আপনি যদি ভৈরব টু ঢাকা এবং ঢাকা টু ভৈরব ট্রেনে যাতায়াত করতে চান তাহলে আজকের আর্টিকেলে ভৈরব টু ঢাকা ট্রেনের সময়সূচী, টিকেট মূল্য, ভাড়ার তালিকা, যাত্রাবিরতি স্টেশন, কোন ট্রেন এখন কোথায় আছে সহ বিস্তারিত তথ্য জানুন।
ভৈরব টু ঢাকা ট্রেনের সময়সূচী
ভৈরব বাজার রেলস্টেশন থেকে ঢাকার কমলাপুর রেলস্টেশন পর্যন্ত বেশ কয়েকটি আন্তঃনগর ও মেইল ট্রেন নিয়মিত চলাচল করে। নিচে আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের নাম, সময়সূচী, সাপ্তাহিক ছুটির দিন ছকে উল্লেখ করা হলো।
ট্রেন নং ও নাম | রেলস্টেশন নাম | যাত্রার সময় | পৌঁছানোর সময় | ছুটির দিন |
(৭০৩) মহানগর গোধূলি | ভৈরব টু ঢাকা | ১৯:৪৪ | ২১:২৫ | নেই |
( ৭১০) পার্বত এক্সপ্রেস | ভৈরব টু ঢাকা | ২০:৫৩ | ২২:৪০` | মঙ্গলবার |
(৭২১) মহানগর এক্সপ্রেস | ভৈরব টু ঢাকা | ১৭:১০ | ১৯:১০ | রবিবার` |
(৭৩৮) এগারো সিন্ধুর প্রভাতী | ভৈরব টু ঢাকা | ০৮:১০ | ১০:৪০ | নেই |
(৭৪০) উপবন এক্সপ্রেস | ভৈরব টু ঢাকা | ০৪:৪৭ | ০৬:৪৫ | নেই |
(৭৪১) তৃর্ণা এক্সপ্রেস | ভৈরব টু ঢাকা | ০৩:২৭ | ০৫:১৫ | নেই |
(৭৫০) এগারো সিন্ধুর গোধূলি | ভৈরব টু ঢাকা | ১৪:৫৪ | ১৭:০৫ | বুধবার |
(৭৭৪) কালনী এক্সপ্রেস | ভৈরব টু ঢাকা | ১০:৫৫ | ১৩:০০ | শুক্রবার |
(৭৮২) কিশোরগঞ্জ এক্সপ্রেস | ভৈরব টু ঢাকা | ১৭:৪৫ | ২০:১০ | শুক্রবার |
ভৈরব টু ঢাকা ট্রেনের সময়সূচী (মেইল ট্রেন)
ভৈরব বাজার রেলস্টেশন টু ঢাকার কমলাপুর রেলস্টেশন পর্যন্ত প্রতিদিন বেশ কয়েকটি মেইল ট্রেন / মেইল এক্সপ্রেস নিয়মিত চলাচল করে। নিচে এসব মেইল ট্রেনের সময়সূচী উল্লেখ করা হয়েছে।
ট্রেন নং ও নাম | রেলস্টেশন নাম | যাত্রার সময় | পৌঁছানোর সময় | ছুটির দিন |
(০১) ঢাকা মেইল | ভৈরব টু ঢাকা | ০৪:২৭ | ০৬:৫৫ | নেই |
(০৩) কর্ণফুলী এক্সপ্রেস | ভৈরব টু ঢাকা | ১৬:৩০ | ১৯:৪৫ | নেই |
(১০) সুরমা মেইল | ভৈরব টু ঢাকা | ০৫:০৭ | ০৯:১৫ | নেই |
(১০) ঢাকা এক্সপ্রেস | ভৈরব টু ঢাকা | ০২:১৭ | ০৬:৪০ | নেই |
(৩৩) তিতাস কমিউটার | ভৈরব টু ঢাকা | ০৫:৫৭ | ০৮:৩০ | নেই |
(৩৫) তিতাস কমিউটার | ভৈরব টু ঢাকা | ১২:৫৯ | ১৫:১৫ | নেই |
(৪০) ইশা খান এক্সপ্রেস | ভৈরব টু ঢাকা | ১৭:৫০ | ২৩:০০ | নেই |
(৬৭) চটলা এক্সপ্রেস | ভৈরব টু ঢাকা | ১৩:৪৮ | ১৫:০০ | মঙ্গলবার |
(৮৯) কুমিল্লা কমিউটার | ভৈরব টু ঢাকা | ০৮:৫৮ | ১২:৫০ | মঙ্গলবার |
ভৈরব টু ঢাকা ট্রেনের টিকেট মূল্য
ভৈরব টু ঢাকা সকল ট্রেনের টিকেট মূল্য নিচে উল্লেখ করা হয়েছে।
আসন বিন্যাস | টিকেট মূল্য (১৫% ভ্যাট) |
শোভন | ৮৫ টাকা |
শোভন চেয়ার | ১০৫ টাকা |
প্রথম আসন | ১৬৫ টাকা |
স্নিগ্ধা | ১৯৬ টাকা |
প্রথম বার্থ | ২৩৬ টাকা |
এসি | ২৬৩ টাকা |
এসি বার্থ | ৩৫১ টাকা |
ঢাকার কমলাপুর এবং ভৈরব বাজার রেলস্টেশন থেকে সরাসরি ভৈরব টু ঢাকা ট্রেনের টিকেট কাটতে পারবেন। এছাড়া বাংলাদেশ রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন টিকেট বুকিং করতে পারবেন। অনলাইন টিকেট বুকিং করার ক্ষেত্রে ২০ টাকা অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে।
ভৈরব টু ঢাকা ট্রেনের যাত্রাবিরতি স্টেশন
ভৈরব বাজার টু ঢাকার কমলাপুর রেলস্টেশন পর্যন্ত প্রত্যেক দিন বেশ কয়েকটি আন্তঃনগর ও মেইল ট্রেন নিয়মিত চলাচল করে। এসব ট্রেন গুলো যাত্রাপথে বেশ কয়েকটি রেলস্টেশনে যাত্রাবিরতি করে। নিচে এসব যাত্রাবিরতি রেলস্টেশন সমূহের নাম উল্লেখ করা হল।
- ভৈরব বাজার জংশন
- মেথিকান্দা রেলস্টেশন
- নরসিংদী রেলস্টেশন
- ঢাকা বিমানবন্দর রেলস্টেশন
ট্রেন এখন কোথায় আছে
মোবাইল থেকে সকল ট্রেনের অবস্থান ট্র্যাক করতে পারবেন এসএমএস সার্ভিসের মাধ্যমে। এজন্য আপনার মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন
TR <স্পেস> ট্রেন নাম্বার বা ট্রেন কোড এবং পাঠিয়ে দিন 16318 নাম্বারে। ফিরতি এসএমএসে ট্রেনের অবস্থান জানতে পারবেন। এসএমএস চার্জ ৫.৫৬ টাকা।
উদাহরণ: TR 703 লিখে পাঠিয়ে দিবেন 16318 নম্বরে।
আরো পড়ুন
- কালনী এক্সপ্রেস সময়সূচি
- চট্টলা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
- বিজয় এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
- নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী