alternatetext
বান্দরবান হোটেল ভাড়া

বান্দরবান হোটেল ভাড়া ও রিসোর্ট ভাড়া, যোগাযোগ তথ্য

আপনারা যারা বান্দরবান ভ্রমণে গিয়ে রাত্রিযাপন করার জন্য হোটেল ও রিসোর্ট খুঁজছেন এবং ভাড়া সম্পর্কে জানতে চাচ্ছেন তাদের জান্য আজকের আর্টিকেলে বান্দরবান হোটেল ভাড়া ও রিসোর্ট ভাড়া (Bandarban hotel price) নিয়ে বিস্তারিত তথ্য আলোচনা করবো।

প্রকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবানকে বলা হয় পাহাড়ি কন্যা। উঁচু নিচু পাহাড়, লেক, ঝর্ণা, খুম, সর্বোচ্চ শৃঙ্গ ও মেঘ ছুঁড়ে দেখার ইচ্ছা থাকলে আপনাকে বান্দরবান যেতে হবে।

বান্দরবানের সৌন্দর্য এক দিনে দেখা সম্ভব নয়। তাই আপনার হাতে সময় নিয়ে বান্দরবান এসে থাকতে হবে এবং বান্দরবানের বিভিন্ন দর্শনীয় স্থান সমূহ ঘুরে দেখতে হবে।

বান্দরবান থাকার জন্য অনেক হোটেল ও রিসোর্ট গড়ে তোলা হয়েছে। রিসোর্ট গুলো সব শহরের বাহিরে ৩-৪ কিলোমিটারের মধ্যে। আর হোটেল গুলো সব শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত।

BM Khalid Hasan Sujon

এক নজরে সম্পূর্ণ লেখা

বান্দরবান হোটেল ভাড়া ও রিসোর্ট ভাড়া (Bandarban hotel price)

সময়ের সাথে হোটেল ও রিসোর্ট ভাড়া অনেক সময় পরিবর্তন হয়। তাই অগ্রিম হোটেল ভাড়া করার আগে অবশ্যই ভালো করে জেনে বুঝে হোটেল ভাড়া করবেন। আর যারা হোটেল গিয়ে ভাড়া নিবেন তারা আগে রুম দেখে পছন্দ হলে দামাদামি করে ভাড়া ঠিক করবেন।

তাছাড়া অনেক সময় হোটেল ও রিসোর্ট ভাড়ার উপর ডিসকাউন্ট অফার থাকে। যদি ডিসকাউন্ট অফার থাকে তাহলে নেওয়া চেষ্টা করবেন। সব সময় নজর দিবেন কম খরচে প্যাকেজ গুলোর উপর।

নীলগিরি হিল রিসোর্ট (Lilgiri Hill Resort)

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২৪০০ ফুট উচ্চতায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত নীলগিরি হিল রিসোর্ট। এই রিসোর্ট থেকে আপনি সকালে মেঘের খেলা দেখতে পাবেন এবং হাতে মেঘ ছুঁটে পাবেন।

BM Khalid Hasan Sujon

এখানে মোট ৮ টি কটেজ রয়েছে। এ গুলোর মধ্যে নীলাঞ্জনা, মেঘদূত, আকাশলীনা, মারুইপ্রে, মরুইফং, মারমা, ইনছায়া ও ইখিয়াই। এখানে প্রত্যেক রাতের জন্য কটেজ ভাড়া ৬,০০০ থেকে ১৩,০০০ টাকা পর্যন্ত।

কটেজ বুকিং করার জন্য সেনাবাহিনীর অফিসার লেভেলের কারো রেফারেন্স দিতে হবে। এছাড়া বুকিং এর জন্য অগ্রিম এক থেকে দেড়মাস আগে বুকিং করতে হবে।

যোগাযোগ তথ্য

সাইরু হিল রিসোর্ট (Sairu Hill Resort)

বান্দরবান সহ বাংলাদেশের সেরা রিসোর্ট গুলোর মধ্যে সাইরু হিল রিসোর্ট অন্যতম। বান্দরবান শহর থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে প্রকৃতিক চমৎকার পরিবেশে ও পাহাড়ের ঢালে এই রিসোর্টের অবস্থান। বান্দরবান থেকে রিসোর্টে যাবার পথে চিম্বুক পাহাড় দেখতে পাবেন। এই রিসোর্টে আধুনিক সকল সুযোগ সুবিধা পাবেন।।

এখানে বিভিন্ন ক্যাটাগরির কটেজ ভাড়া পাবেন। এগুলো মধ্যে সাঙ্গু ভিউ, প্রিমিয়ার, এক্সিকিউটিভ উল্লেখযোগ্য। প্রত্যেক রাতের জন্য কটেজ ভাড়া ১১,০০০ থেকে ২১,০০০ টাকা পর্যন্ত। এছাড়া বিভিন্ন সময় ডিসকাউন্ট অফার থাকে।

BM Khalid Hasan Sujon

যোগাযোগ তথ্য

হোটেল হিলটন বান্দরবান (Hotel Hillton Bandarban)

বান্দরবান শহর বাস টার্মিনালের পাশে হোটেল হিলটন অবস্থিত। আপনি যদি বান্দরবান শহরে রাত্রিযাপন করতে চান তাহলে হোটেল হিলটন আদর্শ স্থান। এখানে আধুনিক সকল সুবিধা সহ ৭০ টির বেশি এসি নন এসি রুম পাবেন। প্রত্যেক রাতের জন্য রুম ভাড়া ১,৬০০ টাকা থেকে ৪,৫০০ টাকা পর্যন্ত।

যোগাযোগ তথ্য

  • ঠিকানা: অফিসার্স ক্লাব, ইসলামপুর রোড, বান্দরবান ৪৬০০
  • মোবাইল নাম্বার: 01551-712111, 01747-626111
  • ল্যান্ড ফোন নাম্বার: 0361-63090
  • ফেসবুক পেজ

নীলাচল নীলাম্বর রিসোর্ট (Nilachal Nilambori Resort)

সমুদ্রপৃষ্ঠ থেকে ১,৬০০ ফুট উচ্চতায় এবং বান্দরবান শহর থেকে ৬ কিলোমিটার দূরে নীলাচল নীলাম্বর রিসোর্ট অবস্থিত। এখান থেকে সারা বছর মেঘ দেখা যায়। এছাড়া নীলাচল পর্যটন কেন্দ্র থেকে সাঙ্গু নদী ও বান্দরবান শহরের দালানকোঠা দেখা যায়।

এই রিসোর্টে মোট ৩ টি কটেজ ও ৬ টি রুম রয়েছে। প্রত্যেক রাতের জন্য রুম ভাড়া ৪,০০০ টাকা। রুমে এক্সটা মানুষ থাকতে চাই অতিরিক্ত ফি প্রদান করতে হবে।

যোগাযোগ তথ্য

  • ঠিকানা: পর্যটন কমপ্লেক্স, নীলাচল রোড, বান্দরবান
  • মোবাইল নাম্বার: 01551-444000, 01770-232625
  • ইমেইল: Saidulbban@gmail.com
  • ফেসবুক পেজ

হলিডে ইন রিসোর্ট (Holiday Inn Resort)

বান্দরবান শহর থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে মেইন রোডের পাশে হলিডে ইন রিসোর্ট অবস্থিত। নিরিবিলি পাহাড় ঘেরা প্রকৃতিক পরিবেশে এই রিসোর্ট তৈরি করা হয়েছে।

এখানে বিভিন্ন ক্যাটাগরির কটেজ রয়েছে। এই কটেক গুলো হল আর্জুনতলা, আর্জুনতলা ফ্যামেলি, কেওক্রাডং, চান্দ্রিমা, চিম্বুক ও লেক লাভার কটেজ। প্রত্যেক রাতের জন্য কটেজ ভাড়া ৩,২০০ থেকে ৬,০০০ টাকা পর্যন্ত।

যোগাযোগ তথ্য

হোটেল নাইট হ্যাভেন (Hotel Night Heaven)

বান্দরবান শহর থেকে ৫ কিলোমিটার দূরে মেঘলা পর্যটন কমপ্লেক্স এর পাশে অবস্থিত হোটেল নাইট হ্যাভেন। এখানে আধুনিক সকল সুবিধা সহ ২৪ ঘন্টা রুম সার্ভিস, ওয়াই-ফাই, ওয়েলকাম ড্রিংক, বিনামূল্যে সকালের নাস্তা পাবেন। 

এখানে এসি নন-এসি ৫ টি ক্যাটাগরির রুম ভাড়া পাবেন। প্রত্যেক রাতের জন্য রুম ভাড়া ২,২০০ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত। এছাড়া রয়েছে কনফারেন্স হল, যা ৫০ জনের ধারণ ক্ষমতা সম্পূর্ণ।

যোগাযোগ তথ্য

ঢাকা অফিস

  • ঠিকানা: প্লট-১৬, রোড-১/এ, সেক্টর-১৩, উত্তরা, ঢাকা – ১২৩০
  • মোবাইল নাম্বার: 01858-933273
  • ইমেইল: mailto:nightheaven365@gmail.com

গ্রিন পিক রিসোর্ট (Green Peak Resort)

বান্দরবান শহর থেকে ৪ কিলোমিটার দূরে মেঘলা পর্যটন কেন্দ্র পার হয়ে ৫০০ মিটার গিয়ে রাস্তার উল্টো পাশে এই গ্রিন পিক রিসোর্টের অবস্থান। এখানে সুইমিং পুল, মাল্টিকুইজিন রেস্তোরাঁ, এসি রুম সহ আধুনিক সব সুবিধা পাবেন।

এই রিসোর্টে সিঙ্গেল, ডাবল, কাপল, ফ্যামেলি সহ আরো বিভিন্ন ক্যাটাগরির রুম পাবেন। প্রত্যেক রাতের জন্য রুম ভাড়া ৬,০০০ টাকা থেকে ১১,৫০০ টাকা পর্যন্ত।

যোগাযোগ তথ্য

  • ঠিকানা: গ্রিন পিক রিসোর্ট, মেঘলা পর্যটন কেন্দ্র এলাকা (টিটিসির বিপরীতে), বান্দরবান
  • মোবাইল নাম্বার: 01845-776633, 0361-62393
  • ফেসবুক পেজ

ফানুস রিসোর্ট (Fanush Resort)

বান্দরবান শহর থেকে ৪ কিলোমিটার দূরে নীলাচল এর পাশে অবস্থিত ফানুস রিসোর্ট। ছিমছাম সাজানো গুছানো সুন্দর পরিবেশে এই রিসোর্টটি তৈরি করা হয়েছে। যে কারোও প্রথম দেখাতে ভালো লাগবে।

এই রিসোর্টে কয়েকটি ক্যাটাগরির রুম রয়েছে। বিভিন্ন ক্যাটাগরির রুমে প্রতি রাতের জন্য রুম ভাড়া ১,৭৫০ টাকা থেকে ৪,০০০ টাকা পর্যন্ত।

যোগাযোগ তথ্য

  • ঠিকানা: ফানুস রিসোর্ট, বান্দরবান নীলাচল এইচডি, বান্দরবান, বাংলাদেশ
  • মোবাইল নাম্বার: 01845-779999
  • ইমেইল: fanushresort.bandarban@gmail.com
  • ফেসবুক পেজ

মিলনছড়ি হিলসাইড রিসোর্ট (Milonchori Hillside Resort)

বান্দরবান শহর থেকে ৪ কিলোমিটার দূরে চিম্বুক যাওয়ার রাস্তা দিয়ে এগিয়ে গেলে মিলনছড়ি হিলসাইট রিসোর্ট দেখতে পাবেন। রিসোর্ট থেকে দেখতে পাবেন দিগন্তজোড়া পাহাড়ের সারি আর সাপের মতো এঁকেবেঁকে চলা সাঙ্গু নদী।

এখানে থাকার জন্য ৫ বেডের একটি ডর্মেটরি রুম রয়েছে, যার ভাড়া ১,৮০০ টাকা। ১০ বেডের ডর্মেটরি রুমের ভাড়া ৩,০০০ টাকা। এসি নন-এসি কটেজ ভেদে প্রত্যেক রাতের জন্য ভাড়া ২,৫০০ থেকে ৫,৫০০ টাকা পর্যন্ত।

যোগাযোগ তথ্য

  • ঠিকানা: মিলনছড়ি, চিম্বুক রোড, বান্দরবান
  • মোবাইল নাম্বার: 01777-739289

হিল প্যালেস রিসোর্ট (Hill Palace Resort)

চট্টগ্রাম-বান্দারবান হাইওয়ে ধরে ৪ কিলোমিটার দূরে বান্দরবান মেঘলা পর্যটন কমপ্লেক্স এর পাশে হিল প্যালেস রিসোর্ট অবস্থিত। এই রিসোর্টের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, যেখানে পছন্দের বাঙ্গালী খাবার খেতে পারবেন।

এখানে বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে। প্রত্যেক রাতের জন্য রুম ভাড়া ২,০০০ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত।

যোগাযোগ তথ্য

হোটেল প্লাজা বান্দরবান (Hotel Plaza Bandarban)

যারা বান্দরবান ভ্রমণে গিয়ে শহরে রাত্রিযাপন করতে চাচ্ছেন তাদের জন্য আদর্শ স্থান হোটেল প্লাজা বান্দরবান। এখানে থাকার পাশাপাশি খাবার জন্য তাদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে। রুম বুকিং করলে পাবেন কমপ্লিমেন্ট ব্রেকফাস্ট। সন্ধ্যায় থাকছে বারবিকিউ পার্টির ব্যবস্থা।

হোটেল প্লাজায় থাকার জন্য বিভিন্ন ক্যাটাগরির এসি নন-এসি রুম পাবেন। প্রত্যেক রাতের জন্য রুম ভাড়া ২,৬৪৫ টাকা থেকে ৬,৩২৫ টাকা পর্যন্ত। এছাড়া ১০০ আসন বিশিষ্ট কনফারেন্স হল রয়েছে। 

যোগাযোগ তথ্য

  • ঠিকানা: ৭ নং ওয়ার্ড, আর্মি পাড়া, বান্দরবান
  • মোবাইল নাম্বার: 01678-060273, 01678-060107
  • টেলিফোন নাম্বার: 02333302278
  • ইমেইল: info@plazabandarban.com
  • ওয়েবসাইট

হোটেল হিল কুইন (Hotel Hill Queen)

বান্দরবান শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত হোটেল হিল কুইন। এখানে থাকার পাশাপাশি খাবার জন্য নিজস্ব রেস্টুরেন্ট ব্যবস্থা রয়েছে। এছাড়া অফিসিয়াল মিটিং করার জন্য কনফারেন্স হল রয়েছে।

এসি নন-এসি বিভিন্ন ক্যাটাগরির রুম ভাড়া ১,২০০ টাকা থেকে ৬,০০০ টাকা পর্যন্ত। হোটেল হিলটন ও হোটেল হিল কুইন একই মালিকানা।

যোগাযোগ তথ্য

  • ঠিকানা: বান্দরবান সিটি কর্পোরেশন অফিসের বিপরীত পাশে, বান্দরবান
  • মোবাইল নাম্বার: 01714-368349
  • ফেসবুক পেজ

ভেনাস রিসোর্ট (Venus Resort)

বান্দরবান শহর থেকে ৪ কিলোমিটার দূরে মেঘলা পর্যটন কেন্দ্র এর পাশে পাহাড়ের চূড়ায় ভেনাস রিসোর্ট অবস্থিত। পাহাড়ের চূড়ায় প্রকৃতিক সৌন্দর্যের মাঝে ছোট বড় কয়েকটি ভাস্কর্য দিয়ে সাজানো হয়েছে এই রিসোর্টটি।

এই রিসোর্টের নিজস্ব রেস্টুরেন্ট ব্যবস্থা রয়েছে। যেখান থেকে বাঙালি ও দেশি খাবার খেতে পারবেন। এখানে বিভিন্ন ক্যাটাগরির আধুনিক সব রুম রয়েছে। প্রত্যেক রাতের জন্য রুম ভাড়া ৩,৮০০ থেকে ১৫,০০০ টাকা পর্যন্ত।

যোগাযোগ তথ্য

হোটেল হিল ভিউ (Hotel Hill View)

বান্দরবান শহরের প্রবেশ মুখে বাস টার্মিনাল এর পাশে হোটেল হিল ভিউ অবস্থিত। বান্দরবান শহরের সবচেয়ে বড় আবাসিক হোটেল এটি। এই হোটেলে রেস্টুরেন্ট, কনফারেন্স হল, নিজস্ব পরিবহন ব্যবস্থা সহ আরো বিভিন্ন ধরনের সুবিধা পাবেন।

এখানে এসি নন-এসি সব ধরনের রুম পাবেন। রুম ভেদে প্রত্যেক রাতের জন্য ভাড়া ১,৮০০ টাকা থেকে ৯,০০০ টাকা পর্যন্ত।

যোগাযোগ তথ্য

বন নিবাস হিল রিসোর্ট (Bono Nibas Hill Resort)

বান্দরবান শহর থেকে থানচি সড়কের ৩ কিলোমিটারের মধ্যে বন নিবাস হিল রিসোর্ট অবস্থিত। এখানে এসি নন-এসি বিভিন্ন ক্যাটাগরির কটেজ রয়েছে। এই কটেজ গুলো হল ব্যাম্বো, ধনেশ, মাথুরা, নিবাস, মনপুরা, নৌকা,জোনাকি।

এই কটেজ গুলোতে প্রত্যেক রাতের জন্য রুম ভাড়া ২,৮০০ টাকা থেকে ৫,৬০০ টাকা পর্যন্ত।

যোগাযোগ তথ্য

ফরেস্ট হিল রিসোর্ট (Forest Hill Resort)

বান্দরবান শহর থেকে ৩ কিলোমিটারের মধ্যে থানচি রোডে মিলনছড়ি পাহাড়ের গায়ে গড়ে তুলেছে ফরেস্ট হিল রিসোর্ট। এই রিসোর্টের নিজস্ব রেস্টুরেন্ট ও পরিবহন ব্যবস্থা রয়েছে। রুমের বারান্দা থেকে দেখতে পাবেন দিগন্ত জোড়া ভিউ।

এই রিসোর্ট ফ্যামেলি স্যুইট, ডিলাক্স স্যুইট ও ফ্যামেলি কটেজ সহ আরো বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে। বিভিন্ন কটেজ ভেদে প্রত্যেক রাতের ভাড়া ৩,০০০ টাকা থেকে ১০,০০০ টাকা পর্যন্ত।

যোগাযোগ তথ্য

হোটেল গ্রীনল্যান্ড (Hotel Green Land)

বান্দরবান শহর পোস্ট অফিসের পাশে হোটেল গ্রীনল্যান্ড অবস্থিত। যারা কম খরচে বান্দরবান হোটেলে রাত্রিযাপন করতে চাচ্ছেন তাদের জন্য আদর্শ স্থান। এই হোটেলে পরিবহন ব্যবস্থা, জেনারেটর সার্ভিস, কনফারেন্স হল চিকিৎসা সেবা আরো বিভিন্ন ধরনের সুবিধা পাবেন।

এখানে বিভিন্ন ক্যাগাটরির রুমে প্রত্যেক রাতের জন্য ভাড়া ১,৫০০ টাকা থেকে ৩,০০০ টাকা পর্যন্ত।

যোগাযোগ তথ্য

  • ঠিকানা: বান্দরবান শহর পোস্ট অফিসের পাশে, হাফিজঘোনা, বান্দরবান
  • মোবাইল নাম্বার: 01845-995575
  • ফেসবুক পেজ

হোটেল রিভার ভিউ (Hotel River View)

যারা বান্দরবান শহরের রাত্রিযাপন করতে চাচ্ছেন তাদের জন্য হোটেল রিভার ভিউ আদর্শ স্থান। সাঙ্গু নদীর তীরে গড়ে তোলা হয়েছে এই হোটেলটি। হোটেলের ছাদে দাঁড়িয়ে বান্দরবান শহর ও সাঙ্গু নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

এই হোটেলে বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে। রুম ভেদে প্রত্যেক রাতের জন্য ভাড়া ১,৬০০ টাকা থেকে ৬,০০০ টাকা পর্যন্ত।

যোগাযোগ তথ্য

  • ঠিকানা: বীর বিক্রম রোড (বান্দরবান বিশ্ববিদ্যালয় এর পাশে), বান্দরবান
  • মোবাইল নাম্বার: 01601-649199
  • ফেসবুক পেজ

হোটেল ফোর স্টার (Hotel Four Star)

বান্দরবান শহরের জনতা ব্যাংকের পাশে অবস্থিত হোটেল ফোর স্টার। যারা কম খরচে বান্দরবান শহরে রাত্রিযাপন করতে চাচ্ছেন তাদের জন্য আদর্শ স্থান। প্রত্যেক রাতের জন্য রুম ভাড়া ১,০০০ টাকা থেকে ৩,০০০ টাকা পর্যন্ত।

যোগাযোগ তথ্য

  • ঠিকানা: জনতা ব্যাংকের পাশে, বান্দরবান
  • মোবাইল নাম্বার: 01676-192182
  • ফেসবুক পেজ

পর্যটন মোটেল (Parjatan Motel)

বাংলাদেশ প্রত্যেকটি ভ্রমণ স্থানে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পর্যটন হোটেল-মোটেল রয়েছে। বান্দরবান শহর থেকে ৪ কিলোমিটার দূরে মেঘলা পর্যটন কেন্দ্র এর পাশে পর্যটন মোটেল অবস্থিত।

এখানে বিভিন্ন ক্যাটাগরির রুম, ১০০ আসন বিশিষ্ট কনফারেন্স হল, সকালের নাস্তা ও অতিরিক্ত টাকার বিনিময় এক্সট্রা বেড নিতে পারবেন। রুম ভেদে প্রত্যেক রাতের জন্য ১,৫০০ টাকা থেকে ৫,৪০০ টাকা পর্যন্ত।

আরো পড়ুন

Similar Posts