নিসর্গ পড হাউজ কাপ্তাই ভাড়া ও যোগাযোগ তথ্য
নিসর্গ পড হাউজ কাপ্তাই (Nishorgo resort kaptai) পার্বত্য রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার শিলছড়ি হাজিরটেক এলাকায় কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। থাইল্যান্ডের পড হাউসের ধারণা অনুযায়ী কাপ্তাই তৈরি করা হয়েছে ত্রিকোণ এই পড হাউজ গুলো।
এই পড হাউজ গুলো দেখতে খুবই আকর্ষণীয়। বাঁশ, কাঠ, ছনসহ বিভিন্ন পরিবেশ বান্ধব জিনিসপত্র দিয়ে তৈরি করা হয়েছে পড হাউজ গুলো। বাহিরে ও ভেতরে রয়েছে নান্দনিক কারুকার্য। যা পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করবে।
পড হাউজে প্রবেশ করলে দেখতে পাবেন উঁচু-নিচু পাহাড়ের অপূর্ব সৌন্দর্য এবং পাহাড়ের কোল ঘেঁষে শান্ত কর্ণফুলী নদী। বিশেষ করে জ্যোৎস্না রাতে এই রিসোর্টের পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই।
এখানে মোট ৯ টি পড হাউজ রয়েছে। প্রত্যেকটি হাউজ বা কটেজে ৩ জনের জন্য থাকার সুব্যবস্থা রয়েছে। পড হাউজ গুলোর নাম রাখা হয়েছে আকাশ কুঞ্জ, মেঘদূত, চন্দ্র পাহাড়, সাঁঝের মায়া, নদী বিলাস, আকাশ নীলা, আসমানী কুটির, ছায়াবীথি ও নিঝুম নিরালা।
এই রিসোর্টে রাত্রিযাপন করার পাশাপাশি লেকে কায়াকিং ও নৌকা ভ্রমণ করতে পারবেন। যারা ক্যাম্পিং করতে পছন্দ করেন তাদের জন্য এখানে ক্যাম্পিং করার সুব্যবস্থা রয়েছে। এছাড়া খাবার জন্য রয়েছে তাদের নিজস্ব রেস্টুরেন্ট ব্যবস্থা।
যোগাযোগ তথ্য
- ঠিকানা: হাজিরটেক, শিলছড়ি, কাপ্তাই ৪৫৩২, পার্বত্য চট্টগ্রাম
- মোবাইল নাম্বার: 01879-157721, 01829-806801, 01628-378633
- ফেসবুক পেজ
নিসর্গ পড হাউজ কাপ্তাই কিভাবে যাবেন
বাসে ঢাকা বা চট্টগ্রাম থেকে কাপ্তাই এসে কাপ্তাই বিজিবি চেক পোস্ট অতিক্রম করেই নিসর্গ রিভার ভ্যালী আসলেই মহাসড়কের পাশে পেয়ে যাবেন নিসর্গ পড হাউজ।
বাসে ঢাকা থেকে কাপ্তাই
বাসে ঢাকা থেকে সরাসরি কাপ্তাই যাওয়ার জন্য ঢাকার গাবতলী বাস টার্মিনাল থেকে শ্যামলী, সৌদিয়া, হানিফ, এস. আলম পরিবহনে কাপ্তাই যেতে পারবেন। এসি নন এসি বাস ভেদে জনপ্রতি ভাড়া ৮০০ টাকা থেকে ১,৫০০ টাকা পর্যন্ত।
বাসের সুপারভাইজারকে আগেই বলে রাখবেন কাপ্তাই নিসর্গ রিভার ভ্যালি রিসোর্টের গেইটের সামনে নামিয়ে দিতে। যেতে সময় লাগবে প্রায় ৮ ঘন্টার মতো।
বাসে চট্টগ্রাম থেকে কাপ্তাই
চট্টগ্রাম বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে কাপ্তাই যাওয়ার জন্য লোকাল বা গেইট লক বাসে কাপ্তাই যেতে পারবেন। বাসের সুপারভাইজারকে আগেই বলে রাখবেন কাপ্তাই নিসর্গ রিভার ভ্যালি রিসোর্টের নামসে নামিয়ে দিতে।
চট্টগ্রাম থেকে কাপ্তাই যেতে জনপ্রতি বাস ভাড়া ১২০ টাকা গেইট লকে এবং লোকাল বাস ভাড়া জনপ্রতি ৮০ টাকা থেকে ৯০ টাকা।
এছাড়া চট্টগ্রাম শহর থেকে রিজার্ভ সিএনজি ভাড়া নিয়ে নিসর্গ পড হাউজে যেতে পারবেন। ভাড়া লাগবে ৭০০ টাকা থেকে ৮০০ টাকার মধ্যে।
নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউজ রুম ভাড়া
নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউজে পর্যটকদের রাত্রিযাপন করার জন্য ইকোনমিক ও প্রিমিয়াম দুই ধরনের এসি নন এসি কটেজ প্যাকেজ রয়েছে। আপনার পছন্দ ও বাজেট অনুযায়ী কটেজে রাত্রিযাপন করতে পারবেন।
ইকোনমিক নন এসি কটেজ: ৩ জনের জন্য প্রতি রাতে ভাড়া ৬,০০০ টাকা। ২ জনের জন্য প্রতি রাত ভাড়া ৫,০০০ টাকা।
প্রিমিয়াম এসি কটেজ: ৪ জনের জন্য প্রতি রাত ভাড়া ১০,০০০ টাকা। ৩ জনের জন্য প্রতি রাত ভাড়া ৮,৫০০ টাকা এবং ২ জনের জন্য প্রতি রাত ভাড়া ৭,০০০ টাকা।
উভয় প্যাকেজ এর সাথে ৩ বেলা বিনামূল্যে খাবার সুব্যবস্থা এবং ৩০ মিনিট কায়াকিং রাইডিং করার ব্যবস্থা রয়েছে।
যারা তাবুর মধ্যে ক্যাম্পিং করতে পছন্দ করেন তারা এখানে ১,৫০০ টাকায় সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশে ক্যাম্পিং করতে পারবেন। ক্যাম্পিং করার জন্য চেক ইন করার সময় বিকাল ৪ টা এবং চেক আউট করার সময় সকাল ১০ টা।
রিসোর্টে চেক ইন করার সময় দুপুর ১ টা এবং চেক আউট করার সময় সকাল ১১ টা।
নিসর্গ পড হাউজ কাপ্তাই এ রাত্রিযাপন করার জন্য কমপক্ষে ৩ দিন আগে কটেজ রুম বুকিং দিবেন। অগ্রিম বুকিং না দিলে কটেজ রুম পাবেন না।
খাওয়া-দাওয়ার ব্যবস্থা
নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউজে খাওয়া-দাওয়া করার জন্য নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে। এখান থেকে তাদের প্যাকেজ অনুযায়ী খাবার অর্ডার করে খেতে পারবেন। তাছাড়া যারা রুম বুকিং করবেন তাদের রুমের সাথে ৩ বেলা বিনামূল্যে খাবার সুব্যবস্থা রয়েছে।
সকালে নাস্তা
- চিকেন চাপ, পরোটা ২ পিস ১৮০ টাকা
- চিকেন মাসালা ১৭০ টাকা
- চিকেন শর্মা ১২০ টাকা
- চিকেন ফ্রাই ২০০ টাকা
- বিফ মাসালা ৫ পিস ২৫০ টাকা
- পাস্তা ১০০ টাকা
- নুডলস ১০০ টাকা
- ফ্রেঞ্জ ফ্রাইন ১২০ টাকা
- পরোটা ২০ টাকা
জুস আইটেম
- পেঁপে জুস ৭০ টাকা
- ভেনিলা জুস ১০০ টাকা
- লেমন জুস ৫০ টাকা
- লাচ্ছি ৭০ টাকা
- হট কফি ৬০ টাকা
- ব্ল্যাক কফি ৫০ টাকা
- আইচ কফি ১০০ টাকা
- চা ২০ টাকা
দুপুর ও রাতের খাবার
- সাদা ভাত ৪০ টাকা
- পোলাও ৬০ টাকা
- কাতল মাছ ১৬০ টাকা
- রুই মাছ ১৮০ টাকা
- আইড় মাছ ২৫০ টাকা
- কোরাল মাছ ২৩০ টাকা
- রূপচাঁদা মাছ ১৫০ টাকা
- কাচকি বড়া ৪০ টাকা
- চাপিলা ফ্রাই ১০০ টাকা
- ব্রয়লার মুরগী ১০০ টাকা
- সোনালী মুরগী ১৬০ টাকা
- দেশী মুরগী ২২০ টাকা
- গরু রন ৬ পিস ২৪০ টাকা
- আলু ভর্তা ৩০ টাকা
- টমেটো ভর্তা ৪০ টাকা
- শিম ভর্তা ৩০ টাকা
- শুটকি ভর্তা ৬০ টাকা
- টাকি মাছের ভর্তা ৫০ টাকা
- মিক্সড সবজি ৪০ টাকা
আরো পড়ুন
- চট্টগ্রাম আবাসিক হোটেলের নাম্বার
- চট্টগ্রাম অলংকার আবাসিক হোটেল
- রাঙ্গামাটি হোটেল এবং রিসোর্ট মূল্য
- পর্যটন হলিডে কমপ্লেক্স রাঙ্গামাটি
- লেক ভিউ আইল্যান্ড
- বেরাইন্না লেক কাপ্তাই
- লেকশোর রিসোর্ট কাপ্তাই
- আরণ্যক হলিডে রিসোর্ট