alternatetext
নাফ নদী, টেকনাফ Naf River, Teknaf

নাফ নদী, টেকনাফ

নাফ নদী (Naf River) বাংলাদেশের দক্ষিণ প্রান্তে মায়ানমার সীমান্তে অবস্থিত একটি নদী। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ নিদর্শন এই নাফ নদী দেখতে প্রতিদিন হাজার হাজার পর্যাটক ভিড় জমায়।

নাফ নদীর এই মোহনায় বাংলাদেশ একমাত্র প্রবাল জনপ্রিয় দ্বীপ সেন্টমার্টিন অবস্থিত। টেকনাফের এই নদী দিয়ে দেশে বিদেশের হাজার হাজার পর্যটকরা সেন্টমার্টিন যাতায়াত করে।

আজকের আর্টিকেলে আমরা নাফ নদীর জানা অজানা তথ্য তুলে ধরবো। যাতে আপনারা নাফ নদী সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারেন।

নাফ নদী, টেকনাফ (Naf River, Teknaf)

বাংলাদেশের সর্ব দক্ষিণ প্রান্তে বাংলাদেশ ও মায়ানমার সীমান্তে নাফ নদী অবস্থিত। এটি বাংলাদেশের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার দক্ষিণ পূর্ব দিক দিয়ে প্রবাহিত হয়েছে।

মূলত এটা কোনো নদী নয়, বঙ্গোপসাগরের একটি বর্ধিত অংশ। বঙ্গোপসাগরের একটি বর্ধিত অংশ বলেই এই নদীর পানি লবণাক্ত। বাংলাদেশ ও মায়ানমার সীমান্ত বিভক্ত করা এই নদীর পূ্র্ব পাড়ে মায়ানমার আরাকান প্রদেশের আকিয়াব এবং পশ্চিম পাড়ে বাংলাদেশের টেকনাফ উপজেলা অবস্থিত।

এই নদীর মোহনায় শাহপরীর দ্বীপ ও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রবাল সেন্টমার্টিন দ্বীপ অবস্থিত। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃক নাফ নদীর প্রদত্ত পরিচিত নম্বর পূর্ব পাহাড়ি অঞ্চলের নদী নং ০৭।

নাফ নদীর দৈর্ঘ্য ৬৩ কিলোমিটার এবং প্রস্থ ১৩৬৪ মিটার। এই নদীর গড় গভীরতা ১২৮ ফুট (৩৯ মিটার), সর্বোচ্চ গভীরতা ৪০০ ফুট (১২০ মিটার)। এর প্রস্থ স্থান বিশেষ ১.৬১ কিলোমিটার হতে ৩.২২ কিলোমিটার হয়ে থাকে।

BM Khalid Hasan Sujon

নাফ নদী মায়ানমারের উত্তর পার্বত্য অঞ্চল হতে উৎপত্তি হয়ে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন দিয়ে বাংলাদেশে প্রবেশ করে দক্ষিণ দিকে বয়ে চলছে।

মায়ানমার হতে আগত আরো একটি নদী নাফ নদীর মূল প্রবাহের সাথে সংযুক্ত হয়েছে। নদীটি উখিয়া উপজেলা পেরিয়ে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ হয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে।

টেকনাফের একমাত্র স্থল বন্দর এই নাফ নদীর তীরে কেরুনতলী নামক স্থানে অবস্থিত। এই স্থল বন্দর দিয়ে মায়ানমার থেকে বাংলাদেশে বানিজ্য চুক্তি অনুযায়ী পণ্য আমদানি রপ্তানি করা হয়।

নাফ নদীর পাড়ে দেখতে পাবেন লবণ মাঠ, চিংড়ি চাষের ঘের, কেউড়া বাগান, বাইন বাগান সহ জীব বৈচিত্র্যের সমাহার। এছাড়া নদীতে জেলেদের মাছ ধরার দৃশ্য দেখতে পাবেন। পর্যটকেরা নাফ নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য নৌকা নিয়ে নদীতে ঘুরে বেড়ায়।

BM Khalid Hasan Sujon

নাফ নদী কোথায় অবস্থিত

বাংলাদেশের সর্ব দক্ষিণে বাংলাদেশ ও মায়ানমার সীমান্তে নাফ নদী অবস্থিত। বাংলাদেশ ও মায়ানমার সীমান্তকে এই নদী বিভক্ত করেছে। এর পূর্ব পাড়ে মায়ানমার এবং পশ্চিম পাড়ে বাংলাদেশের টেকনাফ উপজেলা অবস্থিত।

এই নদীর মোহনায় শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিন দ্বীপ অবস্থিত। যেসকল পর্যটকেরা প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ঘুরতে যায় তারা এই নাফ নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে সেন্টমার্টিন যায়।

নাফ নদীর দৈর্ঘ্য কত কিলোমিটার

নাফ নদীর দৈর্ঘ্য ৬৩ কিলোমিটার এবং প্রস্থ ১৩৬৪ মিটার। নাফ নদের গড় গভীরতা ১২৮ ফুট (৩৯ মিটার) এবং সর্বোচ্চ গভীরতা ৪০০ ফুট (১২০ মিটার)।

এর প্রস্থ স্থান বিশেষ ১.৬১ কিলোমিটার থেকে ৩.২২ কিলোমিটার হয়ে থাকে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক এই নদের পরিচিত নম্বর “পূর্ব-পাহাড়ি অঞ্চলের নদী ০৭”।

নাফ নদীর উৎপত্তিস্থল কোথায়

নাফ নদী মায়ানমারের উত্তর পার্বত্য অঞ্চল হতে উৎপত্তি হয়ে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন দিয়ে বাংলাদেশে প্রবেশ করে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে।

টেকনাফে আরো যা দেখতে পারেন —

Similar Posts