alternatetext
বাংলাবান্ধা জিরো পয়েন্ট

বাংলাবান্ধা জিরো পয়েন্ট, তেঁতুলিয়া, পঞ্চগড়

বাংলাবান্ধা জিরো পয়েন্ট (Banglabandha zero point) ও বাংলাবান্ধা স্থলবন্দর বাংলাদেশের সর্বোত্তরের তেঁতুলিয়া উপজেলার ১ নং বাংলাবান্ধা ইউনিয়নে অবস্থিত। তেঁতুলিয়া ডাকবাংলো থেকে বাংলাবান্ধা জিরো পয়েন্টের দূরত্ব ২৭ কিলোমিটার। এটাই বাংলাদেশের শেষ সীমানা, এরপর থেকে ভরতের বর্ডার শুরু।

১৯৯৭ সালে মহানন্দা নদীর তীরে জিরো (0) পয়েন্টে প্রায় ১০ একর জায়গায় বাংলাবান্ধা স্থলবন্দর নির্মিত হয়। এই স্থালবন্দর দিয়ে নেপাল, ভুটান ও ভারতের সাথে পণ্য আমদানি রপ্তানি করা হয়। এটি বাংলাদেশের একমাত্র স্থলবন্দর যার মাধ্যমে তিনটি দেশের সাথে যোগাযোগ স্থাপন ও পণ্য বিনিময় করা যায়।

বাংলাবান্ধা স্থলবন্দর থেকে ভারতের শিলিগুড়ি শহরের দূরত্ব মাত্র ৭ কিলোমিটার, দার্জিলিংয়ের দূরত্ব ৫৮ কিলোমিটার এবং নেপালের কাকরভিটা সীমান্তের দূরত্ব মাত্র ৩০ কিলোমিটার। দূরত্ব কম হওয়ায় বাংলাবান্ধা জিরো পয়েন্ট স্থলবন্দর সড়ক পথ দিয়ে বাংলাদেশ-ভারত-নেপাল-ভুটান যাতায়াত করার গুরুত্বপূর্ণ ট্রানজিট হয়ে উঠছে।

আপনি যখন বাংলাবান্ধা জিরো পয়েন্ট যাবেন তখন দেখতে পাবেন ইট পাথর দিয়ে নির্মান করা বিশালাকৃতির একটি জিরো। তখন আপনি নিজেকে উপলব্ধি করবেন জিরো (0) পয়েন্ট বাংলাদেশের সর্বোত্তরের শেষ সীমানায় চলে এসেছেন। এটাই বাংলাদেশের শেষ সীমানা, এরপর থেকে ভারতের সীমানা শুরু।

BM Khalid Hasan Sujon

বাংলাবান্ধা জিরো পয়েন্ট কিভাবে যাবেন

বাংলাবান্ধা জিরো (0) পয়েন্ট যাওয়ার জন্য প্রথমে আপনাকে যেতে হবে তেঁতুলিয়া উপজেলায়। তেঁতুলিয়া উপজেলা শহর থেকে বাংলাবান্ধা জিরো পয়েন্টের দূরত্ব ১৮ কিলোমিটার। তেঁতুলিয়া উপজেলা সহর থেকে অটোরিকশা বা সিএনজি করে জিরো পয়েন্ট যেতে পারবেন। জনপ্রতি ভাড়া ৪৫ টাকা।

বাসে ঢাকা-তেঁতুলিয়া

বাসে ঢাকা থেকে সরাসরি তেঁতুলিয়া যেতে গাবতলী বাস টার্মিনাল থেকে হানিফ বা বাবুল পরিবহনে তেঁতুলিয়া যেতে পারবেন। এসি নন এসি বাস ভেদে জনপ্রতি ভাড়া ১,১০০ টাকা থেকে ১,৯০০ টাকার মধ্যে।

BM Khalid Hasan Sujon

বাসে ঢাকা-পঞ্চগড়

বাসে ঢাকা থেকে সরাসরি পঞ্চগড় যেতে গাবতলী বাস টার্মিনাল থেকে হানিফ, তানযিলা, নাবিল, বরকত ট্রাভেল পরিবহনে পঞ্চগড় যেতে পারবেন। এসি নন এসি বাস ভেদে জনপ্রতি ভাড়া ১,১০০ টাকা থেকে ১,৯০০ টাকার মধ্যে। পঞ্চগড় থেকে বাসে তেঁতুলিয়া উপজেলা শহরে যেতে পারবেন। জনপ্রতি বাস ভাড়া ৮০ টাকা।

ট্রেনে ঢাকা-পঞ্চগড়

ট্রেনে ঢাকা থেকে পঞ্চগড় যেতে কমলাপুর রেলস্টেশন থেকে পঞ্চগড় এক্সপ্রেস, একতা এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে পঞ্চগড় যেতে পারবেন। ভাড়া জনপ্রতি শোভান চেয়ার ৬৯৫ টাকা, এসি চেয়ার (স্নিগ্ধা) ১,৩৩৪ টাকা, এসি কেবিন (বার্থ) ২,৩৯৮ টাকা। যেতে সময় লাগে ১০ ঘন্টার একটু বেশি।

BM Khalid Hasan Sujon

কোথায় থাকবেন

বাংলাবান্ধা জিরো (0) পয়েন্ট বেড়াতে গিয়ে রাত্রিযাপন করার জন্য তেঁতুলিয়া উপজেলায় আবাসিক হোটেল গুলোতে থাকতে হবে। কম খরচে তেতুলিয়া আবাসিক হোটেল গুলোতে থাকতে পারবেন। নিচে উল্লেখযোগ্য কয়েকটি আবাসিক হোটেলের নাম উল্লেখ করা হল।

  • তেতুলিয়া স্কায়ার আবাসিক হোটেল।
  • তেঁতুলিয়া বাস টার্মিনাল সংলগ্ন, তেতুলিয়া।
  • যোগাযোগ: 01957-263217
  • আয়াত আবাসিক হোটেল
  • জিয়ানগড়, তেঁতুলিয়া
  • যোগাযোগ: 01718-928073
  • কাজী ব্রাদার্স আবাসিক
  • তেঁতুলিয়া চৌরাস্তা মোড়, তেঁতুলিয়া
  • যোগাযোগ: 01717-095340
  • হোটেল সীমান্তের পাড় আবাসিক
  • বিহারীপাড়া রোড (কলোনীপাড়া), তেঁতুলিয়া
  • যোগাযোগ: 01744-877351
  • দোয়েল আবাসিক হোটেল
  • চৌরাস্তা বাজার, তেঁতুলিয়া
  • যোগাযোগ: 01715-650634
  • হোটেল কাঞ্চনজঙ্ঘা আবাসিক
  • তেঁতুলিয়া বাস টার্মিনাল সংলগ্ন, তেঁতুলিয়া
  • যোগাযোগ: 01810-829282

কোথায় খাবেন

তেঁতুলিয়া উপজেলা শহরে খাবার জন্য বেশ কয়েকটি বাঙ্গালী খাবার হোটেল রয়েছে। সেখান থেকে কম টাকায় পছন্দের খাবার খেতে পারবেন।

ভালো খাবার খেতে চাইলে পঞ্চগড় শহরে যেতে হবে। সেখানে ভালো মানের কয়েকটি খাবার হোটেল রয়েছে। এর মধ্যে হোটেল মৌচাক, হোটেল নিরিবিলি, হোটেল করোটিয়া ইত্যাদি।

আরো পড়ুন

Similar Posts