রাঙ্গামাটি বাংলাদেশের দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত সব চেয়ে বড় জেলা। অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি রাঙ্গামাটি পাহাড়, কাপ্তাই লেক, নৃগোষ্ঠীর জীবন-যাপন অবলোকন করতে প্রত্যেক বছর দেশ-বিদেশ থেকে বহু পর্যটক রাঙ্গামাটি বেড়াতে আসেন। পর্যটকদের থাকার কথা চিন্তা করে বাংলাদেশ পর্যটন করপোরেশন গড়ে তুলেছে পর্যটন হলিডে কমপ্লেক্স রাঙ্গামাটি।
রাঙ্গামাটি ছাড়াও দেশের বিভিন্ন পর্যটন স্থানে বাংলাদেশ পর্যটন করপোরেশন তাদের হোটেল ও রিসোর্ট গড়ে তুলেছে।
আপনারা যারা রাঙ্গামাটি ভ্রমণে গিয়ে রাত্রিযাপন করার জন্য হোটেল বা রিসোর্ট খুঁজছেন তারা রাঙ্গামাটি অবস্থিত বাংলাদেশ পর্যটন করপোরেশন এর পর্যটন হলিডে কমপ্লেক্সে (Parjatan holiday complex) রাত্রিযাপন করতে পারবেন।
আজকের আর্টিকেলে আপনাদের জানাবো রাঙ্গামাটি অবস্থিত পর্যটন হলিডে কমপ্লেক্স এর ঠিকানা, রুম ভাড়া ও যোগাযোগ তথ্য সহ বিস্তারিত তথ্য।
পর্যটন হলিডে কমপ্লেক্স রাঙ্গামাটি রুম ভাড়া
Room Type | Room Price |
Niloy Cottage Non AC Room | 1,600 Tk |
Nivrity Cottage Non AC Room | 1,600 Tk |
Nijhoon Cottage AC Room | 3,000 Tk |
Nirala Cottage AC Room | 3,200 Tk |
Tribal Honeymoon Cottage AC Room | 3,000 Tk |
Tribal Honeymoon Cottage Non AC Room | 2,100 Tk |
O.M: Non AC Twin Room | 1,600 Tk |
O.M: AC Twin Room | 2,500 Tk |
N.M: AC Connection Room | 6,500 Tk |
N.M: Non AC Couple Bed Room | 2,100 Tk |
N.M: Non AC Twin Bed Room | 2,100 Tk |
N.M: AC Triple Bed Room | 3,200 Tk |
N.M: AC Couple Bed Room | 3,200 Tk |
N.M: AC Twin Bed Room | 3,200 Tk |
N.M: AC Suite Room | 6,000 Tk |
রুমের সুবিধা সমূহ
প্রত্যেক রুমের সাথে বিনামূল্যে সকালের নাস্তা, ২৪ ঘন্টা রুম সার্ভিস, ফ্রি ওয়াই-ফাই নেটওয়ার্ক, চা এন্ড কফি, ঠান্ডা ও গরম পানির ব্যবস্থা, বার্থরুম, এয়ারকন্ডিশন, ফ্যান, টেলিফোন, এলইডি টিভি, মিনারেল ওয়াটার, বিনামূল্যে প্রসাধন সামগ্রী ও রুমের প্রয়োজনীয় আসবাবপত্র পাবেন।
এছাড়া খাবার জন্য হোটেলে রেস্টুরেন্ট ব্যবস্থা ও গাড়ি পাকিং সুবিধা রয়েছে।
যোগাযোগ তথ্য
- ঠিকানা: পর্যটন হলিডে কমপ্লেক্স, ডিয়ার পার্ক, রাঙ্গামাটি
- মোবাইল নাম্বার: 01863-231185, 01991-139037
- টেলিফোন নাম্বার: 0351-63126, 0351-63786
- ইমেইল: hcrangamati@gmail.com
- ওয়েবসাইট
- ফেসবুক পেজ
নভেম্বর মাস থেকে মার্চ মাস পর্যন্ত সিজনের সময় এবং ছুটির দিন গুলোতে হোটেলে রাত্রিযাপন করার জন্য অগ্রিম বুকিং দিয়ে যাবেন।
আরো পড়ুন