ঢাকা থেকে ভৈরব বাজার পর্যন্ত যাতায়াতে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ট্রেন। এর অন্যতম প্রধান কারণ কম খরচ ও নিরাপদে যাতায়াত করা যায়। আপনি যদি ঢাকা টু ভৈরব ট্রেনে যাতায়াত করতে চান তাহলে ঢাকা টু ভৈরব ট্রেনের সময়সূচী, টিকেট মূল্য, যাত্রাবিরতি স্টেশন নাম সহ বিস্তারিত তথ্য জানুন।
ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ভৈরব বাজার রেলস্টেশন পর্যন্ত ১০ টি আন্তঃনগর ট্রেন ও ৬ টি মেইল ট্রেন নিয়মিত চলাচল করে। এসব ট্রেনে খুব সহজে ঢাকা থেকে ভৈরব বাজার যেতে পারবেন।
ঢাকা টু ভৈরব ট্রেনের সময়সূচী (আন্তঃনগর এক্সপ্রেস)
ঢাকা টু ভৈরব বাজার রুটে ১০ টি আন্তঃনগর ট্রেন নিয়মিত চলাচল করে। এসব ট্রেন গুলো হল মহানগর প্রভাতী এক্সপ্রেস (৭০৪), পারাবত এক্সপ্রেস (৭০৯), মহানগর এক্সপ্রেস (৭২২), এগারো সিন্ধুর প্রভাতী এক্সপ্রেস (৭৩৭), উপবন এক্সপ্রেস (৭৩৯), তৃর্ণা এক্সপ্রেস (৭৪২), এগারো সিন্ধুর গোধূলী (৭৪৯), উপকূল এক্সপ্রেস (৭১২), কিশোরগঞ্জ এক্সপ্রেস (৭৮১) ও চট্টলা এক্সপ্রেস (৮০২)।
নিচে ঢাকা টু ভৈরব আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী উল্লেখ করা হয়েছে।
ট্রেন কোড | আন্তঃনগর ট্রেন নাম | স্টেশন নাম | যাত্রার সময় | পৌঁছানোর সময় | সাপ্তাহিক ছুটি |
৭০৪ | মহানগর প্রভাতী এক্সপ্রেস | ঢাকা টু ভৈরব | সকাল ০৭:৪৫ | সকাল ০৯:১৮ | নেই |
৭০৯ | পারাবত এক্সপ্রেস | ঢাকা টু ভৈরব | সকাল ০৬:৩০ | সকাল ০৮:৩০ | সোমবার |
৭২২ | মহানগর এক্সপ্রেস | ঢাকা টু ভৈরব | রাত ০৯:২০ | রাত ১১:০০ | রবিবার |
৭৩৭ | এগারো সিন্ধুর প্রভাতী | ঢাকা টু ভৈরব | সকাল ০৭:১৫ | সকাল ০৮:৫৩ | বুধবার |
৭৩৯ | উপবন এক্সপ্রেস | ঢাকা টু ভৈরব | রাত ১০:০০ | রাত ১১:৪০ | বুধবার |
৭৪২ | তৃর্ণা এক্সপ্রেস | ঢাকা টু ভৈরব | রাত ১১:১৫ | রাত ১২:৫৯ | নেই |
৭৪৯ | এগারো সিন্ধুর গোধূলী | ঢাকা টু ভৈরব | সন্ধ্যা ০৬:৪৫ | রাত ০৮:৩০ | নেই |
৭১২ | উপকূল এক্সপ্রেস | ঢাকা টু ভৈরব | দুপুর ০৩:১০ | বিকাল ০৪:৫০ | রবিবার |
৭৮১ | কিশোরগঞ্জ এক্সপ্রেস | ঢাকা টু ভৈরব | সকাল ১০:৩০ | দুপুর ১২:১৫ | মঙ্গলবার |
৮০২ | চট্টলা এক্সপ্রেস | ঢাকা টু ভৈরব | দুপুর ০২:১৫ | বিকাল ০৩:৫৭ | শুক্রবার |
ঢাকা টু ভৈরব ট্রেনের সময়সূচী (মেইল ট্রেন)
ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ভৈরব বাজার পর্যন্ত যাতায়াত করার জন্য ৬ টি মেইল ট্রেন রয়েছে। এই মেইল ট্রেন গুলো হল ঢাকা মেইল (০১), কর্ণফুলী এক্সপ্রেস (০৩), সুরমা মেইল (১০), ঢাকা এক্সপ্রেস (১২), তিতাস কমিউটার (৩৪) ও তিতাস কমিউটার (৩৬)। এসব মেইল ট্রেন গুলো প্রতিদিন ঢাকা টু ভৈরব চলাচল করে।
নিচে ঢাকা টু ভৈরব মেইল ট্রেনের সময়সূচী উল্লেখ করা হয়েছে।
ট্রেন কোড | মেইল ট্রেন নাম | স্টেশন নাম | যাত্রার সময় | পৌঁছানোর সময় | সাপ্তাহিক ছুটি |
০১ | ঢাকা মেইল | ঢাকা টু ভৈরব | রাত ১১:৪৫ | রাত ১২:৫৯ | নেই |
০৩ | কর্ণাফুলী এক্সপ্রেস | ঢাকা টু ভৈরব | সকাল ০৮:৪৫ | সকাল ১০:৪২ | নেই |
১০ | সুরমা মেইল | ঢাকা টু ভৈরব | রাত ০৯:০০ | রাত ১১:৪৫ | নেই |
১২ | ঢাকা এক্সপ্রেস | ঢাকা টু ভৈরব | সকাল ০৬:৩০ | রাত ০৮:০৩ | নেই |
৩৪ | তিতাস কমিউটার | ঢাকা টু ভৈরব | সকাল ০৯:৪৫ | সকাল ১১:০১ | নেই |
৩৬ | তিতাস কমিউটার | ঢাকা টু ভৈরব | বিকাল ০৫:৪৫ | সন্ধ্যা ০৭:১৭ | নেই |
ঢাকা টু ভৈরব ট্রেনের টিকেট মূল্য
ঢাকা টু ভৈরব সকল ট্রেনের টিকেট মূল্য নিচে উল্লেখ করা হয়েছে।
আসন বিন্যাস | টিকেট মূল্য (১৫% ভ্যাট) |
শোভন | ৮৫ টাকা |
শোভন চেয়ার | ১০৫ টাকা |
প্রথম আসন | ১৬৫ টাকা |
স্নিগ্ধা | ১৯৬ টাকা |
প্রথম বার্থ | ২৩৬ টাকা |
এসি | ২৬৩ টাকা |
এসি বার্থ | ৩৫১ টাকা |
ঢাকার কমলাপুর ও ভৈরব বাজার জংশন থেকে ঢাকা টু ভৈরব ট্রেনর টিকেট কাটতে হয়। এছাড়া বাংলাদেশ রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন টিকেট বুকিং করতে পারবেন। অনলাইন টিকেটের সাথে ২০ টাকা অতিরিক্ত চার্জ প্রযোজ্য।
ঢাকা টু ভৈরব ট্রেনের যাত্রাবিরতি স্টেশন
ঢাকার কমলাপুর থেকে ভৈরব বাজার রেলস্টেশন পর্যন্ত প্রত্যেক দিন বেশ কয়েকটি আন্তঃনগর ও মেইল ট্রেন নিয়মিত চলাচল করে। এসব ট্রেন গুলো যাত্রাপথে বেশ কয়েকটি রেলস্টেশনে যাত্রাবিরতি করে। নিচে এসব যাত্রাবিরতি রেলস্টেশন সমূহের নাম উল্লেখ করা হল।
- ঢাকার বিমানবন্দর রেলস্টেশন
- নরসিংদী রেলস্টেশন
- মেথিকান্দা রেলস্টেশন
- ভৈরব বাজার জংশন
ট্রেন এখন কোথায় আছে
মোবাইল থেকে সকল ট্রেনের অবস্থান ট্র্যাক করতে পারবেন এসএমএস সার্ভিসের মাধ্যমে। এজন্য আপনার মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন
TR <স্পেস> ট্রেন নাম্বার বা ট্রেন কোড এবং পাঠিয়ে দিন 16318 নাম্বারে। ফিরতি এসএমএসে ট্রেনের অবস্থান জানতে পারবেন। এসএমএস চার্জ ৫.৫৬ টাকা।
উদাহরণ: TR 704 লিখে পাঠিয়ে দিবেন 16318 নম্বরে।
আরো পড়ুন
- কালনী এক্সপ্রেস সময়সূচি
- ভৈরব টু ঢাকা ট্রেনের সময়সূচী
- বিজয় এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
- নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী