চট্টলা এক্সপ্রেস (Chattala Express) বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত খ শ্রেণীর একটি আন্তঃনগর ট্রেন। ২০১০ সালের ১ লা নভেম্বর ট্রেনটির শুভ উদ্বোধন করা হয়। ট্রেনটি চট্টগ্রাম রেলস্টেশন থেকে ঢাকার কমলাপুর রেলস্টেশন পর্যন্ত চলাচল করে।
বর্তমানে ট্রেনটির লোড ১২/২৪ এবং মোট আসন সংখ্যা ৫৮০। এর মধ্যে শোভন ও শোভন চেয়ার সব মিলিয়ে ৫৫৩ টি আসন এবং প্রথম শ্রেণীর ২৭ টি আসন রয়েছে। ট্রেনটি দুই রেকে চলাচল করে। যাত্রাপথে চট্টলা এক্সপ্রেস ট্রেনটি ফেনী, কুমিল্লা, ব্রাক্ষণবাড়িয়া, কিশোরগঞ্জ ও নরসিংদী জেলাকে যুক্ত করেছে।
আপনি যদি ঢাকা টু চট্টগ্রাম রুটে যাতায়াত করতে চান তাহলে চট্টলা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, টিকেট মূল্য, ভাড়ার তালিকা, বন্ধের দিন, কোন কোন স্টেশনে যাত্রাবিরতি করে, ট্রেন এখন কোথায় সহ বিস্তারিত তথ্য জানুন।
চট্টলা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
চট্টলা এক্সপ্রেস (ট্রেন নং ৮০১) চট্টগ্রামের চট্টগ্রাম রেলস্টেশন থেকে প্রতি শুক্রবার বাদে ০৬:০০ ছেড়ে ঢাকার কমলাপুর পৌঁছায় ১২:১০। আবার চট্টলা এক্সপ্রেস (ট্রেন নং ৮০২) ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে প্রতি শুক্রবার বাদে ১৩:৪৫ ছেড়ে চট্টগ্রাম রেলস্টেশন পৌঁছায় ২০:১০।
ট্রেন নং | রেলস্টেশন নাম | যাত্রার সময় | পৌঁছানোর সময় | সাপ্তাহিক বন্ধ |
৮০১ | চট্টগ্রাম টু ঢাকা | ০৬:০০ | ১২:১০ | শুক্রবার |
৮০২ | ঢাকা টু চট্টগ্রাম | ১৩:৪৫ | ২০:১০ | শুক্রবার |
চট্টলা এক্সপ্রেস ট্রেনের টিকেট মূল্য
চট্টলা এক্সপ্রেস ট্রেনে তিন শ্রেণীর আসন রয়েছে। এর মধ্যে শোভন চেয়ার, স্নিগ্ধা ও এসি সিট। আসন ভেদে টিকেট মূল্য আলাদা। নিচে চট্টলা এক্সপ্রেস ভাড়ায় তালিকা উল্লেখ করা হয়েছে।
আসন বিভাগ | টিকেট মূল্য (১৫% ভ্যাট) |
শোভন চেয়ার | ৪০৫ টাকা |
স্নিগ্ধা | ৭৭৭ টাকা |
এসি সিট | ৯৩২ টাকা |
কমলাপুর ও চট্টগ্রাম রেলস্টেশন থেকে সরাসরি চট্টলা এক্সপ্রেস ট্রেনের টিকেট কাটতে পারবেন। এছাড়া বাংলাদেশ রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন টিকেট বুকিং করতে পারবেন। অনলাইন থেকে টিকেট বুকিং করলে অতিরিক্ত ২০ টাকা চার্জ প্রযোজ্য হবে।
চট্টলা এক্সপ্রেস ট্রেন কোন কোন স্টেশনে যাত্রাবিরতি করে
চট্টলা এক্সপ্রেস ট্রেন ঢাকা টু চট্টগ্রাম এবং চট্টগ্রাম টু ঢাকা যাতায়াকালে বিভিন্ন রেলস্টেশনে যাত্রাবিরতি করে। নিচে এসব রেলস্টেশনের নাম ও সময়সূচী উল্লেখ করা হয়েছে।
যাত্রাবিরতি রেলস্টেশন | চট্টগ্রাম থেকে (ট্রেন নং ৮০১) | ঢাকা থেকে (ট্রেন নং ৮০২) |
কুমিরা রেলস্টেশন | ০৬:২৪ | ১৯:৩৮ |
ফেনী রেলস্টেশন | ০৭:২৫ | ১৮:৩৩ |
হাসানপুর রেলস্টেশন | ০৭:৫০ | ১৮:১০ |
নাঙ্গলকোট রেলস্টেশন | ০৭:৫৮ | ১৮:১০ |
লাকসাম রেলস্টেশন | ০৮:১৩ | ১৭:৪৫ |
কুমিল্লা রেলস্টেশন | ০৮:৩৯ | ১৭:১৭ |
শশীদল রেলস্টেশন | ০৯:০০ | ১৬:৫৮ |
কসবা রেলস্টেশন | ০৯:১৪ | ১৬:৪৩ |
আখাউড়া রেলস্টেশন | ০৯:৩৫ | ১৬:২৫ |
ব্রাক্ষণবাড়িয়া রেলস্টেশন | ০৯:৫৫ | ১৫:৩০ |
ভৈরব রেলস্টেশন | ১০:১৬ | ১৫:৩০ |
মেথিকান্দা রেলস্টেশন | ১০:৩৬ | ১৫:১৩ |
নরসিংদী রেলস্টেশন | ১০:৫৫ | ১৪:৫০ |
ঢাকা বিমানবন্দর রেলস্টেশন | ১১:৪৩ | ১৪:০৭ |
চট্টলা এক্সপ্রেস ট্রেন সাপ্তাহিক বন্ধ
চট্টলা এক্সপ্রেস ট্রেন সাপ্তাহিক বন্ধ শুক্রবার। প্রতি শুক্রবার বাদে সপ্তাহের বাকি ছয় দিন নিয়মিত চলাচল করে।
চট্টলা এক্সপ্রেস ট্রেন কোড কত
চট্টলা এক্সপ্রেস চট্টগ্রাম টু ঢাকা ট্রেন কোড ৮০১ এবং চট্টলা এক্সপ্রেস ঢাকা টু চট্টগ্রাম ট্রেন কোড ৮০২।
চট্টলা ট্রেন এখন কোথায় আছে
মোবাইল ফোন দিয়ে চট্টলা এক্সপ্রেস ট্রেন সহ বাংলাদেশ রেলওয়ের সকল ট্রেনের অবস্থান ট্র্যাক করতে পারবেন এসএমএস সার্ভিসের মাধ্যমে। এজন্য আপনার মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন
TR <স্পেস> ট্রেন নাম্বার বা ট্রেন কোড এবং পাঠিয়ে দিন 16318 নাম্বারে। ফিরতি এসএমএসে ট্রেন কোথায় আছে বা অবস্থান জানতে পারবেন। এসএমএস চার্জ ৫.৫৬ টাকা।
উদাহরণ: TR 801 লিখে পাঠিয়ে দিবেন 16318 নম্বরে।
আরো পড়ুন
- হাওর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
- বিজয় এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
- নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
- মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
- কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সময়সূচী