চিকলি ওয়াটার পার্ক, রংপুর

চিকলি ওয়াটার পার্ক (Chiklee water park rangpur) রংপুর বিভাগীয় শহরের উত্তর পাশে হনুমানতলা এলাকায় অবস্থিত জনপ্রিয় একটি বিনোদন কেন্দ্র। রংপুর শহরের হনুমানতলা শত বছরের প্রাচীন চিকলি বিলে প্রায় ১০০ একর জায়গায় এই ভাসমান ওয়াটার পার্কটি গড়ে তোলা হয়েছে।

রংপুর সিটি কর্পোরেশন চিকলি বিলের চারপাশ সংরক্ষণ করে দেশের প্রথম এই ভাসমান ওয়াটার পার্কটি গড়ে তুলেছে। শীতকালে এই বিলের জলধারায় অতিথি পাখিদের আগমনে মুখরিত থাকে পুরো এলাকা।

এই ওয়াটার পার্ক আপনি ও আপনার বন্ধ-বান্ধব ও পরিবার-পরিজন নিয়ে সময় কাটানোর একটি আদর্শ স্থান। এখানে বিনোদন ও প্রাকৃতিক সৌন্দর্য একসাথে উপভোগ করা যায়। রংপুর চিকলি ওয়াটার পার্কে দর্শনার্থীদের জন্য রয়েছে বেশকিছু ওয়াটার রাইড, কিডস জোন ও বিশাল একটি নাগরদোলা।

ওয়াটার পার্কের ভেতরে বেশ কয়েকটি খাল রয়েছে। সেখানে পরিস্কার স্বচ্ছ পানিতে বিভিন্ন রঙের মাছ দেখতে পাবেন। এখানকার মূল আকর্ষণ হলো ঝর্না। লাইটিং এর জন্য দিনের চেয়ে রাতে এই ঝর্ণা দেখতে ভালো লাগে।

BM Khalid Hasan Sujon

এই পার্কে দুরদুরান্ত থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা দল বেঁধে বনভোজন করতে আসেন। পার্কের ভেতরে দর্শনার্থীদের বসে আড্ডা দেওয়া জন্য জন্য বিভিন্ন স্থানে চেয়ার বা বেঞ্চের ব্যবস্থা রাখা হয়েছে।

চিকলি ওয়াটার পার্ক প্রবেশ টিকেট মূল্য ও সময়সূচী

পার্কে প্রবেশ টিকেট মূল্য জনপ্রতি ৩০ টাকা। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য  পার্কটি খোলা থাকে।

যোগাযোগ তথ্য

  • ঠিকানা: হনুমানতলা রোড, রংপুর – ৫৪০০
  • মোবাইল নাম্বার: 01726-837963
  • ফেসবুক পেজ

কিভাবে যাবেন

রংপুর চিকলি পার্কে যেতে হলে দেশের যেকোনো স্থান থেকে প্রথমে রংপুর আসতে হবে। রংপুর সিটি থেকে স্থানীয় পরিবহনে চড়ে পার্কে যেতে পারবেন।

BM Khalid Hasan Sujon

ঢাকার গাবতলী ও কল্যাণপুর বাস স্টেশন থেকে রংপুরগামী এস আর, গ্রীন লাইন, শ্যামলী, হানিফ, নাবিল, কেয়া, টি আর ট্রাভেলস ইত্যাদি বাসে চড়ে রংপুর যেতে পারবেন। এসব বাস গুলো প্রতিদিন সকাল ৬ টা থেকে ১০ টা এবং সন্ধ্যা ৭ টা থেকে রাত ১১ টা পর্যন্ত সময়ে ছেড়ে যায়। ঢাকা টু রংপুর এসি / নন-এসি বাস ভেদে জনপ্রতি ভাড়া ৮০০ টাকা থেকে ১,৫০০ টাকা। যেতে সময় লাগবে ৭ ঘন্টা।

এছাড়া ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে রংপুর এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে চড়ে রংপুর যেতে পারবেন। ট্রেনের সিট ভেদে জনপ্রতি ভাড়া ৫৮৫ টাকা থেকে ২,০১৩ টাকা।

কোথায় থাকবেন

পার্কের পাশে বেসরকারি একটি রিসোর্ট গড়ে তোলা হয়েছে। চাইলে এই রিসোর্টে থাকতে পারেন। এছাড়া রংপুর শহরে অনেকে আবাসিক হোটেল রয়েছে। এর মধ্যে হোটেল রাজ আবাসিক, হোটেল ফ্রেন্ডস আবাসিক, হোটেল গোল্ডেন টাওয়ার, হোটেল গার্ডেন, হোটেল নর্থভিউ, হোটেল শাহ আমানত, হোটেল কাসপিয়া উল্লেখযোগ্য।

কোথায় খাবেন

রংপুর চিকলি পার্কের ভেতরে খাবার জন্য বিভিন্ন রেস্টুরেন্টে রয়েছে। সেখান থেকে ফুসকা, আইসক্রিম,  চটপটি, বার্গার সহ বিভিন্ন ধরনের খাবার খেতে পারবেন। এছাড়া রংপুর শহরে খাবার জন্য আধুনিক রেস্টুরেন্ট ও হোটেল রয়েছে। সেখান থেকে পছন্দের খাবার খেতে পারবেন।

BM Khalid Hasan Sujon

আরো পড়ুন