alternatetext
রাজেন্দ্র ইকো রিসোর্ট

রাজেন্দ্র ইকো রিসোর্ট, গাজীপুর

রাজেন্দ্র ইকো রিসোর্ট লিঃ (Rajendra Eco Resort) গাজীপুর জেলার রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট থেকে ৮ কিলোমিটার দূরে শালবনের ভিতর প্রায় ৮০ বিঘা জায়গার উপর যৌথ মালিকানায় গড়ে তোলা হয়েছে।

শালবনের ভিতর প্রাকৃতিক মনোরম পরিবেশে পরিকল্পিতভাবে এই রিসোর্ট তৈরি করা হয়েছে এবং রিসোর্টের সৌন্দর্য অক্ষুন্ন রাখতে আরো বনায়ন করা হয়েছে।

এই ইকো রিসোর্টে আগত অতিথিরা চাইলে লেকে বড়শি দিয়ে মাছ ধরা, নৌকা চালানো, সাইকেল চালানো ও সবজি ফার্ম ঘুরে দেখতে পারবেন। এখানে আরো রয়েছে সুইমিং পুল, ম্যাসেজ পার্লার ও ক্যাফেটেরিয়া।

রিসোর্টের মধ্যে ঘন অরণ্যের ভিতর মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ৪ তলা বিশিষ্ট অবজারভেশন টাওয়ার। এই টাওয়ার থেকে পাখির চোখে রিসোর্ট ও শাল বন পর্যবেক্ষন করতে পারবেন।

BM Khalid Hasan Sujon

রাজেন্দ্র ইকো রিসোর্টে রাত্রিযাপন করার জন্য রয়েছে ২৬ টি কটেজ পার্ক। এছাড়া রয়েছে কয়েকটি মাটির ঘর। তাই শহরের কোলাহল ছেড়ে সবুজের স্বাদ নিতে আজই চলে আসুন এই ইকো রিসোর্টে।

রাজেন্দ্র ইকো রিসোর্ট কিভাবে যাবেন

রাজধানী ঢাকা থেকে অনন্যা ক্লাসিক, অনন্যা সুপার, এগারোসিন্দুর বা রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টগামী যেকোনো বাসে চড়ে ক্যান্টনমেন্ট কলেজের নেমে যাবেন।

ক্যান্টনমেন্ট কলেজের সামনে থেকে সিএনজি বা অটোরিকশা করে বাম পাশের রাস্তা দিয়ে ৫ কিলোমিটার এগিয়ে গেলে গ্রিণটেক রিসোর্ট দেখতে পাবেন। এই গ্রিণটেক রিসোর্টের পাশের রাস্তা দিয়ে শাল বনের মধ্যে দিয়ে ২ কিলোমিটার পথ এগিয়ে গেলে পৌঁছে যাবেন রাজেন্দ্র ইকো রিসোর্টে।

BM Khalid Hasan Sujon

আপনার নিজস্ব পরিবহন থাকলে খুব সহজে এই রিসোর্ট যেতে পারবেন। এছাড়া ঢাকা থেকে উবার সার্ভিস ব্যবহার করে সরাসরি রিসোর্টে যেতে পারবেন। 

সীমাবদ্ধতা

  • গহীণ শাল বনে অবস্থিত এই রিসোর্টে বিশেষ কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই বললে চলে।
  • রিসোর্টটি বনের গভীরে হওয়ায় রিসোর্টে তেমন অতিরিক্ত কোনো খাবার পাওয়া যায় না।

কোথায় খাবেন

ইকো রিসোর্টে খাবার জন্য তাদের নিজস্ব রেস্টুরেন্ট ব্যবস্থা রয়েছে। তাদের নিজস্ব জমিতে অর্গানিকভাবে উৎপাদিত প্রাকৃতিক খাবারের স্বাদ পাবেন।

এখানে খাবারের তালিকায় রয়েছে সাদা ভাত, ডাল, মুরগির মাংস, সবজি ও কয়েক প্রকারের ভর্তা।

BM Khalid Hasan Sujon

খরচ ও প্যাকেজ

রাজেন্দ্র রিসোর্টে জনপ্রতি রাত্রিযাপন করতে খরচ হবে ৪,০০০ টাকা। ২ জন রাত্রিযাপন করতে খরচ হবে ৬,০০০ টাকা। সারাদিনের জন্য রিসোর্টে জনপ্রতি রুম ভাড়া ৩,০০০ টাকা এবং ২ জনের জন্য ৪,০০০ টাকা।

Room TypesRoom Price
Day Long Couples7,ooo Tk
Platinum Room 28,500 Tk
Mud House Room 8,000 Tk

সাথে সকালের নাস্তা ও দুপুরের লাঞ্চ যুক্ত রয়েছে। সুইমিং পুল ও অন্যান্য সুবিধা ব্যবহার করার জন্য কোনো চার্জ দিতে হবে না। সময়ের সাথে উল্লেখিত ভাড়া কম বেশি হতে পারে।

যোগাযোগ তথ্য

গাজীপুর জেলার অবস্থিত আরো রিসোর্ট সমূহ

Similar Posts