মির্জাপুর শাহী মসজিদ (Mirzapur shahi jame masjid) পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে অবস্থিত। মির্জাপুর গ্রামের নাম অনুসারে এই মসজিদের নামকরণ করা হয়েছে মির্জাপুর শাহী জামে মসজিদ।
মসজিদের শিলালিপি ঘেঁটে ধারণা করা হয় ১৬৫৬ সালে মসজিদটি নির্মাণ করা হয়। মসজিদটি কে নির্মাণ করেছে সেটা নিয়ে ঐতিহাসিক মতপার্থক্য রয়েছে। অনেকে মনে করেন মালিক উদ্দিন নামে মির্জাপুর গ্রামের এক ব্যাক্তি মসজিদটি নির্মাণ করেন।
আবার অনেকে মনে করেন দোস্ত মোহাম্মদ নামে জনৈক ব্যাক্তি মসজিদটি নির্মাণ কাজ সম্পন্ন করেন। তবে শিলালিপি ঘেঁটে ধারণা করেন মুঘল সম্রাট শাহ সুজার শাসনামলে মসজিদটি নির্মাণ করা হয়।
ধারণা করা হয় এই মির্জাপুর শাহী জামে মসজিদটি প্রায় ৩৫০ বছরের পুরনো। ১৬৭৯ খ্রিষ্টাব্দে ঢাকার হাইকোর্টে অবস্থিত মসজিদের সাথে মির্জাপুর শাহী মসজিদের নির্মাণ শৈলীর মিল রয়েছে। তাই ধারণা করা হয় একই সময় কালে মির্জাপুর শাহী মসজিদের কাজ সম্পন্ন করা হয়।
মসজিদটির আয়তকার দৈর্ঘ্য ৪০ ফুট ও প্রস্থ ২৪ ফুট। মসজিদের ছাদের উপর ৩ টি বড় বড় গম্বুজ ও চারকোণে ৪ টি মিনার রয়েছে। মসজিদের সামনের দেয়ালে মসজিদের ভিতর প্রবেশ করার জন্য ৩ টি বড় বড় দরজা রয়েছে। প্রত্যেকটি দরজায় বিভিন্ন কারুকার্য নকশা ফুটিয়ে তোলা হয়েছে।
মির্জাপুর শাহী জামে মসজিদটি একটি প্রত্নতত্ত্ব নিদর্শন হিসেবে বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ মির্জাপুর শাহী জামে মসজিদের সার্বিক তত্ত্বাবধান করছে।
মির্জাপুর শাহী মসজিদ কিভাবে যাবেন
মির্জাপুর শাহী মসজিদ যেতে হলে প্রথমে আপনাকে ঢাকা থেকে পঞ্চগড় যেতে হবে। পঞ্চগড় জেলা শহর থেকে মির্জাপুর শাহী জামে মসজিদের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। পঞ্চগড় বাস টার্মিনাল থেকে আটোয়ারী যাওয়ার বাসে মির্জাপুর নামতে হবে।
বাস ভাড়া জনপ্রতি ২০ টাকা। বাসে থেকে নেমে পায়ে হেঁটে ১০ মিনিটের পথ মির্জাপুর শাহী জামে মসজিদ। চাইলে অটোরিকশা বা সিএনজি করে যেতে পারবেন। আবার পঞ্চগড় শহর থেকে সারাদিনের জন্য মাইক্রো বাস বা প্রাইভেট কার ভাড়া নিয়ে শাহী মসজিদ সহ পঞ্চগড়ের দর্শনীয় স্থান সমূহ ঘুরে আসতে পারেন। সেক্ষেত্রে ভাড়া লাগবে ২,৫০০ টাকা থেকে ৩,০০০ টাকা পর্যন্ত।
বাসে ঢাকা থেকে পঞ্চগড়
বাসে ঢাকা থেকে পঞ্চগড় যেতে ঢাকার মিরপুর, গাবতলী ও শ্যামলী বাস টার্মিনাল থেকে হানিফ এন্টারপ্রাইজ, বরকত ট্রাভেল, তানযিলা ট্রাভেল, নাবিল পরিবহন সহ আরো অন্যান্য পরিবহনে পঞ্চগড় যেতে পারবেন। এসি নন এসি বাস ভেদে জনপ্রতি ভাড়া ১,১০০ টাকা থেকে ১,৯০০ টাকা পর্যন্ত।
ট্রেনে ঢাকা থেকে পঞ্চগড়
ট্রেনে ঢাকা থেকে পঞ্চগড় যেতে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে পঞ্চগড় এক্সপ্রেস, একতা ও দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে পঞ্চগড় যেতে পারবেন। জনপ্রতি ভাড়া শোভান চেয়ার ৬৯৫ টাকা, এসি চেয়ার (স্নিগ্ধা) ১,৩৩৪ টাকা, এসি কেবিন (বার্থ) ২,৩৯৮ টাকা। ট্রেনে ঢাকা থেকে পঞ্চগড় যেতে সময় লাগবে ১০ ঘন্টা ৩০ মিনিট।
কোথায় থাকবেন
মির্জাপুর শাহী জামে মসজিদ ঘুরে দেখে এসে পঞ্চগড় শহরে রাত্রিযাপন করা ভালো। থাকার জন্য পঞ্চগড় শহরে মোটামুটি মানের কয়েকটি আবাসিক হোটেল রয়েছে। এই হোটেল গুলোর মধ্যে হোটেল রাজ নগর, হোটেল প্রীতম, হোটেল এইচকে প্যালেস, হোটেল ইসলাম, হোটেল মৌচাক, হিলটন বোর্ডিং ও রেকখানা বোর্ডিং উল্লেখযোগ্য।
এছাড়া পঞ্চগড় সার্কিট হাউস ও জেলা পরিষদ ডাকবাংলোতে রাত্রিযাপন করতে পারবেন। তবে সেক্ষেত্রে কতৃপক্ষের অনুমতি নিতে হবে। রুম ভাড়া ৪০০ টাকা।
কোথায় খাবেন
পঞ্চগড় খাবার জন্য ভালো মানের কয়েকটি খাবার হোটেল রয়েছে। এই হোটেল গুলোর মধ্যে হোটেল মৌচাক, হোটেল নিরিবিলি, হোটেল হাইওয়ে, হোটেল করোটিয়া ও হোটেল হামজার উল্লেখযোগ্য।
আশেপাশে আরো কিছু দর্শনীয় স্থান সমূহ
পঞ্চগড় ভ্রমণে গিয়ে ঘুরে দেখার মতো আরো কিছু দর্শনীয় স্থান সমূহের নাম নিচে উল্লেখ করা হল।
- তেতুলিয়া ডাকবাংলো
- বাংলাবান্ধা জিরো পয়েন্ট
- আনন্দধারা রিসোর্ট
- মহারাজার দিঘী
- বারো আউলিয়া মাজার
- রকস মিউজিয়াম
- ডাহুক টি রিসোর্ট
- পঞ্চগড় চা বাগান