alternatetext
মহারাজার দিঘী

মহারাজার দিঘী, পঞ্চগড়

মহারাজার দিঘী (Maharajar Dighi) বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড় থেকে ১৬ কিলোমিটার দূরে ভারত সীমান্তে ঘেঁষা উত্তর-পূর্বে সদর উপজেলার অমরখানা ইউনিয়নের ভিতরগড় এলাকায় অবস্থিত। প্রায় ৫৪ একর জায়গা জুড়ে এই দিঘীর অবস্থান।

ধারণা করা হয় মহারাজা পৃথু রাজত্ব করাকালীন প্রায় ১৫০০ বছর আগে এই দিঘীটি খনন করেন। দিঘীর মোট আয়তন উত্তর-দক্ষিণ ৮০০ গজ ও পূর্ব-পশ্চিম ৪০০ গজ। দিঘীর স্বচ্ছ পানির গভীরতা ৪০ ফুট এবং পাড়ের উচ্চতা প্রায় ২০ ফুট।

মহারাজার দিঘীর চারিপাশে ইটবাঁধানো ১০ টি ঘাট ও ঘাটের উভয় পাশে ইট-মাটি দিয়ে নির্মিত সুউচ্চ পাড়, যেখানে সবুজ গাছগাছালিতে ঘেরা। প্রতি বছর বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে এই দিঘীর পাড়ে বিশাল এক মেলার আয়োজন করা হয়। মেলা উপলক্ষে ভাতর সহ আশেপাশের জেলা থেকে বিভিন্ন বয়সী দর্শনার্থীরা মেলায় ঘুরতে আসেন।

কথিত আছে পৃথু রাজা ও তার পরিবার পরিজনের উপর “কীচক” নামক এক নিন্মশ্রেণী দ্বারা আক্রমণের শিকার হয়ে পৃথু রাজা ও তার পরিবার পরিজন ধর্মনাশের ভয়ে এই দিঘীতে আত্মহনন করেন। পরে পৃথু রাজার রক্ষীবাহিনী ও তাকে অনুসরণ করেন। যার ফলে পৃথু রাজার রাজত্বের অবসান ঘটে।

BM Khalid Hasan Sujon

মহারাজার দিঘী কিভাবে যাবেন

মহারাজার দিঘী যেতে প্রথমে আপনাকে পঞ্চগড় যেতে হবে। পঞ্চগড় বাস টার্মিনাল থেকে তেঁতুলিয়া / বাংলাবান্ধাগামী বাসে বোর্ড বাজার নামতে হবে। সেখান থেকে অটোরিকশা বা সিএনজি করে মহারাজার দিঘী যেতে পারবেন।

আবার পঞ্চগড় থেকে প্রাইভেটকার / মাইক্রোবাস ভাড়া করে নিয়ে সারাদিনের জন্য মহারাজার দিঘী সহ পঞ্চগড়ের দর্শনীয় স্থান সমূহ ঘুরে দেখতে পারেন। প্রাইভেটকার / মাইক্রোবাস রির্জাভ ভাড়া লাগবে ২,৫০০ টাকা থেকে ৩,০০০ টাকা পর্যন্ত।

ট্রেনে ঢাকা থেকে পঞ্চগড়

BM Khalid Hasan Sujon

ট্রেনে ঢাকা থেকে পঞ্চগড় যেতে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে পঞ্চগড় এক্সপ্রেস, একতা এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে পঞ্চগড় যেতে পারবেন। জনপ্রতি ভাড়া শোভান চেয়ার ৬৯৫ টাকা, এসি চেয়ার  (স্নিগ্ধা) ১,৩৩৪ টাকা, এসি কেবিন (বার্থ) ২,৩৯৮ টাকা।

বাসে ঢাকা থেকে পঞ্চগড়

বাসে ঢাকা থেকে পঞ্চগড় যেতে ঢাকার গাবতলী, শ্যামলী ও মিরপুর থেকে নাবিল পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, বরকত ট্রাভেল, তানযিলা ট্রাভেল সহ আরো বিভিন্ন পরিবহনে পঞ্চগড় যেতে পারবেন। এসি নন এসি বাস ভেদে ভাড়া ১,১০০ টাকা থেকে ১,৯০০ টাকা পর্যন্ত।

কোথায় থাকবেন

মহারাজার দিঘী ঘুরতে গিয়ে আপনাকে পঞ্চগড় শহরে রাত্রিযাপন করতে হবে। থাকার জন্য পঞ্চগড় শহরে ভালো কয়েকটি আবাসিক হোটেল রয়েছে। এই হোটেল গুলোর মধ্যে হোটেল মৌচাক, হোটেল এইচকে প্যালেস, হোটেল প্রীতম, রেকখানা বোর্ডিং, হিলটন বোডিং, হোটেল রাজ নগর, হোটেল ইসলাম উল্লেখযোগ্য।

BM Khalid Hasan Sujon

এছাড়া পঞ্চগড় সার্কিট হাউস ও জেলা পরিষদ ডাকবাংলোতে থাকতে পারবেন। এখানে থাকার জন্য কর্তৃপক্ষের অনুমতি নিয়ে থাকতে হবে। ২ বেডের রুম ভাড়া ৪০০ টাকা থেকে শুরু।

কোথায় খাবেন

খাবার জন্য পঞ্চগড় শহরে অনেক গুলো ভালো মানের খাবার হোটেল রয়েছে। এই খাবার হোটেল গুলোর মধ্যে হোটেল নিরিবিলি, হোটেল হামজাম, হোটেল হাউওয়ে ও হোটেল করোটিয়া উল্লেখযোগ্য।

পঞ্চগড়ের আশেপাশে দর্শনীয় স্থান সমূহ

এক দিনের পঞ্চগড় ভ্রমণে গিয়ে পঞ্চগড় বাস টার্মিনাল থেকে প্রাইভেট মাইক্রোবাস নিয়ে ১ দিনে পঞ্চগড়ের দর্শনীয় স্থান গুলো ঘুরে দেখতে আসতে পারেন। রির্জাভ মাইক্রোবাস ভাড়া ২,৫০০ টাকা থেকে ৩,০০০ টাকা পর্যন্ত।

নিচে পঞ্চগড়ের আশেপাশে দর্শনীয় স্থান গুলো উল্লেখ করা হল।

আরো পড়ুন

Similar Posts