বেরাইন্না লেক কাপ্তাই, রাঙ্গামাটি
বেরাইন্না লেক কাপ্তাই (Berannye lake kaptai) রাঙ্গামাটি জেলার মগবান ইউনিয়নের বোরদম বাজার এলাকায় অবস্থিত। মূলত রাঙ্গামাটি জেলাতে কাপ্তাই লেক অন্তর্ভুক্ত উপজেলা সমূহ রাঙ্গামাটি সদর, কাপ্তাই, নানিয়ারচর, লংগদু, বাঘাইছড়ি, বরকল, জুরাছড়ি ও বিলাউছড়ি সহ খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার কিছু অংশ এই লেকের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে।
২০১৬ সালে হিল্লোল চাকমা ও তার তিন বন্ধু মিলে বেরাইন্না লেক শোর ক্যাফে চালু করেছিলেন। শুরুতে এতটা জনপ্রিয় না হলেও বর্তমানে পর্যটকদের কাছে অনেক জনপ্রিয় বেরাইন্না লেক। এই লেকের কটেজ থেকে প্রাণভরে উপভোগ করা যায় প্রকৃতির অপূর্ব সৌন্দর্য।
লেকের পানিতে নৌকা নিয়ে ঘুরে বেড়াবেন এবং লেকের আসল সৌন্দর্য উপভোগ করবেন। যারা প্রকৃতিক পরিবেশ ভালোবাসেন তাদের জন্য আদর্শ স্থান বেরাইন্না লেক।
কাপ্তাই হ্রদ দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে বড় মানুষ্যসৃষ্ট স্বাদু পানির হ্রদ। ছবির মতো সুন্দর এই কাপ্তাই লেকে অনেক পর্যটন স্পট রয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য বেরাইন্না লেক।
আজকের ভ্রমণ টিপসে আপনাদের জানাবো কাপ্তাই বেরাইন্ন লেকের সৌন্দর্য, কটেজ, খাওয়া-দাওয়া, কিভাবে যাবেন সহ বিস্তারিত ভ্রমণ গাইডলাইন সম্পর্কে।
যোগাযোগ তথ্য
- ঠিকানা: বোরদম বাজার, মগবান ইউনিয়ন, রাঙ্গামাটি-কাপ্তাই লিংক রোড, রাঙ্গামাটি, বাংলাদেশ।
- মোবাইল নাম্বার: 01732-332819
- ইমেইল: berannye@gmail.com
- ফেসবুক পেজ
বেরাইন্না লেক কাপ্তাই কিভাবে যাবেন
বেরাইন্না লেকে দুই ভাবে যাওয়া যায়, রাঙ্গামাটি থেকে এবং কাপ্তাই থেকে। নিচে দুই ভাবে যাওয়ার বিস্তারিত আলোচনা করা হল।
কাপ্তাই থেকে বেরাইন্না লেক
কাপ্তাই থেকে যাওয়ার জন্য চট্টগ্রাম বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে কাপ্তাই যাওয়ার বিরতিহীন গেট লক বাসে সরাসরি কাপ্তাই বাস টার্মিনাল যেতে পারবেন। জনপ্রতি বাস ভাড়া ৮০ টাকা। কাপ্তাই বাস টার্মিনাল থেকে সিএনজি করে বেরাইন্না লেকে যেতে পারবেন।
আবার চট্টগ্রাম বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে রিজার্ভ প্রাইভেটকার রিজার্ভ ভাড়া নিয়ে সরাসরি বেরাইন্না লেক ঘুরে আসতে পারবেন। রিজার্ভ গাড়ি ভাড়া জনপ্রতি ৮,০০০ টাকা থেকে ৯,০০০ টাকা পর্যন্ত।
রাঙ্গামাটি থেকে বেরাইন্না লেক
বেরাইন্না লেক যাওয়ার জন্য প্রথমে রাঙ্গামাটি যেতে হবে। ঢাকা থেকে সরাসরি রাঙ্গামাটি যাওয়ার জন্য ঢাকার সায়েদাবাদ ও গাবতলী বাস টার্মিনাল থেকে হানিফ এন্টারপ্রাইজ, সোহাগ পরিবহন, এস আলম, গ্রীন লাইন, সৌদিয়া পরিবহনে রাঙ্গামাটি যেতে পারবেন। এসি নন এসি বাস ভেদে জনপ্রতি ভাড়া ৮০০ টাকা থেকে ১,৬০০ টাকা পর্যন্ত।
রাঙ্গামাটি শহর থেকে রিজার্ভ সিএনজি ভাড়া নিয়ে সরাসরি বেরাইন্না লেক যেতে পারবেন। রিজার্ভ সিএনজি ভাড়া ৫০০ টাকা থেকে ৬০০ টাকার মধ্যে। তবে ড্রাইভারের সাথে অবশ্যই দামাদামি করে নিবেন।
কোথায় থাকবেন
বেরাইন্না লেক বেড়াতে গিয়ে থাকার জন্য রাঙ্গামাটি শহর অনেক আবাসিক হোটেল রয়েছে। এই আবাসিক হোটেল গুলোর মধ্যে হোটেল সোনার বাংলা, হোটেল হিল এম্বাসেডর, হোটেল স্কায়ার পার্ক, গ্র্যান্ড হিল তাজ, হোটেল মতি মহল উল্লেখযোগ্য।
এসব হোটেল গুলোতে এসি নন এসি সিঙ্গেল বেড রুম, ডাবল বেড রুম, ফ্যামেলি বেড রুম, কাপল বেড রুম ভাড়া পাবেন।
কোথায় খাবেন
খাবার জন্য বেরাইন্না লেকে তাদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে। সেখান খাবার জন্য আগে থেকে অর্ডার দিতে হবে। এখানে বিভিন্ন ধরনের খাবার খেতে পারবেন। অগ্রিম খাবার অর্ডার দিতে যোগাযোগ করুন 01732-332819, 01856-957002 নাম্বারে।