alternatetext
বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ও উচ্চতা কত

বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ও উচ্চতা কত

আমাদের মধ্যে অনেকে জানতে চাচ্ছেন বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ও উচ্চতা কত? আজকের ভ্রমণ টিপসে আপনাদের জানাবো বাংলাদেশের সবচেয়ে বড় শৃঙ্গের নাম কি এবং এই শৃঙ্গের উচ্চতা কত ফুট।

বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ও উচ্চতা কত

  • (ক) কেওক্রাডং
  • (খ) তাজিংডং (বিজয়)
  • (গ) সাকা হাফং
  • (ঘ) সীতাকুণ্ড

সঠিক উত্তর: তাজিংডং (বিজয় নামে পরিচিত)

বিস্তারিত: তাজিংডং (বিজয় নামে পরিচিত) বাংলাদেশের একটি পর্বতশৃঙ্গ। সরকারিভাবে এই পর্বতশৃঙ্গ বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এটি বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বান্দরবান জেলার জেলার রুমা উপজেলার সাইচল পর্বতসারিতে অবস্থিত।

তাজিংডং পর্বতশৃঙ্গ উচ্চতা ৪২০০ ফুট বা ১,২০০ মিটার হলেও এর প্রকৃত উচ্চতা ৭৯০ মিটার। এটি বান্দরবান জেলার রুমা উপজেলার সদর থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে অবস্থিত। এই পর্বতের পাশে সিম্পলম্পি পাড়া নামে একটি উপজাতি পল্লী রয়েছে।

BM Khalid Hasan Sujon

স্থানীয় উপজাতীয়দের ভাষায় তাজিং শব্দের অর্থ বড এবং ডং শব্দের অর্থ পাহাড়। এই দুইটি শব্দের থেকে তাজিংডং পর্তবের নামকরণ করা হয়েছে। বাংলাদেশ সরকার এই শৃঙ্গের নাম বিজয় পর্বত নামে সম্বোধন করা হয়।

আরো পড়ুন

Similar Posts