alternatetext
পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়া

পঞ্চগড় এক্সপ্রেস (Panchagarh Express) ট্রেন ঢাকা টু পঞ্চগড় এবং পঞ্চগড় টু ঢাকা রুটে বিরতিহীনভাবে চলাচল করে। আপনারা যারা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করতে চাচ্ছেন তাদের জন্য পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কে বিস্তারিত তথ্য উল্লেখ করবো

২০১৯ সালের ২৫ শে জানুয়ারি ততকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কলের মাধ্যমে উদ্বোধন করেন। পঞ্চগড় এক্সপ্রেস ঢাকা টু পঞ্চগড় রুটে প্রত্যেক দিন ১ হাজার যাত্রী নিয়ে ৫৯৩ কিলোমিটার পথ পাড়ি দেয় মাত্র ১০ ঘন্টা ৩০ মিনিটে।

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে মোট ১৫ টি বগি নিয়ে ঢাকা টু পঞ্চগড় রুটে নিয়মিত চলাচল করে। এই ট্রেনে রয়েছে আধুনিক সকল সুবিধা সহ ১২ টি কোচ। এর মধ্যে ৭ টি শোভন চেয়ার কোচ, গার্ড ব্রেক ও খাবার কোচ ২ টি, পাওয়ার কার নামাজ ঘর ১ টি, এসি চেয়ার ১ টি ও ১ টি কেবিন রয়েছে।

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

ঢাকা টু পঞ্চগড় (আপ): ঢাকা কমলাপুর রেলস্টেশন থেকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি রাত ১১ টা ৩০ মিনিটে ছেড়ে পঞ্চগড় রেলস্টেশন পৌঁছায় সকাল ০৯:৫০ মিনিটে। যাত্রা পথে বিমান বন্দর রেলস্টেশন পৌঁছায় রাত ১১ টা ৫৩ মিনিটে, নাটোর পৌঁছায় রাত ০৩:৫৪ মিনিটে, সান্তাহার পৌঁছায় ভোর ০৪:৪০ মিনিটে, জয়পুরহাট পৌঁছায় ভোর ০৫:১৬ মিনিটে, পার্বতীপুর পৌঁছায় ভোর ০৬:২০ মিনিটে, দিনাজপুর পৌঁছায় সকাল ০৭:১৬ মিনিটে, পীরগঞ্জ পৌঁছায় সকাল ০৮:০৩ মিনিটে, ঠাকুরগাঁও পৌঁছায় সকাল ০৮:৩১ মিনিটে  এবং পঞ্চগড় পৌঁছায় সকাল ০৯:৫০ মিনিটে।

পঞ্চগড় থেকে ঢাকা (ডাউন): পঞ্চগড় রেলস্টেশন থেকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি দুপুর ১২:২০ মিনিটে ছেড়ে ঢাকা পৌঁছায় রাত ০৯:৫৫ মিনিটে। যাত্রা পথে ঠাকুরগাঁও পৌঁছায় দুপুর ১২:৫৮ মিনিটে, দিনাজপুর পৌঁছায় বিকাল ০২:১৩ মিনিটে, পার্বতীপুর পৌঁছায় বিকাল ০৩:০০ টায়।

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন যাত্রাপথে মোট ৮ টি রেলস্টেশনে যাত্রাবিরতি দেয়। এই রেলস্টেশন গুলো হল ঢাকা বিমানবন্দর, নাটোর, সান্তাহার, জয়পুরহাট, পার্বতীপুর, দিনাজপুর, পীরগঞ্জ ও ঠাকুরগাঁও রেলস্টেশন।

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ভাড়া কত

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনেের ভাড়া বিভিন্ন স্টেশন অনুযায়ী শোভন চেয়ার, এসি চেয়ার (স্নিগ্ধা) ও এসি কেবিন (বার্থ) নিচে উল্লেখ করা হল। আপ ও ডাউন উভয় ক্ষেত্রে ভাড়া একই তবে এসি কেবিন (বার্থ) এর ক্ষেত্রে ভাড়া ভিন্ন হয়।

BM Khalid Hasan Sujon
স্টেশন শোভন চেয়ার এসি চেয়ার (স্নিগ্ধা) এসি কেবিন (বার্থ)
ঢাকা টু পঞ্চগড় ৬৯৫ টাকা ১,৩৩৪ টাকা ২,৩৯৮ টাকা
ঢাকা টু ঠাকুরগাঁও ৬৫০ টাকা ১,২৪৮ টাকা ২,২৩৭ টাকা
ঢাকা টু দিনাজপুর ৫৭৫ টাকা ১,১০৪ টাকা ১,৯৭৮ টাকা
ঢাকা টু পার্বতীপুর ৫৪০ টাকা ১,০৩৫ টাকা ১,৮৫৮ টাকা

অনলাইনে টিকিট বুকিং দিলে উল্লেখিত ভাড়ার সাথে ২০ টাকা সার্ভিস চার্জ এবং এসি কেবিন (বার্থ) এর সাথে ৫০ টাকা বেডিং চার্জ যুক্ত হবে।

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের আসন সংখ্যা

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে পঞ্চগড় যেতে (আপে) মোট আসন ৮৯৬ টি এবং পঞ্চগড় থেকে ঢাকা আসার পথে (ডাউন) ৮৭১ টি। মোট সিটের ৩০ শতাংশ পঞ্চগড়ের জন্য, ৩০ শতাংশ দিনাজপুরের জন্য, ২৫ শতাংশ ঠাকুরগাঁও এর জন্য এবং বাকি ১৫ শতাংশ পার্বতীপুরের জন্য নির্ধারিত।

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সুবিধা সমূহ

  • জার্মানির তৈরি উচ্চগতির বগি
  • নিজস্ব ক্যাটারিং সার্ভিস
  • সপ্তাহে ৭ দিনেই চলাচল করে
  • ডিজিটাল ডিসপ্লে
  • আধুনিক চেয়ার ও বার্থ
  • আধুনিক ডাইনিং সুবিধা সহ খাবার গাড়ি
  • আধুনিক অটোমেটিক এয়ার ব্রেক সিস্টেম
  • অজুখানা সহ নামাজের ঘর
  • নিরাপদ স্লাইডিং ডোর
  • ওয়াই-ফাই, টিভি ও মোবাইল চার্জের ব্যবস্থা
  • আধুনিক বায়ো-টয়লেট
  • শারিরীক প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার

FAQ

পঞ্চগড় রেলস্টেশনের পূর্ব নাম কি?

পঞ্চগড় রেলস্টেশনের পূর্ব নাম ছিলো মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন। ৫ আগষ্টের পর থেকে নতুন করে নামকরণ করা হয় পঞ্চগড় রেলস্টেশন।

পঞ্চগড় এক্সপ্রেস ঢাকা থেকে পঞ্চগড় যেতে কত সময় লাগে?

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে পঞ্চগড় যেতে ১০ ঘন্টা ৩০ মিনিট সময় লাগে।

BM Khalid Hasan Sujon

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের কোড নাম্বার কত?

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের কোড নাম্বার বা ট্রেন নং (ঢাকা-পঞ্চগড়) 793 এবং (পঞ্চগড়-ঢাকা) 794.

আরো পড়ুন

Similar Posts