alternatetext
বাংলাদেশের সবচেয়ে বড় ঝর্ণা কোনটি

বাংলাদেশের সবচেয়ে বড় ঝর্ণা কোনটি

বাংলাদেশের পার্বত্য অঞ্চলে অনেক গুলো ঝর্ণা ও ট্রেইল রয়েছে। এর মধ্যে ছোট বড় অর্ধ শতাধিক ঝর্ণা রয়েছে সীতাকুণ্ড ও মীরসরাই রেঞ্জে। আপনারা যারা ঝর্ণা ভালবাসেন তাদের মধ্যে অনেকে জানতে চাচ্ছেন বাংলাদেশের সবচেয়ে বড় ঝর্ণা কোনটি?

আজকের আর্টিকেলে বাংলাদেশের সবচেয়ে বড় ঝর্ণার নাম এবং বিস্তারিত তথ্য উল্লেখ করবো। যাতে আপনারা খুব সহজে ঝর্ণার সম্পর্কে জানতে পারেন।

বাংলাদেশের সবচেয়ে বড় ঝর্ণা কোনটি

  • (ক) সহস্রধারা ঝর্ণা
  • (খ) খৈয়াছড়া ঝর্ণা
  • (গ) নাপিত্তাছড়া ঝর্ণা
  • (ঘ) কমলদহ ঝর্ণা

সঠিক উত্তর: খৈয়াছড়া ঝর্ণা

বিস্তারিত: বর্তমানে বাংলাদেশে যত গুলো ঝর্ণা রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় খৈয়াছড়া ঝর্ণা। এই ঝর্ণায় বড় বড় ৯ টি ধাপ রয়েছে ও অনেক গুলো বিচ্ছিন্ন ধাপ রয়েছে। খৈয়াছড়া ইউনিয়নে এই ঝর্ণার অবস্থানের কারণে এর নামকরণ করা হয়েছে খৈয়াছড়া ঝর্ণা।

BM Khalid Hasan Sujon

স্থানীয় মানুষের মতে প্রায় ৫০ বছর আগে থেকে এই ঝর্ণাটি প্রবাহিত হচ্ছে। জনমানবহীন পাহাড়ি এলাকায় ঝোপের আড়ালে আধিক্যের জন্য এটির অবস্থান আবিস্কারে অনেকটা সময় লেগেছে। তবে ধারণা করা হয় প্রায় ৫০ বছর আগে পাহাড়ি ঢলের ফলে এই ঝর্ণাটি তৈরি হয়। পূর্বে এখানে ঝর্ণাটি ছিলো না।

মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া বাজারের উত্তর পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৪.২ কিলোমিটার পূর্বে এই ঝর্ণার অবস্থান। ঝর্ণাটি পাহাড়ের ভেতর অবস্থিত হওয়ায় সরাসরি কোনো যানবাহনে এখানে পৌঁছানো সম্ভব না। তাই পর্যটকদের পায়ে হেঁটে এখানে পৌঁছাতে হবে। 

২০১০ সালে সরকার বারৈয়াঢালা ব্লক থেকে কুঞ্জের হাট (বড়তাকিয়া) ব্লকের ২৯৩৩.৬১ হেক্টর পাহাড়কে বাংলাদেশ সরকার জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করায় খৈয়াছড়া ঝর্ণা জাতীয় উদ্যানের আওতায় অন্তর্ভুক্ত হয়। এই ঝর্ণাকে কেন্দ্র করে ইকো-ট্যুরিজম উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে বন বিভাগ।

Similar Posts