পদ্মা গার্ডেন রাজশাহী

রাজশাহী শহরের পদ্মা নদী পাড়ে অবস্থিত ওডভার মুনক্সগার্ড পার্ক (Oddvar munksgaard park) একটি উন্মুক্ত বিনোদন কেন্দ্র। পার্কটি পদ্মা নদীর পাড়ে অবস্থিত হওয়ার সকলের কাছে পদ্মা গার্ডেন রাজশাহী নামে পরিচিত। পদ্মা পার্ক প্রায় ১ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।

রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় এই পার্কটি গড়ে তোলা হয়েছে। রাজশাহী জিরো পয়েন্ট থেকে দক্ষিণ দিকে ৫ মিনিট হেঁটে গেলে পার্কে পৌঁছে যাবেন। পার্কে আগত দর্শনার্থীদের জন্য ওয়াইফাই ইন্টারনেট সুবিধা রয়েছে।

পদ্মা পার্কের ভিতর একটি মুক্তমঞ্চ রয়েছে। এই মুক্তমঞ্চে প্রতিদিনই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। পার্কের পশ্চিম দিকে হেঁটে গেলে দেখতে পাবেন হযরত শাহ্ মখদুম (রাঃ) এর মাজার। মাজার থেকে সামনে এগিয়ে গেলে দেখতে পাবেন রবীন্দ্র মুক্তমঞ্চ, তারপাশে বিজিবি চেক পোস্ট।

সবুজে ঘেরা পার্ক হওয়ায় রাজশাহী বাসির নজর কেড়েছে। প্রতিদিন অসংখ্য দর্শনার্থীরা এই পার্কে ভিড় জমাচ্ছে। পার্ক ঘিরে গড়ে উঠেছে ছোট বড় বেশ কয়েকটি রেস্টুরেন্ট।

BM Khalid Hasan Sujon

পদ্মা গার্ডেন রাজশাহী কিভাবে যাবেন

রাজশাহী সদর শহরের জিরো পয়েন্ট থেকে দক্ষিণ দিকে ৫ মিনিট হেঁটে গেলে পদ্মা গার্ডেনে পৌঁছে যাবেন। চাইলে শহর থেকে সিএনজি বা অটোরিকশা চড়ে দরগাপাড়ায় অবস্থিত পদ্মা গার্ডেন যেতে পারবেন।

ঢাকা থেকে রাজশাহী যাওয়ার উপায়

ঢাকা থেকে রাজশাহী বাস ট্রেন ও বিমানে যেতে পারবেন। ঢাকার গাবতলী, কল্যাণপুর ও আব্দুল্লাহপুর বাস স্টেশন থেকে হানিফ, একতা, সোহাগ, বাবুল, দেশ ট্রাভেল, শ্যামলী, গ্রীন লাইন সহ রাজশাহীগামী যেকোনো পরিবহনে চড়ে রাজশাহী আসতে পারবেন। এসি, নন-এসি বাস ভেদে জনপ্রতি ভাড়া ৭০০ টাকা থেকে ১,৪০০ টাকা।

ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে পদ্মা, বনলতা, ধুমকেতু ও সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে চড়ে রাজশাহী যেতে পারবেন। পদ্মা এক্সপ্রেস ট্রেন মঙ্গলবার বাদে প্রতিদিন রাত ১০ টা ৪৫ মিনিটে, বনলতা এক্সপ্রেস ট্রেন শুক্রবার বাদে প্রতিদিন দুপুর ১ টা ৩০ মিনিটে, ধূমকেতু এক্সপ্রেস ট্রেন বৃহস্পতিবার বাদে প্রতিদিন সকাল ৬ টায় এবং সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন রবিবার বাদে প্রতিদিন দুপুর ২ টা ৩০ মিনিটে রাজশাহীর উদ্দেশ্য ছেড়ে যায়। ট্রেনের সিট ভেদে জনপ্রতি ভাড়া ৪৫০ টাকা থেকে ১,৫৪৭ টাকা।

BM Khalid Hasan Sujon

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ, ইউএস-বাংলা, নভোএয়ার এয়ারলাইন্সে রাজশাহী বিমানবন্দর যেতে পারবেন। জনপ্রতি ভাড়া ৪২,০০ টাকা থেকে ৫,০০০ টাকা।

কোথায় থাকবেন

রাজশাহী শহরের থাকার জন্য অনেক আবাসিক হোটেল রয়েছে। এর মধ্যে হোটেল আল আরাফাহ, হোটেল এশিয়া, হোটেল সুকর্ণ আবাসিক, হোটেল হকস, হোটেল ডালাস ইন্টারন্যাশনাল, হোটেল আনজুম, হোটেল নাইস ইন্টারন্যাশনাল উল্লেখযোগ্য। রাজশাহীতে কম খরচে আবাসিক হোটেল সম্পর্কে বিস্তারিত তথ্য জানুন।

এছাড়া রাজশাহী শহরে বাংলাদেশ পর্যটন করপোরেশনের মোটেল রয়েছে। এখানে ১,৯০০ টাকা থেকে ৪,৬০০ টাকার মধ্যে বিভিন্ন মানের রুম পাবেন। অগ্রিম বুকিং করুন 0721-775237.

কোথায় খাবেন

পদ্মা পার্কের ভেতর ও বাহিরে বেশ কয়েকটি রেস্টুরেন্ট গড়ে উঠেছে। এসব রেস্টুরেন্ট থেকে পছন্দের খাবার খেতে পারবেন।

BM Khalid Hasan Sujon

রাজশাহী শহরের খাবার জন্য ভালো মানের অনেক হোটেল ও রেস্টুরেন্ট রয়েছে। এর মধ্যে গ্র্যান্ড রিভারভিউ হোটেল, রহমানিয়া হোটেল, মাস্টারশেফ হোটেল, কাচ্চি ভাই, হাইডআউট ক্যাফে, নর্থ বার্গ, ক্যালিস্টো, হাংরি হিরোস উল্লেখযোগ্য।

আশেপাশের আরো দর্শনীয় স্থান সমূহ

পদ্মা গার্ডেন ছাড়াও রাজশাহী জেলায় আরো অনেক দর্শনীয় স্থান রয়েছে। এর মধ্যে সাফিনা পার্ক এন্ড্র রিসোর্ট, শহীদ জিয়া শিশু পার্ক, বাঘা মসজিদ, পদ্মা পাড়, উৎসব পার্ক, রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা, পুঠিয়া শিব মন্দির, বরেন্দ্র গবেষণা জাদুঘর রাজশাহী বিশ্ববিদ্যালয় ইত্যাদি উল্লেখযোগ্য।