বিজয় এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা

বিজয় এক্সপ্রেস (Bijoy Express) বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত একটি আন্তঃনগর ট্রেন। ২০১১ সালের ১৯ শে ডিসেম্বর বিজয় এক্সপ্রেস ট্রেনের শুভ উদ্বোধন করা হয়। ট্রেনটি চট্টগ্রাম রেলস্টেশন থেকে জামালপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করে। ট্রেনটি চট্টগ্রাম টু জামালপুর রুটে প্রথম আন্তঃনগর ট্রেন।

বিজয় এক্সপ্রেস ট্রেন উদ্বোধন করার পর থেকে চট্টগ্রাম রেলস্টেশন থেকে ময়মনসিংহ রেলস্টেশন পর্যন্ত চলাচল করতো। পরবর্তীতে ২০২৩ সালের ১ লা ডিসেম্বর জামালপুর পর্যন্ত বর্ধিত করা হয়। চট্টগ্রাম থেকে যাত্রাপথে ট্রেনটি ফেনী, কুমিল্লা, ব্রাক্ষণবাড়িয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ ও জামালপুর জেলাকে সংযুক্ত করেছে।

আপনি যদি চট্টগ্রাম থেকে জামালপুর বিজয় এক্সপ্রেস ট্রেনে যেতে চান তাহলে বিজয় এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, ভাড়ার তালিকা, সাপ্তাহিক বন্ধের দিন, কোন কোন স্টেশনে যাত্রাবিরতি করে এবং ট্রেন এখন কোথায় আছে সহ বিস্তারিত তথ্য জেনে নিন।

বিজয় এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

ট্রেনের সময়সূচী পরিবর্তনশীল। বাংলাদেশ রেলওয়ে কর্তৃক বিজয় এক্সপ্রেস ট্রেনের নতুন সময়সূচী অনুযায়ী বিজয় এক্সপ্রেস (ট্রেন নং ৭৮৫) প্রতি মঙ্গলবার বাদে চট্টগ্রাম থেকে সকাল ০৯:১৫ মিনিটে ছেড়ে সন্ধ্যা ০৬:২৫ মিনিটে জামালপুর পৌঁছায়।

আবার বিজয় এক্সপ্রেস (ট্রেন নং ৭৮৬) প্রতি মঙ্গলবার বাদে জামালপুর রেলস্টেশন থেকে রাত ০৮:১০ মিনিটে ছেড়ে ভোর ০৫:০০ চট্টগ্রাম রেলস্টেশন পৌঁছায়। এই ট্রিপে সময় লাগে প্রায় ৮ থেকে ৯ ঘন্টার মতো।

ট্রেন নংস্টেশন নামযাত্রার সময়পৌঁছানোর সময়সাপ্তাহিক বন্ধ
৭৮৫চট্টগ্রাম টু জামালপুরসকাল ০৯:১৫ মিনিটসন্ধ্যা ০৬:২৫ মিনিটমঙ্গলবার
৭৮৬জামালপুর টু চট্টগ্রামরাত ০৮:১০ মিনিটভোর ০৫:০০মঙ্গলবার

বিজয় এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা

বিজয় এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ার, স্নিগ্ধা, এসি এবং এসি বার্থ সিট ক্লাস রয়েছে। টিকেট মূল্য শোভন চেয়ার ৫২৫ টাকা, স্নিগ্ধা ১,০০৭ টাকা, এসি বার্থ ১,২০৮ টাকা এবং এসি ১,৮০৫ টাকা।

আসন বিভাগটিকেট মূল্য (১৫% ভ্যাট)
শোভন চেয়ার৫২৫ টাকা
স্নিগ্ধা১,০০৭ টাকা
এসি বার্থ১,২০৮ টাকা
এসি সিট১,৮০৫ টাকা

বাংলাদেশ রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন টিকেট বুকিং করতে পারবেন। অনলাইন টিকেট বুকিং করার ক্ষেত্রে ১৫% ভ্যাট এবং ২০ টাকা অতিরিক্ত ভাড়া প্রযোজ্য হবে। আপনি চাইলে চট্টগ্রাম বা জামালপুর রেলস্টেশন থেকে সরাসরি ট্রেনের টিকেট কাটতে পারবেন।

BM Khalid Hasan Sujon

বিজয় এক্সপ্রেস কোন কোন স্টেশনে যাত্রাবিরতি করে এবং সময়সূচী

যাত্রাপথে ট্রেনটি নিচে উল্লেখ করা রেলস্টেশন গুলোতে যাত্রাবিরতি দেয়।

যাত্রাবিরতি স্টেশন নামচট্টগ্রাম থেকে (৭৮৫)জামালপুর থেকে (৭৮৬)
ভাটিয়া রেলস্টেশন০৯:১৯০৪:৩০
ফেনী রেলস্টেশন১০:৩৯০৩:২০
লাকসাম রেলস্টেশন১১:১৮০২:৩৭
কুমিল্লা রেলস্টেশন১১:৪২০২:১৩
আখাউড়া রেলস্টেশন১২:৩৫১৩:২৫
ভৈরব বাজার রেলস্টেশন১৩:১২০০:৩৭
সরারচর রেলস্টেশন১৩:৪৬০০:০৫
কিশোরগঞ্জ রেলস্টেশন১৪:২৭২৩:২৫
গৌরীপুর রেলস্টেশন১৫:৩২২২:০৩
ময়মনসিংহ রেলস্টেশন০৪:৩০০৯:৪০
পিয়ারপুর রেলস্টেশন০৫:১২০৮:৪৫
জামালপুর রেলস্টেশন০৬:২৫০৮:১০

বিজয় এক্সপ্রেস সাপ্তাহিক বন্ধ

বিজয় এক্সপ্রেস সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার। প্রতি মঙ্গলবার বাদে সপ্তাহের বাকি ৬ দিন নিয়মিত চলাচল করে।

বিজয় এক্সপ্রেস ট্রেন কোড কত

বিজয় এক্সপ্রেস চট্টগ্রাম টু জামালপুর ট্রেন কোড ৭৮৫ এবং বিজয় এক্সপ্রেস জামালপুর টু চট্টগ্রাম ট্রেন কোড ৭৮৬।

বিজয় এক্সপ্রেস ট্রেন এখন কোথায় আছে

মোবাইল ফোন দিয়ে বিজয় এক্সপ্রেস ট্রেন সহ সকল ট্রেনের অবস্থান ট্র্যাক করতে পারবেন এসএমএস সার্ভিসের মাধ্যমে। এজন্য আপনার মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন

BM Khalid Hasan Sujon

TR <স্পেস> ট্রেন নাম্বার বা ট্রেন কোড এবং পাঠিয়ে দিন 16318 নাম্বারে। ফিরতি এসএমএসে ট্রেনের অবস্থান জানতে পারবেন। এসএমএস চার্জ ৫.৫৬ টাকা।

উদাহরণ: TR 785 লিখে পাঠিয়ে দিবেন 16318 নম্বরে।

আরো পড়ুন