মুন্সিগঞ্জ ওয়াটার পার্ক
মানাবে ওয়াটার পার্ক (Mana bay water park) মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় অবস্থিত। যা অধিকাংশ মানুষের কাছে মুন্সিগঞ্জ ওয়াটার পার্ক (Munshiganj water park) নামে পরিচিত।
এটি বাংলাদেশের প্রথম প্রিমিয়াম ওয়াটার পার্ক, যা দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তর। প্রায় ৬০ হাজার স্কায়ার মিটার বিস্তৃত এই ওয়াটার পার্কের অবস্থান। এখানে সকল বয়সী মানুষের জন্য বৈচিত্র্যময় সব আয়োজন রয়েছে।
এই ওয়াটার পার্কে রয়েছে সকল বয়সী মানুষের জন্য ১৭ টি রাইড। এ গুলোর মধ্যে উল্লেখযোগ্য ফ্লোরাইডার ডাবল, ওয়েব পুল ও ওয়াটার স্লাইড ট্যুর। ছোট বাচ্চাদের জন্য রয়েছে আলাদা একটি কিডস জোন ও কৃত্রিম নদী।
মুন্সিগঞ্জ ওয়াটার পার্কটি আধুনিক সব রাইড ও বিনোদনের জন্য দেশের মানুষের কাছে ইতোমধ্যেই অনেক আকর্ষণীয় হয়ে উঠেছে। এখানে খাবার জন্য রয়েছে আধুনিক রেস্টুরেন্ট ও থাকার জন্য ভিআইপি সব রুম।
মুন্সিগঞ্জ ওয়াটার পার্ক কিভাবে যাবেন
রাজধানী ঢাকা থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নে অবস্থিত মুন্সিগঞ্জ ওয়াটার পার্ক বা মানাবে ওয়াটার পার্ক। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে মেঘনা ব্রিজের পরেই এই পার্কের অবস্থান।
ঢাকা সহ দেশের যেকোনো স্থান থেকে বাসে কিংবা প্রাইভেট কার নিয়ে ওয়াটার পার্কে আসতে পারবেন। দেশের যেকোনো স্থান থেকে প্রথমে গজারিয়া পৌঁছে সেখান থেকে অটোরিকশা বা সিএনজি করে পার্কে যেতে পারবেন।
ঢাকা থেকে প্রাইভেট কার নিয়ে মাত্র ১ ঘন্টার পৌঁছে যাবেন এই ওয়াটার পার্কে। এখানে নিরাপদে গাড়ি পাকিং করার সুব্যবস্থা রয়েছে।
সময়সূচী ও টিকেট মূল্য
শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৮ টা পর্যন্ত এবং সপ্তাহের বাকি দিন গুলোতে সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত পার্কটি খেলা থাকে।
- প্রাপ্ত বয়স্কদের টিকেট মূল্য: ৮,৮৫২ টাকা (সকল রাইড সহ পুরো দিনের প্রবেশ)
- প্রাপ্ত বয়স্কদের টিকেট মূল্য: ৭,৯৯৯ টাকা (সকল রাইড সহ পুরো দিনের প্রবেশ)
- প্রাপ্তবয়স্ক সিনিয়র সিটিজেন টিকেট মূল্য: ৫,৩৯৯ টাকা
- শিশুদের টিকেট মূল্য: ৪,১৯৯ টাকা (উচ্চতা ৯১ থেকে ১২১ সেন্টিমিটার পর্যন্ত)
- শিশুদের টিকেট মূল্য: সম্পূর্ণ ফ্রি (উচ্চতা ৯১ সেন্টিমিটারের নিচে)
৫০ জনের বেশি সদস্যের গ্রুপ বা কর্পোরেট বুকিং এর জন্য বিশেষ ছাড় রয়েছে। তাই অগ্রিম যোগাযোগ করুন কর্তৃপক্ষের সাথে।
অনলাইন টিকেট বুকিং
অনলাইন থেকে টিকেট বুকিং করতে ভিজিট করুন তাদের অফিসিয়াল ওয়েবসাইট https://www.manabay.com/ticket
টিকেট সিলেক্ট করে আপনার নাম, ইমেইল, ফোন নাম্বার, ঠিকানা ও পোস্ট কোড দিয়ে মোবাইল ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করে টিকেট কাটতে পারবেন।
এছাড়া পার্কে গিয়ে সরাসরি টিকেট কাটতে পারবেন। মানাবে এর অফিস থেকে চাইলে অগ্রিম টিকেট বুকিং করতে পারবেন।
কোথায় খাবেন
পার্কের ভেতর খাবার জন্য আধুনিক মানের রেস্টুরেন্ট রয়েছে। সেখান থেকে আপনার পছন্দের খাবার খেতে পারবেন। মনে রাখবেন টিকেট মূল্যের সাথে খাবার অন্তর্ভুক্ত নয়। তাই খাবার আপনাকে কিনে খেতে হবে।
কোথায় থাকবেন
মুন্সিগঞ্জ ওয়াটার পার্কে দর্শনার্থীদের থাকার জন্য আধুনিক ভিআইপি রুম রয়েছে। এই সব রুম গুলোর ভাড়া ছুটির দিন ব্যাতিত অন্যান্য দিন তুলনামূলক কম থাকে। নিচে রুমের ভাড়া উল্লেখ করা হল:
রুমের ধরন | উইকএন্ড মূল্য | উইকডেতে মূল্য |
ভিআইপি (এসি) রুম | ১২,০০০ টাকা | ৯,০০০ টাকা |
ভিআইপি (নন-এসি) রুম | ৯,০০০ টাকা | ৭,০০০ টাকা |
স্টেন্ডার্ড ডাবল বেড রুম | ৭,০০০ টাকা | ৫,০০০ টাকা |
যোগাযোগ তথ্য
- ঠিকানা: মুন্সিগঞ্জ ওয়াটার পার্ক / মানাবে ওয়াটার পার্ক, গজারিয়া, মুন্সিগঞ্জ, বাংলাদেশ
- মোবাইল নাম্বার: 09606-889999
- ইমেইল: info@manabay.com
- ওয়েবসাইট
- ফেসবুক পেজ
হেড অফিস
- ঠিকানা: ১৪ তম তলা, সানমার টাওয়ার ২, গুলশান ২, ঢাকা ১২১২
- মোবাইল নাম্বার: 09606-889999
আরো পড়ুন