ভৈরব টু ঢাকা ট্রেনের সময়সূচী ও টিকেট মূল্য

আপনি যদি ভৈরব টু ঢাকা এবং ঢাকা টু ভৈরব ট্রেনে যাতায়াত করতে চান তাহলে আজকের আর্টিকেলে ভৈরব টু ঢাকা ট্রেনের সময়সূচী, টিকেট মূল্য, ভাড়ার তালিকা, যাত্রাবিরতি স্টেশন, কোন ট্রেন এখন কোথায় আছে সহ বিস্তারিত তথ্য জানুন।

ভৈরব টু ঢাকা ট্রেনের সময়সূচী

ভৈরব বাজার রেলস্টেশন থেকে ঢাকার কমলাপুর রেলস্টেশন পর্যন্ত বেশ কয়েকটি আন্তঃনগর ও মেইল ট্রেন নিয়মিত চলাচল করে। নিচে আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের নাম, সময়সূচী, সাপ্তাহিক ছুটির দিন ছকে উল্লেখ করা হলো।

ট্রেন নং ও নামরেলস্টেশন নামযাত্রার সময়পৌঁছানোর সময়ছুটির দিন
(৭০৩) মহানগর গোধূলিভৈরব টু ঢাকা১৯:৪৪২১:২৫নেই
(৭১০) পার্বত এক্সপ্রেসভৈরব টু ঢাকা২০:৫৩২২:৪০`মঙ্গলবার
(৭২১) মহানগর এক্সপ্রেসভৈরব টু ঢাকা১৭:১০ ১৯:১০রবিবার`
(৭৩৮) এগারো সিন্ধুর প্রভাতীভৈরব টু ঢাকা০৮:১০১০:৪০নেই
(৭৪০) উপবন এক্সপ্রেসভৈরব টু ঢাকা০৪:৪৭০৬:৪৫নেই
(৭৪১) তৃর্ণা এক্সপ্রেসভৈরব টু ঢাকা০৩:২৭০৫:১৫নেই
(৭৫০) এগারো সিন্ধুর গোধূলিভৈরব টু ঢাকা১৪:৫৪১৭:০৫বুধবার
(৭৭৪) কালনী এক্সপ্রেসভৈরব টু ঢাকা১০:৫৫১৩:০০শুক্রবার
(৭৮২) কিশোরগঞ্জ এক্সপ্রেসভৈরব টু ঢাকা১৭:৪৫২০:১০শুক্রবার

ভৈরব টু ঢাকা ট্রেনের সময়সূচী (মেইল ট্রেন)

ভৈরব বাজার রেলস্টেশন টু ঢাকার কমলাপুর রেলস্টেশন পর্যন্ত প্রতিদিন বেশ কয়েকটি মেইল ট্রেন / মেইল এক্সপ্রেস নিয়মিত চলাচল করে। নিচে এসব মেইল ট্রেনের সময়সূচী উল্লেখ করা হয়েছে।

BM Khalid Hasan Sujon
ট্রেন নং ও নামরেলস্টেশন নামযাত্রার সময়পৌঁছানোর সময়ছুটির দিন
(০১) ঢাকা মেইলভৈরব টু ঢাকা০৪:২৭০৬:৫৫নেই
(০৩) কর্ণফুলী এক্সপ্রেসভৈরব টু ঢাকা১৬:৩০১৯:৪৫নেই
(১০) সুরমা মেইলভৈরব টু ঢাকা০৫:০৭০৯:১৫নেই
(১০) ঢাকা এক্সপ্রেসভৈরব টু ঢাকা০২:১৭০৬:৪০নেই
(৩৩) তিতাস কমিউটারভৈরব টু ঢাকা০৫:৫৭০৮:৩০নেই
(৩৫) তিতাস কমিউটারভৈরব টু ঢাকা১২:৫৯১৫:১৫নেই
(৪০) ইশা খান এক্সপ্রেসভৈরব টু ঢাকা১৭:৫০২৩:০০নেই
(৬৭) চটলা এক্সপ্রেসভৈরব টু ঢাকা১৩:৪৮১৫:০০মঙ্গলবার
(৮৯) কুমিল্লা কমিউটারভৈরব টু ঢাকা০৮:৫৮১২:৫০মঙ্গলবার

ভৈরব টু ঢাকা ট্রেনের টিকেট মূল্য

ভৈরব টু ঢাকা সকল ট্রেনের টিকেট মূল্য নিচে উল্লেখ করা হয়েছে।

আসন বিন্যাসটিকেট মূল্য (১৫% ভ্যাট)
শোভন৮৫ টাকা
শোভন চেয়ার১০৫ টাকা
প্রথম আসন১৬৫ টাকা
স্নিগ্ধা১৯৬ টাকা
প্রথম বার্থ২৩৬ টাকা
এসি২৬৩ টাকা
এসি বার্থ৩৫১ টাকা

ঢাকার কমলাপুর এবং ভৈরব বাজার রেলস্টেশন থেকে সরাসরি ভৈরব টু ঢাকা ট্রেনের টিকেট কাটতে পারবেন। এছাড়া বাংলাদেশ রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন টিকেট বুকিং করতে পারবেন। অনলাইন টিকেট বুকিং করার ক্ষেত্রে ২০ টাকা অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে।

ভৈরব টু ঢাকা ট্রেনের যাত্রাবিরতি স্টেশন

ভৈরব বাজার টু ঢাকার কমলাপুর রেলস্টেশন পর্যন্ত প্রত্যেক দিন বেশ কয়েকটি আন্তঃনগর ও মেইল ট্রেন নিয়মিত চলাচল করে। এসব ট্রেন গুলো যাত্রাপথে বেশ কয়েকটি রেলস্টেশনে যাত্রাবিরতি করে। নিচে এসব যাত্রাবিরতি রেলস্টেশন সমূহের নাম উল্লেখ করা হল।

  • ভৈরব বাজার জংশন
  • মেথিকান্দা রেলস্টেশন
  • নরসিংদী রেলস্টেশন
  • ঢাকা বিমানবন্দর রেলস্টেশন

ট্রেন এখন কোথায় আছে

মোবাইল থেকে সকল ট্রেনের অবস্থান ট্র্যাক করতে পারবেন এসএমএস সার্ভিসের মাধ্যমে। এজন্য আপনার মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন

BM Khalid Hasan Sujon

TR <স্পেস> ট্রেন নাম্বার বা ট্রেন কোড এবং পাঠিয়ে দিন 16318 নাম্বারে। ফিরতি এসএমএসে ট্রেনের অবস্থান জানতে পারবেন। এসএমএস চার্জ ৫.৫৬ টাকা।

উদাহরণ: TR 703 লিখে পাঠিয়ে দিবেন 16318 নম্বরে।

আরো পড়ুন