বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ভ্রমণ করার জন্য যারা ট্রলারে যেতে চাচ্ছেন তাদের মধ্যে অনেক জানতে চাচ্ছেন টেকনাফ থেকে সেন্টমার্টিন ট্রলার ভাড়া কত টাকা, যেতে কত সময় লাগে এবং টেকনাফের কোথায় থেকে ট্রলার ছেড়ে যায় সহ বিস্তারিত তথ্য।
টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার জন্য অধিকাংশ পর্যটকেরা জাহাজে যায়। প্রত্যেকদিন সকাল ৯ টায় টেকনাফ জেটি ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে জাহাজ ছেড়ে যায়। যারা নিদিষ্ট সময়ের মধ্যে জেটি ঘাটে পৌঁছাতে পারেন না তাদের মধ্যে অনেকে সেন্টমার্টিন যাওয়ার জন্য ট্রলার বা স্পিডবোট ব্যবহার করে।
যারা কোনো কারণে জাহাজ মিস করবেন তারা ট্রলারে টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার জন্য টেকনাফ ফিসারী ঘাটে চলে যাবেন। সেখানে থেকে প্রত্যেকদিন কয়েকটি ট্রলার সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়।
টেকনাফ থেকে সেন্টমার্টিন ট্রলার চলাচলের সময় নির্ধারণ করে জোয়ার ভাটার উপর নির্ভর করে। সাধারণত দুপুর ১ টার পর টেকনাফ ফিসারী ঘাট থেকে ট্রলার ছেড়ে যায়। ট্রলারে প্রায় ৩০-৪০ জন লোক থাকে এবং সাথে মালামাল বহন করে।
ট্রলারে টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার জন্য আপনাকে টেকনাফ ফিসারী ঘাট থেকে টিকেট কাটতে হবে। টিকেট মূল্য ৩০০ টাকা সাথে ঘাট চার্জ ২০ টাকা।
টেকনাফ থেকে সেন্টমার্টিন ট্রলার ভাড়া কত টাকা
টেকনাফ থেকে সেন্টমার্টিন ট্রলার ভাড়া ৩০০ টাকা। ট্রলারে নাফ নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে সেন্টমার্টিন যেতে পারবেন। নদীর একপাশে বাংলাদেশ এবং অপর পাশে মায়ানমার উঁচু উঁচু পাহাড় গুলো দেখতে পাবেন।
এছাড়া নদীতে জেলেদের মাছ ধরার দৃশ্য, সারি সারি নৌকা, গাংচিল এবং শাহপরীর দ্বীপ দেখতে পাবেন। ট্রলারে অধিকাংশ টেকনাফের স্থানীয় লোকেরা যাতায়াত করে। যারা প্রথমবার টেকনাফ থেকে সেন্টমার্টিন ট্রলারে যাবেন তাদের একটু ভয় লাগবে।
কারণ, ট্রলার যখন নাফ নদী থেকে সমুদ্রে এসে পৌঁছাবে তখন সমুদ্রের ঢেউ একটু উত্তাল থাকে। আমি দ্বিতীয় বার ট্রলারে সেন্টমার্টিন যাচ্ছি, তাই আমার মধ্যে ভয় কাজ করছে না।
সাধারণত সেন্টমার্টিন যাওয়ার উপযুক্ত সময় নভেম্বর মাস থেকে মার্চ মাস পর্যন্ত, এসময় সমুদ্র শান্ত থাকে। ট্রলারের যাত্রীদের নিরাপত্তার জন্য লাইফ জ্যাকেট দেওয়া হয়। যদিও ট্রলারে টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়া ঝুঁকিপূর্ণ তারপর ও অনেকে ট্রলারে যায়।
যেতে কত সময় লাগে
টেকনাফ থেকে সেন্টমার্টিন ট্রলারে যেতে ০৩:৩০ মিনিট থেকে ৪ ঘন্টা সময় লাগে। এটা নির্ভর করে সমুদ্রের ঢেউ আর জোয়ার ভাটার উপর।
আমার প্রথম বার ট্রলারে টেকনাফ থেকে সেন্টমার্টিন যেতে ৩:৩০ মিনিটের মতো সময় লেগেছিল। দ্বিতীয় বার যেতে প্রায় ৪ ঘন্টা সময় লাগে। টেকনাফ ফিসারি ঘাট থেকে দুপুর ১ টাই ট্রলার ছাড়ে, সেন্টমার্টিন পৌঁছাতে প্রায় বিকাল ৫ টা বাজে।