alternatetext
তেতুলিয়া ডাকবাংলো

তেতুলিয়া ডাকবাংলো, পঞ্চগড়

তেতুলিয়া ডাকবাংলো (Tetulia dak bungalow) পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলা হতে ২১ কিলোমিটার দূরে ভারত সীমান্তবর্তী মহানন্দা নদীর তীরে অবস্থিত। কুচবিহারের রাজা ভিক্টোরিয়ান রীতিতে ভূমি থেকে প্রায় ১৫ থেকে ২০ মিটার উঁচুতে এই ডাকবাংলো নির্মাণ করেছিলেন। ডাকবাংলোর ছাদ ও বারান্দা থেকে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ দেখা যায়।

ডাকবাংলোর পাশে নির্মাণ করা হয়েছে একটি পিকনিক কর্ণার। সেখানে স্কুল কলেজের শিক্ষার্থীরা পিকনিক করার জন্য আসে। বর্ষাকালে এখান থেকে মহানন্দা নদীর অপূর্ব সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে। এছাড়া তেতুলিয়া ডাকবাংলো থেকে অক্টোবর থেকে নভেম্বর মাসের মাঝামাঝি সময় কাঞ্চনজঙ্ঘা পর্বতের অপূর্ব সৌন্দর্য উপভোগ করা যায়।

যদিও কাঞ্চনজঙ্ঘা দেখা সম্পূর্ণভাবে আবহাওয়া ও ভাগ্যের উপর নির্ভর করে। ভোরের আলো ফোঁটার সাথে সাথে পরিস্কার আবহাওয়া থাকলে সকাল থেকে বেলা ১১-১২ টা পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা দেখা যায়।

এক নজরে সম্পূর্ণ লেখা

BM Khalid Hasan Sujon

তেতুলিয়া ডাকবাংলো যাওয়ার উপায়

বাসে সরাসরি ঢাকা টু তেঁতুলিয়া

বাসে ঢাকা থেকে সরাসরি তেঁতুলিয়া যেতে হানিফ ও বাবুল পরিবহনে যেতে পারবেন। এসি নন এসি পরিবহনের ভাড়া জনপ্রতি ১,১০০ টাকা থেকে ১,৯০০ টাকা পর্যন্ত। তেঁতুলিয়া বাজারে নেমে অটোরিকশা বা সিএনজি করে তেঁতুলিয়া ডাকবাংলো যেতে পারবেন।

বাসে সরাসরি ঢাকা টু পঞ্চগড়

বাসে ঢাকা থেকে পঞ্চগড় যেতে চাইলে ঢাকার গাবতলী বাস টার্মিনাল থেকে হানিফ এন্টারপ্রাইজ, নাবিল পরিবহন, বরকত ট্রাভেল ও তানযিলা ট্রাভেল এ পঞ্চগড় যেতে পারবেন। ঢাকা টু পঞ্চগড় এসি নন এসি বাস ভাড়া জনপ্রতি ১,০০০ টাকা থেকে ১,৯০০ টাকা পর্যন্ত।

BM Khalid Hasan Sujon

পঞ্চগড় বাস টার্মিনালের পাশে ধাক্কামারা মোড় থেকে তেঁতুলিয়াগামী বাস ছেড়ে যায়। জনপ্রতি বাস ভাড়া ৮০ টাকা। তেঁতুলিয়া বাজার বাস আপনাকে নামিয়ে দিবে। সেখান থেকে অটোরিকশা বা সিএনজি করে ডাকবাংলো যেতে পারবেন।

পঞ্চগড়ের বিভিন্ন পর্যটন স্থানে বেড়ানোর জন্য গাড়ি বা মাইক্রোবাস ভাড়া করে নিতে পারেন। সারাদিনের জন্য রিজার্ভ মাইক্রোবাস ভাড়া ২,০০০ টাকা থেকে ২,৫০০ টাকা পর্যন্ত। পঞ্চগড় বাস টার্মিনাল ও শহরের চৌরঙ্গী মোড় থেকে ভাড়ার গাড়ি পাওয়া যায়।

ট্রেনে সরাসরি ঢাকা টু পঞ্চগড়

ট্রেনে ঢাকা পঞ্চগড় যেতে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে পঞ্চগড় এক্সপ্রেস, একতা বা দ্রুতযান এক্সপ্রেস করে সরাসরি পঞ্চগড় যেতে পারবেন। জনপ্রতি ভাড়া শোভান চেয়ার ৬৯৫ টাকা, এসি চেয়ার (স্নিগ্ধা) ১,৩৩৪ টাকা ও এসি কেবিন (বার্থ) ২,৩৯৮ টাকা।

BM Khalid Hasan Sujon
  • পঞ্চগড় এক্সপ্রেস ঢাকা থেকে রাত ১১:৩০ মিনিটে ছেড়ে পঞ্চগড় পৌঁছায় সকাল ০৯:৫০ মিনিটে। আবার পঞ্চগড় থেকে দুপুর ০১:১৫ মিনিটে ছেড়ে ঢাকা পৌঁছায় রাত ১০:৩৫ মিনিটে।
  • দ্রুতযান এক্সপ্রেস ঢাকা ছেড়ে যায় রাত ০৮:০০ টায় এবং পঞ্চগড় পৌঁছায় সকাল ০৬:১০ মিনিটে।
  • একতা এক্সপ্রেস ঢাকা ছেড়ে যায় সকাল ১০:১০ মিনিটে এবং পঞ্চগড় পৌঁছায় রাত ০৯:০০ টায়।

কোথায় থাকবেন

তেঁতুলিয়া ডাকবাংলোতে আপনি থাকতে পারবেন তার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে অনুমতি নিতে হবে। ২ বেডের রুম ভাড়া ৪০০ টাকা। যোগাযোগ করুন 01751-026225.

তেতুলিয়া বন বিভাগের রেস্টহাউজে থাকতে হলে বন বিভাগের অনুমতি নিয়ে থাকতে হবে। বাংলাবান্ধা স্থলবন্দরে জেলা পরিষদের ডাকবাংলো রয়েছে। সেখানে থাকতে হলে পঞ্চগড় থেকে অনুমতি নিতে হবে। জনপ্রতি রুম ভাড়া ২০০ টাকা।

এছাড়া তেতুলিয়া থাকার জন্য সীমান্ত পাড় হোটেল, কাজী ব্রাদার্স আবাসিক হোটেল সহ আরো বেশ কয়েকটি হোটেল রয়েছে। সেখান জনপ্রতি ৬০০ টাকা থেকে ২,৫০০ টাকার মধ্যে থাকতে পারবেন।

কোথায় খাবেন

তেতুলিয়া বাজারে খাবারের জন্য বাঙ্গালী খাবার হোটেল রয়েছে। আর পঞ্চগড় শহরে খেতে গেলে হোটেল নিরিবিলি, হোটেল মৌচাক, হোটেল করোটিয়া সহ আরো ভালো মানের হোটেলে রয়েছে। যেখান থেকে ভালো মানের খাবার খেতে পারবেন।

আরো পড়ুন

Similar Posts