যমুনা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও টিকেট মূল্য

যমুনা এক্সপ্রেস (Jamuna Express) বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত একটি আন্তঃনগর ট্রেন। ট্রেনটি ঢাকা জেলার কমলাপুর রেলস্টেশন থেকে তারাকান্দি রেলওয়ে স্টেশন পর্যন্ত নিয়মিত চলাচল করে। ১৯৮৮ সালের ৩০ জানুয়ারি থেকে নিয়মিত যমুনা এক্সপ্রেস ট্রেনটি চলাচল করছে।

আপনি যদি ঢাকা টু তারাকান্দি এবং তারাকান্দি টু ঢাকা যাতায়াত করতে চান তাহলে যমুনা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, টিকেট মূল্য, ট্রেন কোথায় কোথায় থামে সহ বিস্তারিত তথ্য জানুন।

যমুনা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

ঢাকা টু তারাকান্দি এবং তারাকান্দি টু ঢাকা রুটে সপ্তাহের সাত দিন নিয়মিত চলাচল করে। এই রুটে যাতায়াতের সবচেয়ে জনপ্রিয় আন্তঃনগর ট্রেন যমুনা এক্সপ্রেস। নিচে যমুনা এক্সপ্রেস ট্রেনের নতুন সময়সূচী উল্লেখ করা হয়েছে।

BM Khalid Hasan Sujon
ট্রেন কোডট্রেন নামস্টেশন নামযাত্রার সময়পৌঁছানোর সময়ছুটির দিন
৭৪৫যমুনা এক্সপ্রেসঢাকা টু তারাকান্দি১৬:৪৫২২:৫০নেই
৭৪৬যমুনা এক্সপ্রেসতারাকান্দি টু ঢাকা০২:০০০৭:৩০নেই

যমুনা এক্সপ্রেস ট্রেনের টিকেট মূল্য

যমুনা এক্সপ্রেস ট্রেনে কয়েক শ্রোণীর টিকেট রয়েছে। এর মধ্যে শোভন, শোভন চেয়ার ও প্রথম সিট। নিচে যমুনা এক্সপ্রেস ট্রেনের টিকেট মূল্য উল্লেখ করা হয়েছে।

আসন বিভাগটিকেট মূল্য (১৫% ভ্যাট)
শোভন২১০ টাকা
শোভন চেয়ার২৫০ টাকা
প্রথম সিট৩৮৬ টাকা

ঢাকার কমলাপুর ও তারাকান্দি রেলওয়ে স্টেশন থেকে যমুনা এক্সপ্রেস ট্রেনের টিকেট কাটতে পারবেন। এছাড়া বাংলাদেশ রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন টিকেট বুকিং করতে পারবেন। অনলাইন টিকেটের সাথে ২০ টাকা অতিরিক্ত চার্জ প্রযোজ্য।

যমুনা এক্সপ্রেস ট্রেন কোথায় কোথায় থামে

যমুনা এক্সপ্রেস ঢাকা টু তারাকান্দি এবং তারাকান্দি টু ঢাকা যাত্রাপথে বিভিন্ন স্টেশনে যাত্রাবিরতি করে। যাত্রাবিরতি এসব রেলস্টেশনের নাম ও সময়সূচী নিচে উল্লেখ করা হয়েছে।

যাত্রাবিরতি স্টেশন নামঢাকা থেকে (৭৪৫)তারাকান্দি থেকে (৭৪৬)
ঢাকা বিমানবন্দর রেলস্টেশন১৭:০৮০৬:৩৭
জয়দেবপুর রেলস্টেশন ১৭:৩৪০৬:১২
গফরগাঁও রেলস্টেশন১৮:৪২০৫:০৯
ময়মনসিংহ রেলস্টেশন২১:৩০০৪:২৫
জামালপুর রেলস্টেশন২১:২২০৩:০৬
সরিষাবাড়ি রেলস্টেশন২২:০৮০২:১৫

যমুনা এক্সপ্রেস ট্রেন কোড

ঢাকা টু তারাকান্দি যমুনা এক্সপ্রেস ট্রেন কোড ৭৪৫ এবং তারাকান্দি টু ঢাকা যমুনা এক্সপ্রেস ট্রেন কোড ৭৪৬।

BM Khalid Hasan Sujon

যমুনা এক্সপ্রেস সাপ্তাহিক ছুটির দিন

যমুনা এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের সাত দিন ঢাকা টু তারাকান্দি এবং তারাকান্দি টু ঢাকা নিয়মিত চলাচল করে। অর্থাৎ যমুনা এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক ছুটি নেই।

যমুনা এক্সপ্রেস ট্রেন এখন কোথায় আছে

মোবাইল ফোন দিয়ে যমুনা এক্সপ্রেস ট্রেন সহ সকল ট্রেনের অবস্থান ট্র্যাক করতে পারবেন এসএমএস সার্ভিসের মাধ্যমে। এজন্য আপনার মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন

TR <স্পেস> ট্রেন নাম্বার বা ট্রেন কোড এবং পাঠিয়ে দিন 16318 নাম্বারে। ফিরতি এসএমএসে ট্রেনের অবস্থান জানতে পারবেন। এসএমএস চার্জ ৫.৫৬ টাকা।

উদাহরণ: TR 745 লিখে পাঠিয়ে দিবেন 16318 নম্বরে।

আরো পড়ুন