নরসিংদী নাগরিয়াকান্দি পার্ক

নরসিংদী নাগরিয়াকান্দি পার্ক বা গোল্ডেন স্টার পার্ক নরসিংদী জেলার নাগরিয়াকান্দি ব্রিজের পাশে অবস্থিত। নরসিংদী নাগরিয়াকান্দি ব্রিজের পাশে দরিনবীপুর বোখারী নগরে গড়ে তোলা হয়েছে একটি বিনোদনের জায়গা।

এখানে রয়েছে ছোট-বড় সবার জন্য বিভিন্ন রকমের রাইড, বাচ্চাদের খেলার জিনিস, বিভিন্ন ধরনের খাবার, চারিদিকে বিভিন্ন ধরনের ফুলের বাগান, পিকনিক করার স্পট সহ আরো বিভিন্ন আকর্ষণীয় স্থান।

ঢাকার কাছাকাছি হওয়ায় প্রত্যেক দিন হাজার হাজার মানুষ ভিড় করছে এই গোল্ডেন স্টার পার্কে। পার্কের ভিতর ঢুকলে মনে আপনি বিদেশী কোনো পার্কে আছেন। আপনার প্রিয় মানুষ বা বন্ধু-বান্ধব নিয়ে সময় কাটানোর জন্য আজই চলে আসুন নরসিংদী নাগরিয়াকান্দি গোল্ডেন স্টার পার্কে।

নরসিংদী নাগরিয়াকান্দি পার্ক কিভাবে যাবেন

বাসে ঢাকা থেকে নরসিংদী নাগরিয়াকান্দি যাওয়ার জন্য গুলিস্তান, মহাখালী, কমলাপুর ও সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে বিভিন্ন কোম্পানির বাস সার্ভিস চলাচল করে। এই বাসে করে নাগরিয়াকান্দি ব্রিজে নেমে পার্কে যেতে পারবেন।

গুলিস্তান থেকে মেঘালয় লাক্সারি বাসে ও বনানী হতে পিপিএল সুপার বাসে নাগরিয়াকান্দি ব্রিজে নেমে পার্কে যেতে পারবেন। জনপ্রতি ভাড়া লাগবে ১২০ টাকা।

ট্রেনে ঢাকা থেকে নরসিংদী নাগরিয়াকান্দি গোল্ডেন স্টার পার্কে আসতে কমলাপুর বা বিমানবন্দর রেলস্টেশন থেকে মহানগর বা আন্তঃনগর এক্সপ্রেসে নরসিংদী আসতে পারবেন। এছাড়া চট্টগ্রামগামী যেকোনো ট্রেনে নরসিংদী আসতে পারেন। রেলস্টেশন থেকে নেমে সিএনজি বা বাসে সরাসরি পার্কে আসতে পারবেন।

প্রবেশ টিকেট মূল্য

নতুন সাজে নরসিংদী নাগরিয়াকান্দি গোল্ডেন স্টার পার্কের প্রবেশ টিকেট মূল্য ১০০ টাকা। সাথে যেকোনো একটা রাইড ফ্রিতে চড়তে পারবেন। যারা পিকনিক করার করার জন্য বুকিং দিতে চাচ্ছেন তারা ০১৯১৫-৬৭৬৬৫৭, ০১৯৪৯-১১৫০০৫ নাম্বারে যোগাযোগ করুন।

প্রত্যেকটি রাইড চড়ার জন্য আলাদা আলাদা টিকেট কাটতে হবে। শুধুমাত্র প্রবেশ টিকেটের সাথে যেকোনো একটি রাইড ফ্রি চড়তে পারবেন।

কোথায় খাবেন

নরসিংদী নাগরিয়াকান্দি গোল্ডেন স্টার পার্কের ভিতর খাবার জন্য অনেক রেস্টুরেন্ট রয়েছে। সেখান থেকে পছন্দের খাবার খেতে পারবেন। পার্কে ঘুরতে যাওয়ার অধিকাংশ দর্শনার্থীরা ফুসকা, বেলপুরি, চটপটি, লুডুস, বিরানি, তেহারি সব বিভিন্ন ধরনের খাদ্য-খাবার খায়।

যারা হোটেলে সাদা ভাত, মাছ, সবজি, মাংস ইত্যাদি খেতে চাচ্ছেন তারা নরসিংদী শহরে থাকা খাবার হোটেল গুলোতে খেতে পারবেন।

কোথায় থাকবেন

নরসিংদী শহরে থাকার জন্য বিভিন্ন ক্যাটাগরির আবাসিক হোটেল আছে। এ গুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হোটেল হল:

  • আজিজ, যোগাযোগ ০১৭১২-০৭০২৩১
  • হোটেল মমতাজ, যোগাযোগ ০১৭১১-৯৫২১২০
  • হোটেল নিরালা, যোগাযোগ ০১৭১১-১৯৬৬৯৯
  • হোটেল আল মামুন, যোগাযোগ ০১৭১১-৩৪১৯৪০

আরো পড়ুন

Leave a Comment