পূর্বাচল নিঝুম পল্লী রিসোর্ট, রূপগঞ্জ

নগর জীবনের বিশৃঙ্খলা থেকে মুক্তি পেতে একটু প্রশান্তির খোঁজে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন নিয়ে ঘুরে আসতে পারেন ঢাকার খুব কাছে প্রাকৃতিক পরিবেশে অবস্থিত পূর্বাচল নিঝুম পল্লী রিসোর্ট (Purbachal nijhum polli resort) থেকে। প্রকৃতি প্রেমী মানুষের কাছে পূর্বাচলের সেরা রিসোর্ট গুলোর মধ্যে নিঝুম পল্লী রিসোর্ট দ্রুত খ্যাতি অর্জন করেছে।

পূ্র্বাচলের সবুজ প্রাকৃতিক পরিবেশ বান্ধব রিসোর্টটিতে সবুজে ঘেরা প্রকৃতি, স্বচ্ছ পানির বিশাল সুইমিংপুল, শান বাঁধানো পুকুর ঘাট, মাছ ধরা, পুকুরে নৌকায় চড়ে ঘুরে বেড়ানো, বিশাল সবুজ একাধিক মাঠ, ডলফিন ঝর্না, লাভ জোন, কিডস জোন, সেলফি জোন, এগ জোন, ঘরোয়া পরিবেশে রেস্টুরেন্ট, লাইভ বারবিকিউ, পিকনিক স্পট, কনফারেন্স হল সহ থাকার জন্য বিভিন্ন কটেজ রয়েছে।

রাজধানী ঢাকার খুব কাছাকাছি হওয়ায় ১-২ দিনের জন্য ঘুরে আসতে পারেন নিঝুম পল্লী রিসোর্ট থেকে। এখানে ঐতিহ্যবাহী গ্রামের অনুভূতির সাথে আধুনিক ভ্রমণের মিশ্রণ ঘটায়।

পূর্বাচল নিঝুম পল্লী রিসোর্ট প্যাজেক

এই রিসোর্টে থাকার জন্য বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে।

ডে লং প্যাকেজ

ডায়মন্ড প্যাকেজ ১,৯৯৯ টাকা (জনপ্রতি): ওয়েলকাম ড্রিংক, সুইমিংপুল ও নৌকা ভ্রমণ, সকাল দুপুর ও জল খাবার, ঝর্ণা, বাগান, পার্ক, জেনারেটর সার্ভিস, ওয়াই-ফাই নেটওয়ার্ক, গাড়ি পাকিং, খেলার মাঠ, হল রুম, মাছ ধরা, কিডস জোন।

গোল্ড প্যাকেজ ১,৪৯৯ টাকা (জনপ্রতি): ওয়েলকাম ড্রিংক, সুইমিংপুল ও নৌকা ভ্রমণ, সকাল দুপুর ও জল খাবার, ঝর্ণা, বাগান, পার্ক, জেনারেটর সার্ভিস, ওয়াই-ফাই নেটওয়ার্ক, গাড়ি পাকিং, খেলার মাঠ, হল রুম, মাছ ধরা, কিডস জোন।

সিলভার প্যাকেজ ৯৯৯ টাকা (জনপ্রতি): ওয়েলকাম ড্রিংক, সুইমিংপুল ও নৌকা ভ্রমণ, দুপুর ও জল খাবার, ঝর্ণা, বাগান, পার্ক, জেনারেটর সার্ভিস, ওয়াই-ফাই নেটওয়ার্ক, গাড়ি পাকিং, খেলার মাঠ, হল রুম, মাছ ধরা, কিডস জোন।

BM Khalid Hasan Sujon

এছাড়া নৌকা ভ্রমণ প্যাকেজ ২০ মিনিট ৯৯ টাকা, সুইমিংপুল প্যাকেজ ৭৯৯ টাকা, মাছ ধরার প্যাকেজ ৯৯ টাকা।

প্রবেশ টিকেট মূল্য

নিঝুম পল্লী রিসোর্টে জনপ্রতি প্রবেশ টিকেট মূল্য ১০০ টাকা।

রিসোর্টের রুম ভাড়া বা খরচ

পূর্বাচল নিঝুম পল্লী রিসোর্টে এসি / নন-এসি ৫ ক্যাটাগরির রুম রয়েছে। নিচের রুম ভাড়া উল্লেখ করা হল।

রুমের ধরনসংখ্যারুম ভাড়া
এসি ডিলাক্স রুম (নিঝুম কটেজ)২ জন৯,৫০০ টাকা
ডিলাক্স ফ্যামেলি রুম৪ জন৮,০০০ টাকা
ডিলাক্স কিং রুম২ জন৮,৫০০ টাকা
ডিলাক্স টুইন রুম৪ জন১৬,০০০ টাকা
নন-এসি রুম২ জন৭,৫০০ টাকা

BM Khalid Hasan Sujon

রুমের সুবিধা

  • সুন্দর ডেকোরেশন
  • এন-সুইট ওয়াশরুম
  • কিং সাইজের বিছানা
  • এয়ারকন্ডিশন
  • ফ্যান
  • ফ্লাট স্কিন টিভি
  • ওয়াই-ফাই নেটওয়ার্ক
  • মিনি বার
  • চা / কফি মেকার
  • ২৪ ঘন্টা রুম সার্ভিস
  • মিনারেল ওয়াটার

চেক ইন করার সময় দুপুর ২ টা এবং চেক আউট করার সময় সকাল ১১ টা।

খাওয়া-দাওয়া

এখানে খাবার জন্য বিভিন্ন ক্যাটাগরির প্যাকেজ রয়েছে। একেক প্যাজেকের খাবার ও মূল্য আলাদা আলাদা।

সকালের নাস্তা

  • মেন্যু এ – ২৫০ টাকা: পরোটা, ডাল, সবজি, ডিম ভাজি, চা/কফি, মিনারেল ওয়াটার।
  • মেন্যু বি – ৩৫০ টাকা: পরোটা, মুরগি ভুনা, সবজি, ডিম ভাজি, চা/কফি, মিনারেল ওয়াটার।
  • মেন্যু সি – ৪০০ টাকা: ভুনা খেচুড়ি, মুরগি ভুনা, ডিম ভাজি, মিনারেল ওয়াটার, চা/কফি।
  • মেন্যু ডি – ৪৫০ টাকা: গরুম মাংস, ভুনা খেচুড়ি, ডিম ভাজি, মিনারেল ওয়াটার, চা/কফি।

দুপুর ও রাতের খাবার

  • মেন্যু এ – ৫৫০ টাকা: সাদা ভাত, মুরগীর মাংস, সবজি, সালাদ, ভর্তা, ডাল, মিনারেল ওয়াটার।
  • মেন্যু বি – ৬৫০ টাকা: সাদা ভাত, সবজি, ডাল, সালাদ, ভর্তা, গরুম মাংস, মিনারেল ওয়াটার।
  • মেন্য সি – ৯০০ টাকা: সাদা ভাত, গরুম মাংস, সবজি, রুই মাছ ভুনা, সবজি, ডাল, ভর্তা, মিনারেল ওয়াটার।
  • মেন্যু ডি – ১,২০০ টাকা: পোলাও ভাত, চিকেন রোস্ট, গরুর মাংস, রুই মাছ ভুনা, সবজি, সালাদ, ফিরনি, সফট ড্রিংক, মিনারেল ওয়াটার।

যোগাযোগ তথ্য

কিভাবে যাবেন

রাজধানী ঢাকার যেকোনো স্থান থেকে প্রথমে চলে যাবেন কুড়িল বিশ্বরোড। সেখান থেকে বিআরটিসি বাস করে জনপ্রতি মাত্র ৪০ টাকা দিয়ে টিকেট কেটে চলে আসবেন কাঞ্চন ব্রিজ।

সেখান থেকে রিজার্ভ সিএনজি বা অটোরিকশা করে জনপ্রতি ৪০ টাকা ভাড়া দিয়ে নিঝুম পল্লী রিসোর্ট যেতে পারবেন। সিএনজি রিজার্ভ ভাড়া লাগবে ১৫০ টাকা। নিঝুম পল্লী রিসোর্টের সামনে আপনাকে নামিয়ে দিবে।

আরো পড়ুন