ঢাকা টু ভৈরব ট্রেনের সময়সূচী ও টিকেট মূল্য

ঢাকা থেকে ভৈরব বাজার পর্যন্ত যাতায়াতে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ট্রেন। এর অন্যতম প্রধান কারণ কম খরচ ও নিরাপদে যাতায়াত করা যায়। আপনি যদি ঢাকা টু ভৈরব ট্রেনে যাতায়াত করতে চান তাহলে ঢাকা টু ভৈরব ট্রেনের সময়সূচী, টিকেট মূল্য, যাত্রাবিরতি স্টেশন নাম সহ বিস্তারিত তথ্য জানুন।

ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ভৈরব বাজার রেলস্টেশন পর্যন্ত ১০ টি আন্তঃনগর ট্রেন ও ৬ টি মেইল ট্রেন নিয়মিত চলাচল করে। এসব ট্রেনে খুব সহজে ঢাকা থেকে ভৈরব বাজার যেতে পারবেন।

ঢাকা টু ভৈরব ট্রেনের সময়সূচী (আন্তঃনগর এক্সপ্রেস)

ঢাকা টু ভৈরব বাজার রুটে ১০ টি আন্তঃনগর ট্রেন নিয়মিত চলাচল করে। এসব ট্রেন গুলো হল মহানগর প্রভাতী এক্সপ্রেস (৭০৪), পারাবত এক্সপ্রেস (৭০৯), মহানগর এক্সপ্রেস (৭২২), এগারো সিন্ধুর প্রভাতী এক্সপ্রেস (৭৩৭), উপবন এক্সপ্রেস (৭৩৯), তৃর্ণা এক্সপ্রেস (৭৪২), এগারো সিন্ধুর গোধূলী (৭৪৯), উপকূল এক্সপ্রেস (৭১২), কিশোরগঞ্জ এক্সপ্রেস (৭৮১) ও চট্টলা এক্সপ্রেস (৮০২)।

BM Khalid Hasan Sujon

নিচে ঢাকা টু ভৈরব আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী উল্লেখ করা হয়েছে।

ট্রেন কোডআন্তঃনগর ট্রেন নামস্টেশন নামযাত্রার সময়পৌঁছানোর সময়সাপ্তাহিক ছুটি
৭০৪মহানগর প্রভাতী এক্সপ্রেসঢাকা টু ভৈরবসকাল ০৭:৪৫সকাল ০৯:১৮নেই
৭০৯পারাবত এক্সপ্রেসঢাকা টু ভৈরবসকাল ০৬:৩০সকাল ০৮:৩০সোমবার
৭২২মহানগর এক্সপ্রেসঢাকা টু ভৈরবরাত ০৯:২০রাত ১১:০০রবিবার
৭৩৭এগারো সিন্ধুর প্রভাতীঢাকা টু ভৈরবসকাল ০৭:১৫সকাল ০৮:৫৩বুধবার
৭৩৯উপবন এক্সপ্রেসঢাকা টু ভৈরবরাত ১০:০০রাত ১১:৪০বুধবার
৭৪২তৃর্ণা এক্সপ্রেসঢাকা টু ভৈরবরাত ১১:১৫রাত ১২:৫৯নেই
৭৪৯এগারো সিন্ধুর গোধূলীঢাকা টু ভৈরবসন্ধ্যা ০৬:৪৫রাত ০৮:৩০নেই
৭১২উপকূল এক্সপ্রেসঢাকা টু ভৈরবদুপুর ০৩:১০বিকাল ০৪:৫০রবিবার
৭৮১কিশোরগঞ্জ এক্সপ্রেসঢাকা টু ভৈরবসকাল ১০:৩০দুপুর ১২:১৫মঙ্গলবার
৮০২চট্টলা এক্সপ্রেসঢাকা টু ভৈরবদুপুর ০২:১৫বিকাল ০৩:৫৭শুক্রবার

ঢাকা টু ভৈরব ট্রেনের সময়সূচী (মেইল ট্রেন)

ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ভৈরব বাজার পর্যন্ত যাতায়াত করার জন্য ৬ টি মেইল ট্রেন রয়েছে। এই মেইল ট্রেন গুলো হল ঢাকা মেইল (০১), কর্ণফুলী এক্সপ্রেস (০৩), সুরমা মেইল (১০), ঢাকা এক্সপ্রেস (১২), তিতাস কমিউটার (৩৪) ও তিতাস কমিউটার (৩৬)। এসব মেইল ট্রেন গুলো প্রতিদিন ঢাকা টু ভৈরব চলাচল করে।

নিচে ঢাকা টু ভৈরব মেইল ট্রেনের সময়সূচী উল্লেখ করা হয়েছে।

ট্রেন কোডমেইল ট্রেন নামস্টেশন নামযাত্রার সময়পৌঁছানোর সময়সাপ্তাহিক ছুটি
০১ঢাকা মেইলঢাকা টু ভৈরবরাত ১১:৪৫রাত ১২:৫৯নেই
০৩কর্ণাফুলী এক্সপ্রেসঢাকা টু ভৈরবসকাল ০৮:৪৫সকাল ১০:৪২নেই
১০সুরমা মেইলঢাকা টু ভৈরবরাত ০৯:০০রাত ১১:৪৫নেই
১২ঢাকা এক্সপ্রেসঢাকা টু ভৈরবসকাল ০৬:৩০রাত ০৮:০৩নেই
৩৪তিতাস কমিউটারঢাকা টু ভৈরবসকাল ০৯:৪৫সকাল ১১:০১নেই
৩৬তিতাস কমিউটারঢাকা টু ভৈরববিকাল ০৫:৪৫সন্ধ্যা ০৭:১৭নেই

ঢাকা টু ভৈরব ট্রেনের টিকেট মূল্য

ঢাকা টু ভৈরব সকল ট্রেনের টিকেট মূল্য নিচে উল্লেখ করা হয়েছে।

BM Khalid Hasan Sujon
আসন বিন্যাসটিকেট মূল্য (১৫% ভ্যাট)
শোভন৮৫ টাকা
শোভন চেয়ার১০৫ টাকা
প্রথম আসন১৬৫ টাকা
স্নিগ্ধা১৯৬ টাকা
প্রথম বার্থ২৩৬ টাকা
এসি২৬৩ টাকা
এসি বার্থ৩৫১ টাকা

ঢাকার কমলাপুর ও ভৈরব বাজার জংশন থেকে ঢাকা টু ভৈরব ট্রেনর টিকেট কাটতে হয়। এছাড়া বাংলাদেশ রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন টিকেট বুকিং করতে পারবেন। অনলাইন টিকেটের সাথে ২০ টাকা অতিরিক্ত চার্জ প্রযোজ্য।

ঢাকা টু ভৈরব ট্রেনের যাত্রাবিরতি স্টেশন

ঢাকার কমলাপুর থেকে ভৈরব বাজার রেলস্টেশন পর্যন্ত প্রত্যেক দিন বেশ কয়েকটি আন্তঃনগর ও মেইল ট্রেন নিয়মিত চলাচল করে। এসব ট্রেন গুলো যাত্রাপথে বেশ কয়েকটি রেলস্টেশনে যাত্রাবিরতি করে। নিচে এসব যাত্রাবিরতি রেলস্টেশন সমূহের নাম উল্লেখ করা হল।

  • ঢাকার বিমানবন্দর রেলস্টেশন
  • নরসিংদী রেলস্টেশন 
  • মেথিকান্দা রেলস্টেশন
  • ভৈরব বাজার জংশন 

ট্রেন এখন কোথায় আছে

মোবাইল থেকে সকল ট্রেনের অবস্থান ট্র্যাক করতে পারবেন এসএমএস সার্ভিসের মাধ্যমে। এজন্য আপনার মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন

TR <স্পেস> ট্রেন নাম্বার বা ট্রেন কোড এবং পাঠিয়ে দিন 16318 নাম্বারে। ফিরতি এসএমএসে ট্রেনের অবস্থান জানতে পারবেন। এসএমএস চার্জ ৫.৫৬ টাকা।

BM Khalid Hasan Sujon
উদাহরণ: TR 704 লিখে পাঠিয়ে দিবেন 16318 নম্বরে।

আরো পড়ুন