রানা রিসোর্ট খুলনা – কিভাবে যাবেন, টিকেট মূল্য ও রুম ভাড়া
রানা রিসোর্ট খুলনা (Rana resort Khulna) বটিয়াঘাটার পশুর নদীর অববাহিকায় তৈরি করা হয়েছে “রানা রিসোর্ট অ্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক (Rana resort & amusement park)”. খুলনা ও তার আশেপাশে ভ্রমণপিয়াসী মানুষের বিনোদনের কথা মাথায় রেখে এই এই রিসোর্টটি তৈরি করা হয়েছে।
নাগরিক জীবনে কর্ম ব্যস্ততা থেকে একটু হাফ ছেড়ে বাঁচতে প্রাকৃতিক পরিবেশ পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে বিনোদন উপভোগ করার জন্য এই রিসোর্টে আসতে পারেন।
খুলনা শহরের অদূরে রানা রিসোর্টের অবস্থান হওয়ায় খুলনা সহ আশপাশ এলাকাবাসীর এটা আদর্শ স্থান। রিসোর্টে প্রবেশ করলে প্রশান্তিতে আপনার মন-প্রাণ ভরে যাবে। এখানকার সবকিছু সুন্দর পরিপাটি সাজানো-গোছানো।
এখানে রয়েছে আকর্ষণীয় সব রাইড, ওয়াটার কিংডম, পৃথিবীর বৃহত্তর ম্যানগ্রোভ সুন্দরবন ভ্রমণ (রিভারক্রুজ) সুবিধা, কৃত্রিমভাবে সৃষ্টি সাগরের উত্তাল ঢেউ (ঢেউয়ের উচ্চতা ৪-৫;ফুট), ওয়াটার স্লাইড ও ডিজে মিউজিক, সুইমিং পুল সহ রাত্রিযাপন করার জন্য আধুনিক কটেজ।
শিশুদের বিনোদনের জন্য এটি আদর্শ পার্ক বলতে পারেন। এখানকার প্রায় ৯ দশমিক ২৫ একর জায়গা নিয়ে শিশুদের বিনোদনের জন্য গড়ে তোলা হয়েছে ক্যারোসেল, নাগরদোলা, ট্রেন, বাম্পারনকার, ফেরিস হুইল, চিলড্রেন বাউঞ্চার, অক্টোপাস রাইড, সেল্ফ কন্ট্রোল্ড প্লেন, ফ্লাই কার, লেডি বাগ, জাম্পিং ফ্রগ, মটর রাইড, ওয়াটার স্লাইড রাইড, সুনামি পুল, কেবল কার সহ আরো বিভিন্ন রাইড।
এছাড়া স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও কর্পোরেট পিকনিক করার স্পট রয়েছে। সেখানে ১০০ থেকে ২০০০ জন্য পর্যন্ত অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব। এছাড়াও দর্শনাথীদের নামাজ আদায় করার জন্য মসজিদ ও গাড়ি পাকিং সু-ব্যবস্থা রয়েছে।
রানা রিসোর্ট অ্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক কিভাবে যাবেন
রানা রিসোর্ট অ্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে আসতে হলে প্রথমে খুলনা জিরো পয়েন্ট আসতে হবে। ঢাকার গাবতলী, সায়েদাবাদ, আব্দুল্লাহপুর, কল্যাণপুর বাস টার্মিনাল থেকে খুলনাগামী হানিফ, শ্যামলী, এস আলম, গ্রীন লাইন, টুঙ্গিপাড়া, ইমাদ সহ আরো বিভিন্ন পরিবহনে খুলনা জিরো পয়েন্ট আসতে হবে।
খুলনা জিরো পয়েন্ট থেকে বাস, মাইক্রোবাস, ইজিবাইক সহ যেকোনো পরিবহনে রানা রিসোর্টে আসতে পারবেন। খুলনা জিরো পয়েন্ট থেকে রিসোর্টের দূরত্ব মাত্র ১৫ কিলোমিটার।
রানা রিসোর্ট খুলনা সময়সূচী ও টিকেট মূল্য
রানা রিসোর্ট অ্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক প্রত্যেক দিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা থাকে। সপ্তাহের ৭ দিন রিসোর্ট অ্যান্ড পার্কটি খোলা থাকে।
পার্কে প্রবেশ টিকেট মূল্য জনপ্রতি ২৫০ টাকা। এছাড়া তাদের কয়েকটি স্পেশাল প্যাকেট রয়েছে। একেক প্যাকেজের সাথে রাত্রিযাপন সহ খাওয়া ও রাইড যুক্ত রয়েছে। আপনি যদি প্যাকেজ সহ টিকেট না কিনেন তাহলে পার্কের ভিতর প্রত্যেকটি রাইড চড়ার জন্য আলাদা টিকেট কাটতে হবে।
আমার পরামর্শ হলো পার্কের প্রবেশ টিকেটের সাথে সাথে বিভিন্ন প্যাকেজ যুক্ত রয়েছে সেখান থেকে পছন্দতম প্যাকেজ নিবেন। তাহলে কম খরচে বিভিন্ন রাইড উপভোগ করতে পারবেন।
আমাদের নতুন ও স্পেশাল প্যাকেজ সমূহ
স্পেশাল প্যাকেজ ১: মূল্য ৩,৮০০ টাকা
- ডিলাক্স ক্যাপল রুম: ক্যাপল বেড, এসি, ফ্রিজ, টিভি, ফ্রি ওয়াইফাই, ০১ লিটার পানির বোতল, চা তৈরী সরঞ্জাম, কেটলি এবং টয়লেট্রিজ।
- রাইড (২ জন): পার্কের প্রবেশ, ওয়েভপুল, ওয়াটার স্লাইড ( সিংঙ্গেল)।
স্পেশাল প্যাকেজ ২: মূল্য ৪,২০০ টাকা
- ডিলাক্স ক্যাপল রুম: ক্যাপল বেড, এসি, ফ্রিজ, টিভি, ফ্রি ওয়াইফাই, ০১ লিটার পানির বোতল, চা তৈরী সরঞ্জাম, কেটলি এবং টয়লেট্রিজ।
- রাতের খাবার (২ জন): সাদা ভাত, মুরগী ভুনা, মিক্সড সবজী, প্লেন ডাল ও বোতল পানি ( ৫০০ এম এল)।
- ২ জনের জন্য সকালের কমপ্লিমেনটরি নাস্তা।

প্যাকেজ ১: প্যাকেজ মূল্য ৮০০ টাকা
- প্রবেশ, অক্টোপাস, সেল্ফ কন্ট্রোল প্লেন, কেবল কার, ট্রেন।
প্যাকেজ ২: প্যাকেজ মূল্য ৮৮০ টাকা
- প্রবেশ, ওয়েভপুল, ওয়াটার স্লাইড (সিঙ্গেল), ট্রেন।
প্যাকেজ ৩: প্যাকেজ মূল্য ১১৬০ টাকা
- প্রবেশ, ওয়েভপুল, ওয়াটার স্লাইড (ডাবল)।
- দুপুরে খাবার: চিকেন বিরানি, ডিম সিদ্ধ, সালাদ, সফট ড্রিংকস (২৫০ এম এল) ও পানি ( ৫০০ এম এল)।
প্যাকেজ ৪: প্যাকেজ মূল্য ১২৫০ টাকা
- প্রবেশ, সেল্ফ কন্ট্রোল প্লেন, ট্রেন, কেবল কার, ওয়েভ পুল, ওয়াটার স্লাইড (ডাবল)।
প্যাকেজ ৫: প্যাকেজ মূল্য ১৮০০ টাকা
- প্রবেশ, অক্টোপাস, বাম্পার কার, সেল্ফ কন্ট্রোল প্লেন, ফ্লাইং কার, ক্যারোসেল রাইড, মোটর কার, লেডি বাগ, ফেরিস হুইল, কেবল কার, ট্রেন।
প্যাকেজ ৬: প্যাকেজ মূল্য ২৫০০ টাকা
- প্রবেশ টিকেট, অক্টোপাস, বাম্পার কার, সেল্ফ কন্ট্রোল প্লেন, ফ্লাইং কার, ক্যারোসেল রাইড, মোটর কার, লেডি বাগ, ফেরিস হুইল, কেবল কার, ট্রেন, ওয়েভপুল, ওয়টার স্লাইড (ডাবল)।
প্যাকেজ ৭: প্যাকেজ মূল্য ২৮০০ টাকা
- প্রবেশ টিকেট, অক্টোপাস, বাম্পার কার, সেল্ফ কন্ট্রোল প্লেন, ফ্লাইং কার, ক্যারোসেল রাইড, মোটর কার, লেডি বাগ, ফেরিস হুইল, ওয়েভপুল, ওয়টার স্লাইড (সিঙ্গেল ), ওয়াটার স্লাইড (ডাবল), ট্রেন, জাম্পিং ফ্রগ, কেবল কার, চিলড্রেন বাউঞ্চার।
প্যাকেজ ৮: প্যাকেজ মূল্য ৩১৫০ টাকা
- প্রবেশ টিকেট, অক্টোপাস, বাম্পার কার, সেল্ফ কন্ট্রোল প্লেন, ফ্লাইং কার, ক্যারোসেল রাইড, মোটর কার, লেডি বাগ, ফেরিস হুইল, ওয়েভপুল, ওয়টার স্লাইড (সিঙ্গেল), ওয়াটার স্লাইড (ডাবল), ট্রেন, জাম্পিং ফ্রগ, কেবল কার, চিলড্রেন বাউঞ্চার।
- দুপুরের খাবার: চিকেন বিরানি, ডিম সিদ্ধ, সালাদ, সফট ড্রিংকস (২৫০ এম এল) ও পানি (৫০০ এম এল)।
খাওয়া-দাওয়া ব্যবস্থা
রানা রিসোর্ট অ্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে খাবার জন্য রেস্টুরেন্টে রয়েছে। সেখান থেকে আপনার পছন্দের খাবার খেতে পারবেন। প্রবেশ টিকেটের সাথে খাবার ম্যেনু যুক্ত করা রয়েছে।
খাবারের তালিকায় সাদা ভাত, মুরগী ভুনা, মিক্সড সবজি, ডাল, চিকেন বিরানি, ডিম, সালাদ, সফট ড্রিংকস, মিনারেল ওয়াটার পানির বোতল ৫০০ মিলি। এছাড়া সকালের নাস্তায় ডিম, খেচুড়ি / পরোটা, ভর্তা, সবজি, মিনারেল ওয়াটার বোতল ৫০০ মিলি।
রানা রিসোর্ট খুলনা কোথায় থাকবেন
রানা রিসোর্ট অ্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে রাত্রিযাপন করার জন্য আধুনিক কটেজ রয়েছে। এখানে ডিলাক্স কাপল রুম, ফ্যামেলি রুম সহ আরো বিভিন্ন ধরনের রুম রয়েছে। আপনি ও আপনার পরিবার-পরিজন নিয়ে নিশ্চিতে বিশ্রাম ও রাত্রিযাপন করতে পারবেন।
রুম ভাড়া টিকেট প্যাকেজের সাথে যুক্ত রয়েছে। এক প্যাকেজে রিসোর্টে প্রবেশ, রাইড চড়া, খাওয়া সহ রাত্রিযাপন করতে পারবেন।
এছাড়া এখানে পিকনিক স্পট রয়েছে। সেখানে ১০০ জন থেকে ২০০০ জন পর্যন্ত পিকনিকের আয়োজন করতে পারবেন। পিকনিক ছাড়াও এখানে বিভিন্ন ইভেন্টের আয়োজন করতে পারবেন। পিকনিকের স্পট ভাড়া নিতে অগ্রিম যোগাযোগ করুন।
যোগাযোগের তথ্য
- ঠিকানা: বরুণপাড়া, দাকোপ রোড, বটিয়াঘাটা, গঙ্গারামপুর, খুলনা, বাংলাদেশ
- মোবাইল নাম্বার: 01709-934755, 01318-250879
- ইমেইল: info@ranaresortbd.com
- ওয়েবসাইট
- ফেসবুক পেজ
হেড অফিস
- ঠিকানা: হামিদ সেন্টার (৩য় তলা), ৪২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫
- মোবাইল নাম্বার: 01709-934748
- ইমেইল: rrapl.wg@gmail.com
আরো পড়ুন