ছেঁড়া দ্বীপ সেন্টমার্টিন (Chera dip saint martin) বাংলাদেশের সর্ব দক্ষিণের একটি ভুখন্ড। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন থেকে ৫ কিলোমিটার দক্ষিণে ছেঁড়া দ্বীপ অবস্থিত।
সেন্টমার্টিন দ্বীপ থেকে আলাদা বলে এই দ্বীপকে ছেঁড়া দ্বীপ বলা হয়। স্থানীয় মানুষের কাছে এই দ্বীপ “ছোঁড়াদিয়া” বা “সিরাদিয়া” নামে পরিচিত। দ্বীপটি সম্পূর্ণ প্রাকৃতিক প্রবাল, পাথর এবং নারিকেল গাছে পরিপূর্ণ।
সমুদ্রে জোয়ারের সময় ছেঁড়া দ্বীপের এক-তৃতীয়াংশ সমুদ্রের পানিতে তলিয়ে যায়। তখন নীল সাগরের ঢেউ পাথরের গায়ে আঁছড়ে পরে তখন দৃষ্টিনন্দন এক মোহনীয় দৃশ্যের সৃষ্টি হয়। যা দেখার জন্য দেশ বিদেশ থেকে হাজার হাজার পর্যটক এখানে আসেন।
ছেঁড়া দ্বীপ কোথায় অবস্থিত
ছেঁড়া দ্বীপ বাংলাদেশের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ইউনিয়নের একটি পৃথক দ্বীপ। প্রবাল দ্বীপ সেন্টমার্টিন থেকে মাত্র ৫ কিলোমিটার দক্ষিণে এই দ্বীপের অবস্থান।
মূলত ছেঁড়া দ্বীপ সেন্টমার্টিন দ্বীপের একটি অংশ। সমুদ্রে জোয়ারের সময় এই দ্বীপের এক-তৃতীয়াংশ তলিয়ে গিয়ে মূল দ্বীপ থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়ে যায়। এই জন্য এই দ্বীপের নামকরণ করা হয়েছিল ছেঁড়া দ্বীপ।
ছেঁড়া দ্বীপের আয়তন কত
ছেঁড়া দ্বীপের আয়তন ৩ কিলোমিটার। সেন্টমার্টিন দ্বীপ থেকে মাত্র ৫ কিলোমিটার দক্ষিণ এই ছেঁড়া দ্বীপের অবস্থান। এই দ্বীপকে স্থানীয় মানুষরা “ছেঁড়াদিয়া” বা “সিরাদিয়া” বলে থাকে।
ছেঁড়া দ্বীপ যাওয়ার উপায়
ঢাকা থেকে টেকনাফ: ছেঁড়া দ্বীপ যেতে হলে প্রথতে আপনাকে টেকনাফ যেতে হবে। ঢাকা থেকে বিভিন্ন বাস সরাসরি টেকনাফ যায়। ঢাকার গাবতলী, সায়েদাবাদ, আব্দুল্লাহপুর বাস টার্মিনাল থেকে টেকনাফ যাওয়ার জন্য গ্রীন লাইন, ঈগল, শ্যামলী, সেন্টমার্টিন পরিবহন পাবেন। যেতে সময় লাগবে ১০ থেকে ১২ ঘন্টা। বাসের ধরণভেদে ভাড়া ১,১০০ টাকা থেকে ২,৬০০ টাকার মধ্যে হয়ে থাকে।
ঢাকা থেকে কক্সবাজার: ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার জন্য ঢাকার গাবতলী, সায়েদাবাদ, ফকিরাপুল, আব্দুল্লাহপুর বাস টার্মিনাল থেকে কক্সবাজার যাওয়ার জন্য শ্যামলী, হানিফ, গ্রীন লাইন, ঈগল সহ আরো বিভিন্ন কোম্পানি বাস পাবেন। বাসভেদে টিকেট মূল্য ১,০০০ টাকা থেকে ২,৫০০ টাকার মধ্যে। যেতে সময় লাগবে ৮ থেকে ১০ ঘন্টা।
ট্রেনে ঢাকা থেকে কক্সবাজার: ট্রেনে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার জন্য কমলাপুর বা বিমানবন্দর রেলস্টেশন থেকে কক্সবাজার এক্সপ্রেস বা পর্যটক এক্সপ্রেস ট্রেনে যেতে পারেন। ট্রেনের আসনভেদে ভাড়া ৪০০ টাকা থেকে ১,৫০০ টাকার মধ্যে।
বিমানে ঢাকা থেকে কক্সবাজার: বিমানে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার জন্য হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বিমানে কক্সবাজার যেতে পারবেন। ভাড়া লাগবে সিটক্লাসভেদে জনপ্রতি ৩,৫০০ টাকা থেকে ১০,০০০ টাকার মধ্যে। বিমানে যেতে সময় লাগবে ৫৫ মিনিট থেকে ১ ঘন্টা।
কক্সবাজার থেকে টেকনাফ: কক্সবাজার থেকে টেকনাফ যাওয়ার জন্য লোকাল বাস, প্রাইভেট কার পাবেন। এছাড়া কক্সবাজার টু টেকনাফ সরাসরি বাস সার্ভিস চালু আছে। বাসে ভাড়া লাগবে জনপ্রতি ১৫০ টাকা থেকে ২০০ টাকা। যেতে সময় লাগবে দেড় থেকে দুই ঘন্টার মতো।
টেকনাফ থেকে সেন্টমার্টিন: টেকনাফ জেটি ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে প্রতিদিন সকালে শীপ/জাহাজ ছেড়ে যায়। তাছাড়া এই রুটে স্পিড বোট ও ট্রলার চলাচল করে। শীপে টেকনাফ থেকে সেন্ট মার্টিন যেতে সময় লাগে দুই ঘন্টা থেকে আড়াই ঘন্টা।
জাহাজের শ্রোণীভেদে যাওয়ার আসা ৮০০ টাকা থেকে ২,২০০ টাকার মধ্যে। যাওয়া আসার টিকেট একসাথে কাটতে হয়, এজন্য কবে ফিরবে সেই তারিখ বলতে হবে।
প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টায় টেকনাফ জেটি ঘাট থেকে জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং বিকাল ৩.০০-৩.৩০টায় আবার টেকনাফের উদ্দেশ্যে ফিরে আসে।
নভেম্বর মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত টেকনাফ থেকে সেন্ট মার্টিন জাহাজ চলাচল করে। অন্য সময় যেতে চাইলে স্পিডবোট বা ট্রলারে সেন্টমার্টিন যেতে হবে। অন্য সময় সমুদ্র উত্তাল থাকে তাই স্পিডবোট বা ট্রলারে সেন্টমার্টিন যাওয়ার নিরাপদ নয়।
সেন্টমার্টিন থেকে ছেঁড়া দ্বীপ যাওয়ার উপায়
সেন্টমার্টিন থেকে ছেঁড়া দ্বীপ যাওয়ার জন্য ট্রলার বা স্পিডবোট রয়েছে। ট্রলারে জনপ্রতি ভাড়া লাগবে ১০০ টাকা থেকে ২০০ টাকা। সাধারণত ছেঁড়া দ্বীপে যাওয়ার ভাড়া নির্ভর করে সিজনের উপর।
আপনার হাতে যদি সময় থাকে তাহলে সেন্টমার্টিন দ্বীপের জোয়ার ভাটার সময় জেনে পায়ে হেঁটে বা সাইকেল চালিয়ে সেন্টমার্টিন থেকে ছেঁড়া দ্বীপ যেতে পারবেন। মূলত ছেঁড়া দ্বীপ সেন্টমার্টিন দ্বীপের একটি অংশ। কিন্তু জোয়ারের সময় ছেঁড়া দ্বীপের এক-তৃতীয়াংশ পানিতে ডুবে যায়।
ছেঁড়া দ্বীপ কোথায় থাকবেন
৩ কিলোমিটার ছেঁড়া দ্বীপে থাকার জন্য কোনো ব্যবস্থা নেই। কারণ জোয়ারের সময় এই দ্বীপের এক-তৃতীয়াংশ পানিতে ডুবে যায়। তাই আপনাকে সেন্টমার্টিন রিসোর্টে থাকতে হবে।
সেন্টমার্টিন থাকার জন্য উন্নতমানেন কয়েকটি হোটেল বা রিসোর্ট রয়েছে। এছাড়া কম টাকায় স্থানীয় মানুষের বাড়িতে থাকার সুব্যবস্থা রয়েছে।
আপনার বাজেটের মধ্যে সেন্টমার্টিন থাকার জন্য উল্লেখযোগ্য কয়েকটি হোটেল বা রিসোর্ট হল ব্লু-মেরিন রিসোর্ট, সীমানা পেরিয়ে, কোরাল ভিউ, নীল দিগন্ত, ড্রিম নাইট, হোটেল সাগর পাড়, সায়রী, প্রাসাদ প্যারাডাইস, সি প্রবাল, সানসেট ভিউ এবং সরকারি ব্যবস্থাপনায় মেরিন পার্ক ইত্যাদি।
সিজনের সময় এই সব হোটেল বা রিসোর্ট গুলোতে ভাড়া বেশি হয়ে থাকে। রিসোর্ট বা হোটেলভেদে থাকার জন্য খরচ হবে ৩,০০০ টাকা থেকে ৫,০০০ টাকার মধ্যে।
ছেঁড়া দ্বীপে কোথায় খাবেন এবং কি খাবেন
ছেঁড়া দ্বীপে ২ থেকে ৩ টা চায়ের দোকান, তরমুজ ও ডাব ছাড়া আর কিছু পাবেন না। তাই এখানে বসে কিছু খেতে চাইলে আপনাকে সেন্টমার্টিন দ্বীপ থেকে খাবার সাথে নিয়ে যেতে হবে। না হলে আপনাকে সেন্টমার্টিন দ্বীপে ফিরে গিয়ে খেতে হবে।
সেন্টমার্টিন দ্বীপের জনপ্রিয় খাবার হল বারবিকিউ। আপনি নিজের পছন্দ মতো মাছ কিনে সেই মাছের বারবিকিউ খেতে পারবেন। এছাড়া এখানে কোরাল, রূপচাঁদা, কালাচাঁদা, পোয়া, সুন্দরী ইত্যাদি নানা স্বাদের মাছ পাবেন।
সেন্টমার্টিনে উল্লেখযোগ্য কয়েকটি রেস্তোরাঁ হল হোটেল আল্লার দান, বীচ পয়েন্ট, বাজার বীচ, সি বীচ, আসাম হোটেল, কুমিল্লা রেস্টুরেন্টে, কেয়ারি মারজান, হোটেল সাদেক, রিয়েল রেস্তোরাঁ, সেন্টমার্টিন টুরিস্ট পার্ক, হাজী সেলিম পার্ক ইত্যাদি। তবে, খাওয়া আগে অবশ্যই খাবারের মান এবং দাম যাচাই করে নিবেন।
ছেড়া দ্বীপ নিয়ে ক্যাপশন
আমার ভ্রমণ জীবনে যতগুলো দ্বীপ ভ্রমণ করেছি তার মধ্যে আমার দেখা সেরা ছেঁড়া দ্বীপ, সেন্টমার্টিন। ছেঁড়া দ্বীপের চারিদিকে নীল সমুদ্রের নীল জলরাশি যখন প্রবালের উপর আঁছড়ে পড়ে তখন নিজের অনুভূতি প্রকাশ করতে পারবেন না।
মনে করুন, আপনি একটুকরো দ্বীপের উপর দাঁড়িয়ে আছেন আর আপনার চারিদিকে বিশাল নীল সমুদ্র, নীল সমুদ্রের ঢেউ এসে আছড়ে পড়ছে দ্বীপে।
ছেঁড়া দ্বীপ সেন্টমার্টিন সতর্কতা
- ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলবেন না।
- সমুদ্রে নামার সময় জুতা ব্যবহার করবেন।
- প্রবাল তুলে সাথে আনবেন না।
- পানির বোতল যেখানে সেখানে ফেলবেন না।
- জোয়ার ভাটার সময় না জেনে সমুদ্রে নামবেন না।
FAQ (প্রশ্ন উত্তর)
ছেড়া দ্বীপের অপর নাম কি?
ছেড়া দ্বীপের অপর নাম স্থানীয়ভাবে “ছোঁড়াদিয়া”, “সিরাদিয়া” বলে থাকে।
ছেঁড়া দ্বীপ কোন জেলায় অবস্থিত?
ছেঁড়া দ্বীপ বাংলাদেশের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন ইউনিয়নের একটি দ্বীপ।
আরো পড়ুন