার্কেট ৪র্থ তলা, ইসলামি ব্যাংকের উপর, পাহাড়তলী, চট্টগ্রাম ৪২০২।
- মোবাইল নাম্বার: 03227-73188
হোটেল ওয়েস্টিন ইন (Hotel Westin Inn)
চট্টগ্রাম শহরের অলংকার মোড়ে হোটেল ওয়েস্টিন ইন অবস্থিত। এই হোটেলে এসি নন এসি মিলে মোট রুম রয়েছে ৩৮ টি। প্রত্যেক রুমে ফ্রি ওয়াই-ফাই সার্ভিস, এলইডি টিভি, প্রয়োজনীয় আসবাবপত্র, গাড়ি পাকিং সুবিধা সহ আরো অনেক সুবিধা পাবেন।
এসি নন এসি রুম ভাড়া ১,০০০ টাকা থেকে শুরু করে ৩,০০০ টাকা পর্যন্ত। কাপল থাকার জন্য জাতীয় পরিচয়পত্র দেখাতে হবে। এখানে নিরাপদ পরিবেশে নিশ্চিতে থাকতে পারবেন।
যোগাযোগ করুন
- ঠিকানা: অলংকার মোড়, পাহাড়তলী, চট্টগ্রাম।
- মোবাইল নাম্বার: 01810-175226, 01810-175225
হোটেল ড্রিম নাইট (Hotel Dream Night)
চট্টগ্রাম শহরের প্রাণ কেন্দ্র অলংকার মোড়ে হোটেল ড্রিম নাইট অবস্থিত। এখানে ৮০০ টাকা থেকে ৩,৫০০ টাকার মধ্যে এসি নন এসি রুম পেয়ে যাবেন। রুমে ২ থেকে ৪ জন পর্যন্ত থাকতে পারবেন।
যোগাযোগ করুন
- ঠিকানা: অলংকার মোড় (অলংকার শপিং কমপ্লেক্স এর বিপরীত পাশের মোড়), পাহাড়তলী, চট্টগ্রাম।
- মোবাইল নাম্বার: 01772-624443, 01740-333302
হোটেল এশিয়ান ইন্টারন্যাশনাল (Hotel Asian International)
চট্টগ্রাম শহরের প্রাণ কেন্দ্র অলংকার মোড়ে হোটেল এশিয়ান ইন্টারন্যাশনাল অবস্থিত। এই হোটেলের রুম গুলোতে ফ্রি ওয়াই-ফাই সার্ভিস, প্রয়োজনীয় আসবাবপত্র, টিভি সহ প্রয়োজনীয় আরো বিভিন্ন সুবিধা পাবেন। মাত্র ৫০০ টাকা থেকে ৩,০০০ টাকার মধ্যে এখানে এসি নন এসি রুম নিতে পারবেন।
যোগাযোগ করুন
- ঠিকানা: জিয়া মার্কেট, অলংকার মোড়, পাহাড়তলী, চট্টগ্রাম।
- মোবাইল নাম্বার: 01798-868661
হোটেল ওশান ভিউ (Hotel Ocean View)
চট্টগ্রাম শহরের অলংকার মোড় পাহাড়তলীতে অবস্থিত হোটেল ওশান ভিউ রিসোর্ট। এখানে ৫০০ টাকা থেকে ২,৫০০ টাকায় এসি নন এসি সিঙ্গেল বেড রুম, ডাবল বেড রুম, কাপল বেড রুম পাবেন।
যোগাযোগ করুন
- ঠিকানা: অলংকার মোড়, পাহাড়তলী (সাউথইস্ট ব্যাংকের উপরে), চট্টগ্রাম।
- মোবাইল নাম্বার: 01811-688182
হোটেল সিটি ইন (Hotel City Inn)
চট্টগ্রাম শহরের অলংকার মোড় অবস্থিত হোটেল সিটি ইন। এখানে এসি নন এসি সিঙ্গেল/ডাবল/কাপল সব ধরনের রুম পাবেন। হোটেল রুম ভাড়া ৫০০ টাকা থেকে শুরু করে ৩,০০০ টাকার পর্যন্ত।
যোগাযোগ করুন
- ঠিকানা: এইট টাওয়ার, অলংকার মোড়, পাহাড়তলী, চট্টগ্রাম।
- মোবাইল নাম্বার: 01892-052655