alternatetext
নীলাম্বরী রিসোর্ট

নীলাম্বরী রিসোর্ট, গাজীপুর

নীলাম্বরী রিসোর্ট (Nilambori Resort) গাজীপুর চৌরাস্তা থেকে ৭ কিলোমিটার দূরে মিরবোহর (বিআরটিসি রোড) অবস্থিত। যারা সবুজ প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান তাদের জন্য আদর্শ স্থান এই রিসোর্ট।

এখানে রয়েছে ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইড। ছবি বা সেলফি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর স্পট। যেখানে আপনার প্রিয় মানুষের সাথে ক্যামেরায় ফ্রেম বন্ধি করতে পারবেন।

সম্পূর্ণ রিসোর্টটি পাখির চেখে দেখার জন্য রয়েছে ওয়াচ-টাওয়ার। এছাড়া ঝর্ণা, বিভিন্ন প্রাণীর ভাস্কর্য, সুন্দর সুন্দর দোলনা, শিশু পার্ক ও খেলার মাঠ, বসার স্থান, সুইমিং পুল, আইসক্রিম কর্ণার, রেস্তোরাঁ, পিকনিক স্পট ও রাত্রিযাপন করার জন্য কটেজ রয়েছে।

নীলাম্বরী রিসোর্ট গাজীপুর কিভাবে যাবো

নীলাম্বরী রিসোর্ট যাওয়ার জন্য প্রথমে আপনাকে গাজীপুর চৌরাস্তা আসতে হবে। দেশের যেকোনো জায়গা থেকে ঢাকার গাজীপুর চৌরাস্তা আসতে পারবেন। এরপর ৫ মিনিট পায়ে হেঁটে টাংগাইল রোডের সেবা জেনারেল হসপিটাল এর সামনে থেকে রিসোর্টে যাওয়ার জন্য সিএনজি বা অটোরিকশা পেয়ে যাবেন।

সিএনজি বা অটোরিকশায় জনপ্রতি ভাড়া লাগবে ৪০ টাকা। সিএনজি বা অটোরিকশা রিজার্ভ নিলে ভাড়া লাগবে ১৫০ টাকা। আপনাকে নীলাম্বরী রিসোর্টের গেটের সামনে নামিয়ে দিবে। যেতে সময় লাগবে ১০ থেকে ১৫ মিনিট।

প্রবেশ টিকিট মূল্য

নীলাম্বরী রিসোর্টের প্রবেশ টিকিট মূল্য ১০০ টাকা (জন প্রতি)। ০ থেকে ৫ বছরের বাচ্চাদের জন্য টিকিট কাটতে হবে না।

গাড়ি পাকিং: মোটরসাইকেল পাকিং ৩০ টাকা এবং প্রাইভেট কার পাকিং ৫০ টাকা।

রিসোর্টের ভিতর সকল প্রকার রাইড ফ্রিতে চড়তে পারবেন। সুইমিং পুল ব্যবহার করার জন্য অতিরিক্ত ৩০০ টাকা দিয়ে টিকিট কাটতে হবে। 

কোথায় খাবেন

নীলাম্বরী রিসোর্টে খাবার জন্য তাদের নিজস্ব আইসক্রিম কর্ণার ও নীলাম্বরী রেস্তোরাঁ রয়েছে। এখানে দেশি বিদেশি বিভিন্ন ধরনের খাবার খেতে পারবেন। এখানে খাবার সর্বনিন্ম ৩ ঘন্টা আগে অর্ডার দিতে হবে এবং সর্বনিন্ম ৫ জনের খাবার অর্ডার করতে হবে।

বাংলা খাবার প্যাকেজ ৩৫০ টাকা (৫ জন)

  • সাদা ভাত (নাজির)
  • তেলাপিয়া মাছ কষা ভুনা / চিকেন ভূনা (ব্রয়লার)
  • টমোটো ভর্তা
  • আলু ভর্তা
  • পিয়াজ+মরিচ ভর্তা
  • ডাল মিডিয়াম
  • সালাদ
  • মিনারেল ওয়াটার (৫০০ মিলি)

আইসক্রিম কর্ণারে আইসক্রিম, ফুসকা, চটপটি, রং চা ইত্যাদি পাবেন। রং চা ১০ টাকা, ফুসকা ৬০ টাকা এবং চটপটি ৭০ টাকা প্রতি প্লেট।

কোথায় থাকবেন

নীলাম্বরী রিসোর্টে রাত্রিযাপন করার জন্য বেশ কিছু কটেজ রয়েছে। এই সব কটেজে নিরাপদে রাত্রিযাপন করতে পারবেন। প্রত্যেক রাতের জন্য কটেজ ভাড়া ১,৫০০ টাকা থেকে ৩,০০০ টাকা পর্যন্ত। বিশেষ দিন উপলক্ষে বিশেষ ডিসকাউন্ট অফার থাকে।

এছাড়া গাজীপুর চৌরাস্তায় রাত্রিযাপন করার জন্য অনেক আবাসিক হোটেল রয়েছে। এই সব আবাসিক হোটেল গুলোতে কম খরচে রাত্রিযাপন করতে পারবেন। অধিকাংশ ট্যুরিস্ট সারাদিন রিসোর্টে ঘোরাঘুরি করে সন্ধ্যার আগে সবাই চলে যায়।

প্রশ্ন ও উত্তর (FAQ)

নীলাম্বরী রিসোর্ট গাজীপুর কোথায় অবস্থিত?

নীলাম্বরী রিসোর্ট গাজীপুর চৌরাস্তা মিরবোহর (বিআরটিসি রোড) অবস্থিত। চৌরাস্তা থেকে রিসোর্টের দূরত্ব ৭ কিলোমিটার।

নীলাম্বরী রিসোর্টের প্রবেশ টিকেট মূল্য কত টাকা?

নীলাম্বরী রিসোর্টের প্রবেশ টিকেট মূল্য জনপ্রতি ১০০ টাকা এবং সুইমিং পুল ব্যবহার করতে প্রবেশ টিকিট ৩০০ টাকা।

আরো পড়ুন

Similar Posts