alternatetext
মিনি বাংলাদেশ চট্টগ্রাম

মিনি বাংলাদেশ চট্টগ্রাম – কিভাবে যাবেন, টিকেট প্রাইস সহ বিস্তারিত তথ্য

আপনি যদি বাংলাদেশের সকল স্থাপনা এক সাথে এবং এক জায়গায় দেখতে চান তাহলে চলে আসুন চট্টগ্রামের কালুরঘাট অবস্থিত স্বাধীনতা কমপ্লেক্স (Shadhinata Complex)। যা অনেকে মিনি বাংলাদেশ চট্টগ্রাম (Mini bangladesh chittagong) নামে পরিচিত।

মূলত মিনি বাংলাদেশ চট্টগ্রাম একটি থিম পার্ক যা বাংলাদেশের চট্টগ্রাম শহরের চান্দগাঁ থানার বহদ্দারহাট বাস টার্মিনালের পাশে অবস্থিত। এর উত্তর-পূর্ব পাশে অবস্থিত চট্টগ্রাম কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র।

এটি ২০০৬ সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠিত হয়। তখন এটির নামকরণ করা হয় প্রাত্তন রাষ্ট্রপতি শহীদ প্রেসিন্ডেন জিয়াউর রহমানের নামে শহীদ জিয়া স্মৃতি কমপ্লেক্স। এখানে বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় ও ঐতিহাসিক স্থাপনাগুলোকে অবিকল নতুন করে রূপায়ণ করা হয়েছে।

মিনি বাংলাদেশ থিম পার্কে দেখতে পাবেন বাংলাদেশের জাতীয় সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, আহসান মঞ্জিল, কার্জন হল, দরবার হল, কৃত্রিম জলরাশি, কান্তজীর মন্দির, বড়কুঠি, ছোটকুঠি, লালবাগ কেল্লা, সোনা মসজিদ, জাতীয় স্মৃতিসৌধ, শহীদ মিনার, পাহাড়পুর বৌদ্ধ বিহার, সেন্ট নিকোলাস চার্চ, ট্রেনের নিচের ব্রিজ, চিরন্তন পল্লি, পাঁচটি পানির ফোয়ারা, ছয়টি কিউচ (বসার স্টল), তিনটি কিডস জোন।

BM Khalid Hasan Sujon

এছাড়া ১৯৭১ সালে স্বাধীনতা মুক্তিযুদ্ধের মাসে মিল রেখে তৈরি করা হয়েছে ৭১ মিটার বা ২৩০ ফুট উঁচু স্বাধীনতা টাওয়ার। এই টাওয়ারের ২৩ তলায় রয়েছে একটি রিভলভিং রেস্টুরেন্ট (ঘূর্ণায়মান রেস্তোরাঁ)। যেখান থেকে পুরো চট্টগ্রাম শহর, নর্ণফুলী নদী ও বঙ্গোপসাগর দেখতে পাবেন।

মিনি বাংলাদেশ চট্টগ্রাম কিভাবে যাবেন

চট্টগ্রাম শহরের যেকোনো স্থান থেকে অটোরিকশা / সিএনজি / প্রাইভেট কার / মোটরসাইকেল করে কালুরঘাট মিনি বাংলাদেশ বা স্বাধীনতা কমপ্লেক্স যেতে পারবেন। চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থান ভেদে ভাড়া লাগবে ১৫০ টাকা থেকে ২৫০ টাকা পর্যন্ত।

এছাড়া চট্টগ্রাম শহরের যেকোনো স্থান থেকে বাসে যেতে চাইলে কালুরঘাটগামী বাসে চড়ে সরাসরি এই থিম পার্কের মেইন গেইটের সামনে নামতে পারবেন। বাসের সুপারভাইজারকে আগেই বলে রাখবেন আপনি থিম পার্কের সামনে নামবেন।

BM Khalid Hasan Sujon

সড়কপথে ঢাকা থেকে চট্টগ্রাম

সড়কপথে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য ঢাকার গাবতলী, সায়েদাবাদ বাসস্ট্যান্ড থেকে গ্রিন লাইন, হানিফ, শ্যামলী, এস আলম, মর্ডাণ লাইন, সৌদিয়া, সেন্টমাটিন, সোহাগ, ইউনিক, দেশ ট্রাভেলস, ইমাদ সহ বিভিন্ন পরিবহনের এসি, নন-এসি বাস চট্টগ্রাম যায়। এসি, নন-এসি বাস ভেদে ভাড়া ৮০০ টাকা থেকে ২,০০০ টাকা পর্যন্ত।

ট্রেনে ঢাকার কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশন থেকে কক্সবাজার এক্সপ্রেস, পর্যটক এক্সপ্রেস, তূর্ণা-নিশীথ, মহানগর প্রভাতী/গোধূলী, সোনার বাংলা এক্সপ্রেস, সুবর্ন এক্সপ্রেস ও চট্টগ্রাম মেইল ট্রেনে চট্টগ্রাম যেতে পারবেন। ট্রেনের সিট ক্লাস ভেদে জনপ্রতি ভাড়া ৩৪০ টাকা থেকে ১,৩৯৮ টাকা।

আকাশপথে ঢাকা থেকে চট্টগ্রাম

BM Khalid Hasan Sujon

ঢাকা থেকে বিমানে চট্টগ্রাম যাওয়ার জন্য ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ, ইউএস-বাংলা, নভোএয়ার, ইউনাইটেড এয়ার, রিজেন্ট এয়ার এয়ারলাইন্স করে সরাসরি চট্টগ্রাম যেতে পারবেন।

ঢাকা থেকে চট্টগ্রাম যেতে সময় লাগবে ৫৫ মিনিট থেকে ১ ঘন্টা। জনপ্রতি সিট ক্লাস ভেদে ভাড়া লাগবে ৩৫০০ টাকা থেকে ১০,০০০ টাকা পর্যন্ত।

মিনি বাংলাদেশ টিকেট প্রাইস

মিনি বাংলাদেশ থিম পার্কটি দর্শনার্থীদের জন্য সপ্তাহের সাত দিনই খোলা থাকে সকাল ১১ টা থেকে রাত ৯ টা পর্যন্ত। জনপ্রতি প্রবেশ টিকেট প্রাইস ২০০ টাকা। সাত বছরের নিচে বাচ্চাদের জন্য টিকেট প্রাইস ১৫০ টাকা।

কোথায় খাবেন

মিনি বাংলাদেশ থিম পার্কের ভিতর দর্শনার্থীদের খাবার জন্য স্বাধীনতা টাওয়ারের ২৩ তলায় একটি রিভলভিং রেস্টুরেন্ট (ঘূর্ণায়মান রেস্তোরাঁ) রয়েছে। এই রেস্টুরেন্ট থেকে নিজের পছন্দ মতো খাবার খেতে পারবেন। তবে, এখানে খাবারের দাম কিছুটা বেশি।

এছাড়া আপনি চট্টগ্রাম শহরের ঐতিহ্যবাহী খাবার খেতে চাইলে জামান হোটেলে যেতে পারেন। মেজবানি খেতে চাইলে চকবাজার অবস্থিত “মেজবান হাইলে আইয়্যুন” যান।

এছাড়াও চট্টগ্রাম শহরে খাবার জন্য ছোট বড় আধুনিক অনেক রেস্টুরেন্ট রয়েছে। সেখানে দেশি বিদেশি সকল ধরনের খাবার খেতে পারবেন। এর মধ্যে ভালো মানের ক্যাফে ৮৮, হান্ডির নাম, বোনানজা পোর্ট, কোষ্টাল মারমেইড রেস্টুরেন্টে এন্ড লাউঞ্জ, গলফ গার্ডেন রেস্টুরেন্ট, বারকোড ক্যাফে, গ্রিডি গাইস, সেভেন ডেইজ, ধাবা, মিলেঞ্জ রেস্টুরেন্ট ইত্যাদি উল্লেখযোগ্য।

কোথায় থাকবেন

চট্টগ্রাম শহরে রাত্রিযাপন করার জন্য বিভিন্ন মানের হোটেল রয়েছে। আপনার সুবিধামত হোটেলে ভাড়া যাচাই করে রাত্রিযাপন করতে পারবেন। নিচে কয়েকটি হোটেলের নাম উল্লেখ করা হয়েছে।

১. হোটেল সাফিনা, এনায়েত বাজার, চট্টগ্রাম: ভাড়া ৭০০ টাকা থেকে ২,৫০০ টাকা পর্যন্ত। হোটেলে খাবার জন্য রেস্টুরেন্ট রয়েছে। যোগাযোগ মোবাইল নাম্বার 031-0614004

২. হোটেল ল্যান্ডমার্ক, ৩০৭২ শেখ মুজিব রোড, আগ্রাবাদ, চট্টগ্রাম: ভাড়া ১,০০০ টাকা থেকে ৩,৫০০ টাকা পর্যন্ত। যোগাযোগ মোবাইল নাম্বার 01731-886997, 01820-141995

৩. হোটেল প্যারামাউন্ট, স্টেশন রোড় চট্টগ্রাম: ভাড়া ৮০০ টাকা থেকে ৪,০০০ টাকা পর্যন্ত। বাজেটের মধ্যে সেরা একটি হোটেল। যোগাযোগ মোবাইল নাম্বার 01713-248754, 031-2856771

৪. হোটেল নাবা ইন, আর নিজাম রোড, চট্টগ্রাম: ভাড়া ৭০০ টাকা থেকে ৩,০০০ টাকা পর্যন্ত। যোগাযোগ মোবাইল নাম্বার 01755-564382

৫. হোটেল এশিয়ান এসআর, স্টেশন রোড়, চট্টগ্রাম: ভাড়া ১,০০০ টাকা থেকে ৪,০০০ টাকা পর্যন্ত। যোগাযোগ মোবাইল নাম্বার 01711-889555

প্রশ্ন উত্তর

মিনি বাংলাদেশ কোন দেশে অবস্থিত?

নিমি বাংলাদেশ বাংলাদেশের চট্টগ্রাম কালুরঘাট অবস্থিত। মূলত এটি একটি থিম পার্ক যার নাম স্বাধীনতা কমপ্লেক্স। যেখানে বাংলাদেশের সকল স্থাপনা অবিকল ভাবে তৈরি করা হয়েছে।

মিনি বাংলাদেশ বন্ধ থাকে কবে?

সরকারি ছুটির দিন মিনি বাংলাদেশ বন্ধ থাকে। এছাড়া বাকি সব দিন সকাল ১১ টা থেকে রাত ৯ টা পর্যন্ত খোলা থাকে।

আরো পড়ুন

Similar Posts