alternatetext
ড্রিম হলিডে পার্ক

ড্রিম হলিডে পার্ক, নরসিংদী

ড্রিম হলিডে পার্ক (Dream Holiday Park) নরসিংদী জেলায় পাঁচদোনার চৈতাবাতে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ৬০ একর জায়গায় উপর অবস্থিত। এখানে ছোট-বড় সকলের জন্য অনেক রাইড রয়েছে।

এই রাইড গুলোর মধ্যে বিভিন্ন ধরনের ওয়াটার বাম্পার কার, স্পিড বোট, রাইডার ট্রেন, রকিং বর্স, সোয়ানবোড, নাগেট ক্যাসেল, বাইসাইকেল, এয়ার বাইসাইকেল, জেড ফাইটার, কাইট ফ্লাইং, ওয়াটার রয়েল কার, সুইং মটর বাইক, বুল রাইড, ক্যাবেল কার, জাম্পিং হর্স, রকিং হর্স, রোলার কোস্টার, ভুত বাড়ি, ফ্যানটম হিল, ৯ডি মুভি ইত্যাদি।

এই পার্কে বিভিন্ন ধরনের রাইডস ছাড়াও অস্ট্রেলিয়ার ইমু পাখি, কৃত্রিম অভয়্যারণ্য, কৃত্রিম পর্বত, ডুপ্লেক্স কটেজ ও বাংলো, মায়াবি স্পট, ক্লোজসার্কিট ক্যামেরা, ক্যানেল, সুবিশাল লেক তৈরি করা হয়েছে।

এছাড়া ওয়াটার পুল স্থাপন করা হয়েছে, সেখান থেকে সমুদ্র সৈকতের মতো গর্জন শুনতে পারবেন। পর্যটনদের জন্য রয়েছে বিশ্রাম ঘর ও বিনোদনের জন্য নানা ধরনের উপকরণ রাখা হয়েছে।

BM Khalid Hasan Sujon

পিকনিক করার আদর্শ স্থান হিসেবে আপনারা ড্রিম হলিডে পার্ক বেছে নিতে পারেন। এখানে মধুরিমা ও মায়াবী নামে ২ টি পিকনিক স্পট রয়েছে। ২ টি এসি রুমের ১ টি বাংলো পিকনিক করার জন্য নিধারিত রয়েছে।

ঢাকা থেকে কয়েক ঘন্টার দূরত্বে এই পার্কে বন্ধু-বান্ধব ও পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসতে পারেন। ড্রিম হলিডে পার্ক প্রতিদিন সকাল ১০ টাকা থেকে রাত ৬ টা পর্যন্ত খোলা থাকে। টিকিট বিক্রি হয় সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। এরপর টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায়।

ড্রিম হলিডে পার্ক কিভাবে যাবেন

বাসে ঢাকা থেকে যাওয়ার জন্য সায়েদাবাদ, গুলিস্তান, মহাখালী ও কমলাপুর থেকে বিভিন্ন বাস নরসিংদী চলাচল করে। বনানি হতে পিপিএল সুপার এবং গুলিস্তান হতে মেঘালয় লাক্সারি বাসে ড্রিম হলিডে পার্কের প্রধান গেইটের সামনে নামতে পারবেন। জনপ্রতি ভাড়া লাগবে ১২০ টাকা।

BM Khalid Hasan Sujon

ঢাকা-সিলেট মহাসড়কে কিশোরগঞ্জ, ব্রাক্ষণবাড়ীয়া ও সিলেটের যেকোনো বাসে করে সরাসরি পার্কের মেইন গেইটের সামনে নামতে পারবেন। কাঁচপুর বা টঙ্গী থেকে কালীগঞ্জ, ঘোড়াশাল হয়ে নরসিংদী ড্রিম হলিডে পার্কে আসতে পারবেন। সময় লাগবে দেড় ঘন্টার মতো।

ট্রেনে ঢাকার কমলাপুর রেলস্টেশন বা বিমানবন্দর রেলস্টেশন থেকে আন্তঃনগর, মহানগর বা এগারসিন্দুর এক্সপ্রেসে করে নরসিংদী যেতে পারবেন। এছাড়া ঢাকা থেকে চট্টগ্রামগামী যেকোনো ট্রেনে নরসিংদী আসতে পারবেন।

নরসিংদী রেল স্টেশন থেকে সিএনজি বা বাসে করে সরাসরি পার্কের গেইটের সামনে নামতে পারবেন। এছাড়া যেকোনো লোকাল ট্রেনে নরসিংদী বা ঘোড়াশাল স্টেশনে নেমে সেখান থেকে সিএনজি করে পার্কে যেতে পারবেন।

নরসিংদী ড্রিম হলিডে পার্ক টিকেট মূল্য

পার্কে প্রবেশ টিকেট মূল্য বড়দের জন্য ৩৫০ টাকা এবং ছোটদের (৩-৮ বছরের নিচে) জন্য ২৫০ টাকা। সাথে সাফারি পার্কে প্রবেশ করতে পারবেন।

BM Khalid Hasan Sujon

ওয়াটার পার্কে প্রবেশ করতে টিকেট মূল্য ৩৫০ টাকা (দুপুর ১২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত)। এখানে বিভিন্ন ধরনের রাইড রয়েছে, একেকটির ফি একেক রকম। বিভিন্ন রাইডে চড়ার জন্য জনপ্রতি ৭০ টাকা থেকে ৪০০ টাকা পর্যন্ত লাগবে।

ফ্যামেলি ও কাপল প্যাকেজ: পার্কে প্রবেশ করার জন্য ফ্যামেলি ও কাপল দুইটা প্যাকেজ রয়েছে। ৪ জনের ফ্যামেলি প্যাকেজ ৪,৫০০ টাকা এবং কাপল প্যাকেজ ২,৫০০ টাকা ভ্যাট সহ। এই প্যাকেজের সাথে ওয়াটার পার্ক ও সাফারি পার্ক ফ্রিতে পাবেন।

পিকনিক প্যাকেজ: এখানে পিকনিক করার জন্য পিকনিক স্পট ভাড়া নিতে পারবেন। বিভিন্ন সুযোগ সুবিধা ও জনসংখ্যা অনুযায়ী ভাড়া কম বেশি হয়ে থাকে। যেমন-

জনসংখ্যাদিনটাকা
৫০ জন১ দিন৩৪,৫০০ টাকা
১০০ জন১ দিন৬৯,০০০ টাকা
১৫০ জন১ দিন৮১,২৫০ টাকা
২০০ জন১ দিন৯৭,৭৫০ টাকা
৩০০ জন১ দিন১,৪৩,৭৫০ টাকা
৫০০ জন১ দিন২,১৬,০০০ টাকা

খাওয়া-দাওয়ার

ড্রিম হলিডে পার্কের ভিতর খাবার জন্য রেস্টুরেন্ট আছে। যেখানে দেশি, বিদেশি ও চাইনিজ খাবার সহ ফুচকা, চটপটি ও আইসক্রিম পাওয়া যায়। এই পার্কের ভিতর বাহিরের খাবার সাথে নিয়ে যেতে পারবেন না।

কোথায় থাকবেন

ড্রিম হলিডে পার্কের ভিতর থাকার জন্য বিলাসবহুল ৪ টি কটেজ আছে। এই কটেজ গুলোতে থাকতে পারবেন। প্রতি ইউনিট কটেজ ভাড়া ৫০০০ টাকা। ফ্যামেলি কটেজ ভাড়া ১০০০০ টাকা।

এছাড়া নরসিংদী শহরের আবাসিক হোটেল গুলোতে থাকতে পারবেন। হোটেল মমতাজ, যোগাযোগ ০১৭১১-৯৫২১২০। হোটেল আজিজ, যোগাযোগ ০১৭১২-০৭০২৩১। হোটেল আল মামুন, যোগাযোগ ০১৭১১-৩৪১৯৪০। হোটেল নিরালা, যোগাযোগ ০১৭১১-১৯৬৬৯৯।

যোগাযোগ তথ্য 

  • ঠিকানা: চৈতাব, পাঁচদোনা, নরসিংদী ঢাকা-সিলেট মহাসড়কের পাশে।
  • ইমেইল: Dreamholidayltd@gmail.com
  • মোবাইল নাম্বার: ০১৭৬২-৬৯৬৩০০, ০১৭৬২-৬৯৬৩০২, ০১৭৬২-৬৯৬৩০৩, ০১৭৬২-৬৯৬৩০৪, ০১৭৬২-৬৯৬৩০৫, ০১৭৬২-৬৯৬৩০৬, ০১৭৬২-৬৯৬৩০৭
  • ফেসবুক পেজ
  • ওয়েবসাইট

আরো পড়ুন

Similar Posts