বনবাস ইকো ভিলেজ, সুন্দরবন

শহরের কোলাহল ও যান্ত্রিক জীবনের জটিলতা থেকে মুক্তি পেতে নিরব নিস্তব্ধ পরিবেশ থেকে দুই এক দিনের জন্য ঘুরে আসতে পারেন বনবাস ইকো ভিলেজ (Banabash eco village) থেকে। মোংলা পশুর নদীর তীরে সুন্দরবনের গহীনে অবস্থিত বনবাস রিসোর্ট বা ইকো ভিলেজ।

এই রিসোর্ট থেকে সুন্দরবনের নির্জন প্রকৃতিক সৌন্দর্য উপভোগ, নদী পথে বোট ট্রিপ, বাঁশের তৈরি রাস্তায় খালি পায়ে প্রিয় মানুষের হাতে হাত রেখে হাঁটা এক রোমাঞ্চকর অনুভূতির সাক্ষী হবেন।

বনবাস ইকো ভিলেজে মোট ৫ টি প্রিমিয়াম ক্যাটাগরির পৃথক কটেজ রয়েছে। এই কটেজ গুলোর রুম ও বারান্দা থেকে থেকে সুন্দরবনের প্রকৃতিকে খুব কাছ থেকে উপভোগ করতে পারবেন।

বিশেষ করে চাঁদনি রাতে কটেজের বারান্দায় বসে চারিদিকের অপূর্ব সৌন্দর্য ও মাঝে মাঝে হঠাৎ জীব-জন্তুর ডাক সারাজীবন আপনি মনে রাখতে পারবেন। সুন্দরবনের প্রকিতৃকে খুব কাছ থেকে উপভোগ করতে এই ইকো ভিলেজ তৈরি করা হয়েছে। 

BM Khalid Hasan Sujon

বনবাস ইকো ভিলেজ কটেজ ভাড়া / প্যাকেজ

এই ইকো ভিলেজের পৃথক ৫ টি কটেজ রয়েছে। কটেজ গুলোর ভাড়া নিচে উল্লেখ করা হল।

কটেজের নামসংখ্যাভাড়া
নীল কমল (এসি)২ জন৭,৫০০ টাকা
কোকিল মনি (এসি)২ জন৭,৫০০ টাকা
অন্ধর মানিক (নন-এসি)২ জন৬,০০০ টাকা
কাচি খালি (নন-এসি)২ জন৬,০০০ টাকা
দুবলার চর (নন-এসি)২ জন৬,০০০ টাকা

প্যাকেজ ১: সুপেরিওর ডুপ্লেক্স নন এসি (১ রাত)

BM Khalid Hasan Sujon
  • ৬ জনের শেয়ারিং রুম – ২,৭০০ টাকা (জন প্রতি)
  • ৫ জনের শেয়ারিং রুম – ৩,০০০ টাকা (জন প্রতি)
  • ৪ জনের শেয়ারিং রুম – ৩,৩০০ টাকা (জন প্রতি)
  • ৩ জনের শেয়ারিং রুম – ৩,৮০০ টাকা (জন প্রতি)
  • ২ জনের শেয়ারিং রুম – ৪,৭০০ টাকা (জন প্রতি)

প্যাকেজ ২: প্রিমিয়াম কাপল এসি (১ রাত)

  • ৪ জনের শেয়ারিং রুম – ৩,৬০০ টাকা (জন প্রতি)
  • ৩ জনের শেয়ারিং রুম – ৪,১০০ টাকা (জন প্রতি)
  • ২ জনের শেয়ারিং রুম – ৫,২০০ টাকা (জন প্রতি)

রুমে অতিরিক্ত প্রতি ব্যাক্তি থাকার জন্য ৫০০ টাকা চার্জ প্রদান করতর হবে।

চেক-ইন করার সময় দুপুর ০১:০০ টা এবং চেক-আউট করার সময় সকাল ১১:০০ টা।

প্যাকেজে যা যা থাকবে

  • পিক এন্ড ড্রপ: মংলা থেকে বোটে সরাসরি রিসোর্টে আসা এবং যাওয়া। (শেয়ার বেসিস)
  • একোমোডেশন: প্যাকেজ চার্জ অনুযায়ী আপনাদের রুম গুলো পেয়ে যাবেন। সাথে পেয়ে যাবেন রুম এমিনিটিস এবং স্ট্যানডার্ড টয়লেট্রিজ।
  • করমজল ভ্রমন: করমজলে যাওয়ার পরে প্রতিজন এন্টি ফি ৪৫ টাকা এইটা যার যার খরচ নিজেকে দেওয়া লাগবে। (শেয়ার বেসিস)।

সুযোগ-সুবিধা সমূহ 

  • ওয়েলকাম ড্রিংক
  • বিনামূল্যে সকালের নাস্তা
  • পশুর নদী ও সুন্দরবনের প্রকৃতিক দৃশ্য
  • এয়ারকন্ডিশন
  • প্রসস্থ বারান্দা
  • হাই কমোড
  • ঠান্ডা ও গরম পানি
  • প্রসাধন সামগ্রী
  • চা / কফি
  • মশা নিরোধক ব্যবস্থা
  • সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা
  • নামাজের স্থান
  • কিডস জোন
  • দোলনা, হ্যামক সহ আরম করার স্থান
  • ক্যান্ডেল লাইন ডিনারের ব্যবস্থা
  • দাবা, লুডু, ক্যারাম সহ ইন্ডোর গেমস

খাওয়া-দাওয়া

  • সকালের নাস্তা: খিচুরি, ডিম, ডাল, চা অথবা পরোটা, ডিম, ডাল, চা।
  • দুপুরের খাবার: সাদা ভাত, ভর্তা, ভাজি, সামুদ্রিক বা লোকাল মাছ, ডাল।
  • রাতের খাবার: চিকেন বি বি কিউ ডিনার প্যাকেজ বা সাদা ভাত, ভর্তা, ভাজি, মুরগি / হাস, ডাল।

কিভাবে যাবেন

বনবাস ইকো ভিলেজ যেতে হলে প্রথমে আপনাকে আসতে হবে মোংলা ঘাট। সেখান থেকে রিসোর্টের নিজস্ব বোডে রিসোর্টে নিয়ে যাবে এবং আবার রিসোর্ট  থেকে মোংলা ঘাটে দিয়ে যাবে। আপনাকে অবশ্যই দুপুর ১২ টার আগে মোংলা ঘাট পৌঁছাতে হবে।

BM Khalid Hasan Sujon

ঢাকার গাবতলী, সায়েদাবাদ ও আব্দুল্লাহপুর বাস স্টেশন থেকে হানিফ, শ্যামলী, গ্রীন লাইন, এনা, সোহাগ, এস আলম সহ যেকোনো পরিবহনে করে খুলনা কাটাখালি নেমে যাবেন। এসি/নন-এসি বাস ভেদে ভাড়া ৭০০ থেকে ১,২০০ টাকা।

খুলনা কাটাখালি থেকে বাসে জনপ্রতি ১২০ টাকা ভাড়া দিয়ে মোংলা যেতে পারবেন। বাসে যেতে সময় লাগবে দেড় ঘন্টার মতো। মোটরসাইকেল করে ২ মিলে জনপ্রতি ৪০০ টাকা করে মোংলা যেতে পারবেন। এছাড়া ১,০০০ টাকা দিয়ে রিজার্ভ প্রাইভেট কারে করে মোংলা যেতে পারবেন।

এছাড়া ঢাকার গাবতলী, সায়েদাবাদ ও আব্দুল্লাহপুর বাস স্টেশন থেকে মোংলাগামী হানিফ, এস আলম, সোহাগ, শ্যামলী, গ্রীন লাইন, সৌদিয়া, এনা সহ যেকোনো বাসে চড়ে সরাসরি মোংলা যেতে পারবেন। নন-এসি বাস ভেদে জনপ্রতি ভাড়া ৬০০ থেকে ৭০০ টাকা।

যোগাযোগ তথ্য

আরো পড়ুন