এবার শারদীয় দুর্গোৎসবে সাপ্তাহিক ছুটিসহ টানা ৪ দিন বন্ধ থাকবে সরকারি অফিস-আদালত। লম্বা এই ছুটিতে পর্যটন নগরী কক্সবাজারে পর্যটকদের চাপ সামাল দিতে ঢাকা-কক্সবাজার ও চট্টগ্রাম-ঢাকা রুটে বিশেষ ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে।
বাংলাদেশ রেলওয়ে সূত্র থেকে জানা যায়, আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ঢাকা-কক্সবাজার ও চট্টগ্রাম-ঢাকা রুটে চলাচল করবে এই বিশেষ ট্রেন।
৩০ সেপ্টেম্বর চট্টগ্রাম থেকে “ঢাকা স্পেশাল” ট্রেন চলবে। চট্টগ্রাম রেলস্টেশন থেকে বিকাল পৌনে ৩ টায় এই বিশেষ ট্রেন ছেড়ে ঢাকায় পৌছাবে রাত ৮ টায়। আবার ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে “চট্টগ্রাম স্পেশাল” ট্রেন ছেড়ে আসবে রাত ১০:৩০ মিনিটে।
এই বিশেষ স্পেশাল ট্রেন ৩০ সেপ্টেম্বর ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে আসবে রাত ১০:৩০ মিনিটে এবং কক্সবাজার পৌছাবে সকাল ৬:৫০ মিনিটে। কক্সবাজার রেলস্টেশন থেকে একই ট্রেন ছাড়বে সকাল ১১:৩০ মিনিটে। ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত চলাচল করবে।
বিশেষ এই ট্রেনে মোট ১৮ টি বগি থাকবে। রাতের ট্রেনে আসন সংখ্যা ৭৮৯ টি এবং দিনের ট্রেনে আসন সংখ্যা ৮৩৪ টি। ভাড়া নিয়মিত আগের মতো।
পূজার ছুটিতে যাত্রীদের কক্সবাজার ভ্রমণের চাপ সামাল দিতে এই বিশেষ ট্রেন চালু করা হয়েছে। এসব ট্রেনে নিয়মিত অন্তনগর ট্রেনের মতো সব ধরনের সুযোগ সুবিধা থাকবে। যাতে যাত্রীরা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারে।