ভোলাগঞ্জ সাদা পাথর রিসোর্ট – ভোলাগঞ্জের সেরা রিসোর্ট
সিলেট জেলার সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ গ্রামে অবস্থিত ভোলাগঞ্জ সাদা পাথর রিসোর্ট। সিলেট শহর থেকে ভোলাগঞ্জ এর দূরত্ব ৩৩ কিলোমিটার। আজকের ভ্রমণ টিপসে আমরা জানবো ভোলাগঞ্জ সাদা পাথর হোটেল এন্ড রিসোর্ট (Bholagang shada pathor hotel and resort) এর বিস্তারিত তথ্য।
প্রকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি ভোলাগঞ্জ বাংলাদেশের সর্ববৃহৎ পাথর কোয়ারির অঞ্চল। ভোলাগঞ্জকে বলা হয় সাদা পাথরের দেশ। ভোলাগঞ্জ সীমান্তে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ভারতের মেঘালয় রাজ্যের উঁচু উঁচু পাহাড়। পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা, ধলাই নদীর পাথর পরিবেষ্টিত জায়গা সব মিলিয়ে ভোলাগঞ্জের সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে।
ভোলাগঞ্জ সাদা পাথর ও রাতারগুল এর প্রকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রত্যেক দিন হাজার হাজার পর্যটক ভোলাগঞ্জ ভ্রমণ করে। ভোলাগঞ্জ পর্যটকদের থাকার জন্য সাদা পাথর হোটেল এন্ড রিসোর্ট গড়ে তোলা হয়েছে।
ভোলাগঞ্জ সাদা পাথর রিসোর্ট (Bholagang Shada pathor hotel and resort)
ভোলাগঞ্জ ভ্রমণে গিয়ে রাত্রিযাপন করার জন্য সাদা পাথর হোটেল এন্ড রিসোর্টে মাত্র ৩,৫০০ টাকা থেকে ৮,০০০ টাকার মধ্যে এসি রুম পেয়ে যাবেন। সাথে সকালের নাস্তা পাবেন এবং গাড়ি পাকিং সু-ব্যবস্থা রয়েছে।
এছাড়া অফিসিয়াল মিটিং করার জন্য জন্য বড় হল রুম এবং খাওয়ার জন্য রেস্টুরেন্ট রয়েছে। দিনে ২৪ ঘন্টা বা সপ্তাহের ৭ দিন যেকোনো সময় এখানে মিটিং করতে পারবেন।
রুমের ধরন | রুম ভাড়া |
সাদাপাথর সিঙ্গেল ডিলাক্স | ৩,৫০০ টাকা |
সাদাপাথর কাপল ডিলাক্স | ৫,০০০ টাকা |
সাদাপাথর টুইন ডিলাক্স | ৬,০০০ টাকা |
সাদাপাথর হানিমুন ডিলাক্স | ৮,০০০ টাকা |
প্রত্যেক রুমে কিং সাইজের বিছানায় ২ জন ব্যাক্তি থাকতে পারবেন এবং সাথে ৫ বছরের ১ জন বাচ্চা থাকতে পারবেন।
রুমের সুবিধা সমূহ
- কিং সাইজের বিছানা
- ঠান্ডা ও গরম পানির ব্যবস্থা
- চা/কফি সুবিধা
- এলইডি টিভি
- ফ্রি ওয়াই-ফাই সার্ভিস
- এয়ারকন্ডিশন
- ফ্যান
- ২৪ ঘন্টা রুম সার্ভিস
- প্রয়োজনীয় আসবাবপত্র
- বাথরুম
- ফ্রি প্রাসাধনী ব্যবস্থা
যোগাযোগ করুন
- ঠিকানা: সাদা পাথর হোটেল এন্ড রিসোর্ট, ভোলাগঞ্জ বাজার, কোম্পানীগঞ্জ, সিলেট – ৩১৪০
- মোবাইল নাম্বার: +8801932-291199, +8801317-355788
- মোবাইল নাম্বার (রেস্টুরেন্ট): +8801310-644922
- ইমেইল: info@shadapathorhotelresort.com
- ওয়েবসাইট
- ফেসবুক পেজ
- অনলাইন বুকিং
কিভাবে ভোলাগঞ্জ সাদা পাথর যাবেন
ভোলাগঞ্জ সাদা পাথর হোটেল এন্ড রিসোর্টে যেতে হলে প্রথমে সিলেট শহরে যেতে হবে। দেশের বিভিন্ন স্থান থেকে বাস, ট্রেন এবং বিমানে সিলেট শহরে যেতে পারবেন।
বাসে ঢাকা থেকে সিলেট
বাসে ঢাকা থেকে সিলেট যাওয়ার জন্য ঢাকার সায়েদাবাদ, আব্দুল্লাহপুর, গাবতলী, ফকিরাপুল, কলাবাগান বাস টার্মিনাল থেকে গ্রীন লাইন, হানিফ, সোহাগ, শ্যামলী, এস আলম, ইউনিক, একে ট্রাভেল পরিবহন সহ আরো বিভিন্ন পরিবহনে ঢাকা থেকে সিলেট যেতে পারবেন।
এসি নন এসি বাস ভেদে ভাড়া ৭০০ টাকা থেকে ১,৫০০ টাকার মধ্যে। বাসে যেতে সময় লাগবে ৬ ঘন্টার মতো। সকাল, দুপুর এবং রাতে যেকোনো সময় ঢাকা থেকে সিলেট বাস ছেড়ে যায়।
ট্রেনে ঢাকা থেকে সিলেট
ট্রেনে ঢাকা থেকে সিলেট যাওয়ার জন্য ঢাকা বিমানবন্দর বা কমলাপুর রেলস্টেশন থেকে উপবন, জয়ন্তিকা, কারনী বা পারাবত এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে সিলেট যেতে পারবেন। শ্রেণী ক্লাস ভেদে সিট ভাড়া জনপ্রিত ৩৭৫ টাকা থেকে ১,২৮৮ টাকা পর্যন্ত। যেতে সময় লাগবে ৭-৮ ঘন্টা।
বিমানে ঢাকা থেকে সিলেট
যাদের বাজেট সমস্যা নেই তারা ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা, নভো এয়ার ও এয়ার আস্ট্রা ফ্লাইটে ঢাকা টু সিলেট যেতে পারবেন। ঢাকা টু সিলেট প্রত্যেক দিন কয়েকটি ফ্লাইট পরিচালনা করা হয়। সিট ক্লাস ভেদে ভাড়া ৩,৫০০ টাকা থেকে ১০,০০০ টাকা পর্যন্ত। যেতে সময় লাগবে ১ ঘন্টা।
সিলেট থেকে ভোলাগঞ্জ
সিলেট শহর আম্বরখানা পয়েন্ট থেকে বিআরটিসি বাস বা সাদা পাথর বাসে জনপ্রতি ৮০ টাকা ভাড়া দিয়ে ভোলাগঞ্জ বাজার যেতে পারবেন। এছাড়া সিএনজি বা অটোরিকশাতে জনপ্রতি ১০০ টাকা ভাড়া দিয়ে ভোলাগঞ্জ বাজার যেতে পারবেন। সিএনজি বা অটোরিকশা রিজার্ভ করে নিলে ভাড়া লাগবে ৮০০ টাকা থেকে ১,০০০ টাকার মধ্যে। সিলেট থেকে ভোলাগঞ্জ সাদা পাথর ৩৫ কিলোমিটার।
কোথায় খাবেন
ভোলাগঞ্জ ভ্রমণে গিয়ে খাবার জন্য সাদা পাথর হোটেল এন্ড রিসোর্টে খেতে পারবেন। এখানে রাত্রিযাপন করার পাশাপাশি খাবার জন্য রেস্টুরেন্ট আছে। এখান থেকে ভালো মানের খাবার খেতে পারবেন।
ভোলাগঞ্জ দর্শনীয় স্থান সমূহ
- ভোলাগঞ্জ সাদা পাথর
- রাতারগুল
- লালাখাল