মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্ট (Mozaffar Garden & Resort) সাতক্ষীরা সহ আশেপাশের মানুষেরা মন্টু মিয়ার বাগান বাড়ি নামে চিনে থাকে। জনাব কে. এম. খায়রুল মোজাফফর (মন্টু) ১৯৮৯ সালে ১২০ বিঘা জায়গায় উপর এই বাগান বাড়ি স্থাপন করেন।
প্রাকৃতিক পরিবেশে এই রিসোর্টটি এমন ভালো তৈরি করেছে যা যেকোনো দর্শনার্থীদের মন কেড়ে নিবে। এখানে রয়েছে বড় বড় কয়েকটি লেক, লেকে প্যাডেল বোট ও মাছ ধরার ব্যবস্থা রয়েছে।
এছাড়া রয়েছে মাছের অ্যাকুরিয়াম, চিলড্রেন পার্ক, খেলার মাঠ, থ্রীডি থিয়েটার, আকর্ষণীয় সব প্রাণীয় ভাস্কর্য ও চিড়িয়াখানা। এখানকার চিড়িয়াখানা দেশের সর্ববৃহৎ বেসরকারি চিড়িয়াখানা হিসাবে আখ্যায়িত করা হয়। চিড়িয়াখানায় বিভিন্ন প্রজাতির পশুপাখি রয়েছে, যা রিসোর্টে আসা দর্শনার্থীদের বিনোদনের অন্যতম মাধ্যম।
মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্ট পিকনিক স্পট হিসাবে বিশেষ পরিচিত লাভ করেছে। এখানে সর্বমোট ১০৫ টি পিকনিক স্পট রয়েছে। আশেপাশের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এখানে আসেন পিকনিক করতে এবং পার্ক এন্ড রিসোর্টটি উপভোগ করতে।
এখানে আসা অতিথিদের টেবিল টেনিস ও ব্যাডমিন্টন খেলার ব্যবস্থা রয়েছে। এছাড়া নারী পুরুষ উভয়ের নামাজ আদায় করার জন্য আলাদা মসজিদ রয়েছে। অফিসিয়াল মিটিং ও কনফারেন্স সেমিনার আয়োজন করার জন্য বড় হল রুম রয়েছে।
মোজাফফর গার্ডেনে ঘুরতে আসা অতিথিদের রাত্রিযাপন করার জন্য ৪ টি ভবনে মোট ৩০ টি রুম রয়েছে। এই রুম গুলোতে আধুনিক জীবন যাপনের সকল সুযোগ সুবিধা রয়েছে। ৪ টি আকর্ষণীয় ভবনের মধ্যে লেকের ভিতর অবস্থিত ভবনটি আমার কাছে বেশ ভালো লেগেছে। এই ভবনে রয়েছে হানিমুন নামে একটি ভিআইপি কটেজ।
রিসোর্টে ঘুরতে আসা দর্শনার্থীদের খাবার জন্য আধুনিক রেস্টুরেন্ট রয়েছে। যেখানে সকল প্রকার দেশি ও চায়নিজ খাবারের সু-ব্যবস্থা রয়েছে। এছাড়া নিরাপত্তা ও গাড়ি পাকিং করার সু-ব্যবস্থা আছে।
প্রবেশ টিকেট মূল্য
প্রবেশ টিকেট মূল্য জনপ্রতি ৫০ টাকা।
মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্টের রুম ভাড়া
এই রিসোর্টে বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে। বিভিন্ন সময় বা উৎসবে তাদের বিশেষ ডিসকাউন্ট প্যাকেজ থাকে। তাই বর্তমানে কোনো প্যাকেজ চালু আছে কিনা সেটা তাদের অফিসিয়াল মোবাইল নাম্বারে (01719-769009) ফোন করে জেনে নিবেন।
রুমের ধরন | রুম ভাড়া |
ডিলাক্স রুম | ৪,৬০০ টাকা |
সুপার ডিলাক্স রুম | ৫,১৭৫ টাকা |
এসি স্যুট কটেজ | ৬,৯০০ টাকা |
এসি স্যুট কটেজ (ফ্যামিলি) | ১৩,৮০০ টাকা |
যোগাযোগ তথ্য
- ঠিকানা: খড়িবিল, সাতক্ষীরা
- মোবাইল নাম্বার: 01719-769009
- ইমেইল: mozaffarresort@gmail.com
- ফেসবুক পেজ
কিভাবে যাবেন
ঢাকা থেকে মন্টু মিয়ার বাগান বাড়ি সাতক্ষীরা আসার জন্য ঢাকার গাবতলী, নবীনগর বাস টার্মিনাল থেকে সাতক্ষীরা এক্সপ্রেস, হানিফ, সোহাগ, শ্যামলী, এম আর, টুঙ্গিপাড়া, ইমাদ, গ্রীন লাইন, এ. কে. ট্রাভেল, সৌদিয়া পরিবহনে চড়ে সাতক্ষীরা আসতে পারবেন। এসি / নন-এসি বাস ভেদে জনপ্রতি ভাড়া ৮০০ টাকা থেকে ১,৫০০ টাকা।
সাতক্ষীরা জেলা শহরে থেকে মোজাফফর গার্ডেনের দ্রুরত্ব মাত্র ৫ কিলোমিটার। সাতক্ষীরা শহর থেকে সিএনজি বা অটোরিকশা করে জনপ্রতি ২৫ টাকা ভাড়া দিয়ে মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্ট বা মন্টু মিয়ার বাগান বাড়ি যেতে পারবেন।
কোথায় খাবেন
এখানে ঘুরতে আসা দর্শনার্থীদের খাবার জন্য আধুনিক রেস্টুরেন্ট রয়েছে। এখানে সকল প্রকার দেশি ও চায়নিজ খাবার খেতে পারবেন।
এছাড়া ফুসকা, চটপটি, ঝালমুড়ি, আইসক্রিম সহ বিভিন্ন খাবারের দোকান রয়েছে। চাইলে সাতক্ষীরা শহরের হোটেল সোনারগাঁ, হোটেল আব্বাস, পানসি রেস্তোরাঁ থেকে পছন্দের খাবার খেতে পারবেন।
কোথায় থাকবেন
মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্টে অতিথিদের থাকার জন্য ৪ টি ভবনে ৪০ টি আধুনিক রুম রয়েছে। এছাড়া সাতক্ষীরা জেলা শহরে থাকার জন্য অনেক আবাসিক হোটেল রয়েছে। কম খরচে এসব আবাসিক হোটেলে থাকতে পারবেন। সাতক্ষীরা আবাসিক হোটেল সমূহের নাম, ঠিকানা ও রুম ভাড়া জানুন।
সাতক্ষীরার আশেপাশে আরো দর্শনীয় স্থান
মোজাফফর গার্ডেন ছাড়াও সাতক্ষীরায় আরো অনেক দর্শনীয় স্থান রয়েছে। এর মধ্যে লেক ভিউ এন্ড ক্যাফে, মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত, সোনাবাড়িয়া মঠবাড়ি মন্দির, কলাগাছিয়া ইকোট্যুরিজম পার্ক, নলতা শরীফ, রুপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র উল্লেখ্যযোগ্য।
আরো পড়ুন