alternatetext
নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত

নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত

আপনারা যারা ব্যাস্ত শহরের কোলাহল ছেড়ে প্রকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি নিঝুম দ্বীপ যেতে চাচ্ছেন তাদের মধ্যে অনেক জানতে চাচ্ছেন নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত এবং কোন নদীর মোহনায় অবস্থিত।

নিঝুম দ্বীপ বা নিঝুম দ্বীপ জাতীয় উদ্যান বাংলাদেশের ছোট একটি দ্বীপ। যা কয়েকটি চর নিয়ে গঠে উঠেছে। নিঝুম দ্বীপ বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অন্তর্গত ছোট একটি দ্বীপ।

মূলত চর ওসমান, কামলার চর, মৌভলির চর ও বাল্লারচর এই চারটি চর মিলিয়ে নিঝুম দ্বীপ। ১৪,০৫০ একর জায়গায় ১৯৪০ সালে দ্বীপটি জেগে উঠে। এরপর ১৯৫০ সালের দিকে এখানে প্রথম জন বসতি গড়ে উঠে।

বাংলাদেশ বন বিভাগ ৭০ দশকে এখানে তাদের কার্যক্রম শুরু করে। এই দ্বীপকে বলা হয় কেওড়া গাছের অভয়ারণ্য। ম্যানগ্রোভ বনের মধ্যে সুন্দরবনের পরে নিঝুম দ্বীপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর ম্যানগ্রোভ বন বলা হয়।

BM Khalid Hasan Sujon

বন বিভাগ প্রথমে এখানে পরীক্ষামূলকভাবে ৪ জোড়া হরিণ ছাড়ে। বর্তমানে এই দ্বীপকে বলা হয় হরিণের অভয়ারণ্য। এখানে বর্তমানে ৪২ হাজারের বেশি চিতা হরিণ রয়েছে। লোক মুখে জানা যায় সবচেয়ে বেশি হরিণ এখানে দেখা যায়।

নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত

নিঝুম দ্বীপ বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অন্তর্গত ছোট একটি দ্বীপ। মূল ভূ-খণ্ডের হাতিয়া উপজেলা সদর থেকে মাত্র ২ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত।

এটি একক কোনো দ্বীপ নয় বরং চারটি ছোট ছোট চর নিয়ে এই দ্বীপ গঠিত হয়েছে। যার আয়তন প্রায় ৯১ কিলোমিটার। এখানে ৯ টি গুচ্ছ গ্রাম রয়েছে।

BM Khalid Hasan Sujon

নিঝুম দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত

নিঝুম দ্বীপ মেঘনা নদীর মোহনায় অবস্থিত বঙ্গোপসাগরের বুকে জেগে উঠে একটি দ্বীপ বা চা। যার পর্ব নাম ছিলো চর ওসমান। ২০০১ সালের ৮ এপ্রিল বাংলাদেশ সরকার পুরো দ্বীপটিকে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করে।

নিঝুম দ্বীপের অপর নাম কি

নিঝুম দ্বীপের অপর নাম চর ওসমান। মূলত ৪ টি চর নিয়ে এই দ্বীপটি গঠিত। এই চর গুলো হল চর ওসমান, কামলার চর, মৌভলির চর ও বাল্লারচর।

আরো পড়ুন

Similar Posts