লেকশোর রিসোর্ট কাপ্তাই, রাঙ্গামাটি

লেকশোর রিসোর্ট কাপ্তাই (Lakeshore resort kaptai) বাংলাদেশের কাপ্তাইমুখের কাপ্তাই হ্রদের তীরে অবস্থিত। সুন্দর মনোরম পরিবেশ হ্রদের নীল জল ও সবুজে ঘেরা শান্ত পরিবেশে এই রিসোর্টটি তৈরি করা হয়েছে।

রিসোর্টের মধ্যে প্রবেশ করার জন্য লম্বা কাঠের একটি ঝুলন্ত সেতু পার হয়ে রিসোর্টে প্রবেশ করতে হবে। ঝুলন্ত কাঠের সেতু থেকে কাপ্তাই লেকের সুন্দর একটি ভিউ উপভোগ করতে পারবেন।

লেকশোর রিসোর্ট আকারে ছোট হলেও প্রকৃতিক পরিবেশে তৈরি করা হয়েছে। বর্তমানে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রিসোর্টটি পরিচালনা করা হয়। তাই নিরাপত্তার জন্য কোনো চিন্তা করতে হবে না।

এই রিসোর্টে রাত্রিযাপন করার জন্য মোট ৬ টি রুম, গোসল করার জন্য সুইমিং পুল, লেকে ঘুরে বেড়ানোর জন্য নৌকা রয়েছে। লেকে নৌকায় ঘুরতে প্রতি ঘন্টা ১,৫০০ টাকা লাগবে। আপনার পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী ভাড়ার পরিমান কম-বেশি হতে পারে।

যারা রিসোর্টে রাত্রিযাপন করবেন তাদের জন্য সুইমিং পুল ফ্রি। তাছাড়া যারা দিনের বেলা ঘোরাঘুরি করার জন্য এসে সুইমিং পুল ব্যবহার করবেন তাদের প্রতি ঘন্টা ২৫০ টাকা দিয়ে টিকিট কাটতে হবে। লেকে কাইকিং বোড নিয়ে ঘোরাঘুরি করার জন্য প্রতি ঘন্টা ২৫০ টাকা।

এছাড়া লেকশোর রিসোর্টে পিকনিক স্পট রয়েছে। সেখানে পরিবার-পরিজন ও বন্ধ-বান্ধব নিয়ে পিকনিক করতে পারবেন। আরো রয়েছে হেলিপ্যাড সুবিধা।

লেকশোর রিসোর্ট কাপ্তাই কিভাবে যাবেন

লেকশোর রিসোর্ট কাপ্তাই যাওয়ার জন্য প্রথমে আপনাকে কাপ্তাই যেতে হবে। সেখান থেকে সিএনজি করে সরাসরি লেকশোর রিসোর্টে যেতে পারবেন। কাপ্তাই নতুন বাজার বাস টার্মিনাল থেকে রিজার্ভ সিএনজিতে কাপ্তাই লেকশোর রিসোর্ট যেতে ভাড়া লাগবে ৬০০ টাকা থেকে ৭০০ টাকা।

চট্টগ্রাম থেকে কাপ্তাই

বাসে চট্টগ্রাম থেকে কাপ্তাই যাওয়ার জন্য বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে কাপ্তাইগামী বাসে জনপ্রতি ১২০ টাকা ভাড়া দিয়ে কাপ্তাই নতুন বাজার বাস টার্মিনাল যেতে পারবেন। সেখান থেকে সিএনজি করে লেকশোর রিসোর্ট যেতে পারবেন।

ঢাকা থেকে কাপ্তাই

বাসে ঢাকা থেকে কাপ্তাই যাওয়ার জন্য ঢাকার গাবতলী, সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে সৌদিয়া পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহনে কাপ্তাই যেতে পারবেন। এসি নন এসি বাস ভেদে জনপ্রতি ভাড়া লাগবে ৭০০ টাকা থেকে ১,৩০০ টাকা পর্যন্ত। বাসে যেতে সময় লাগবে ৭ থেকে ৮ ঘন্টা।

বুকিং ও যোগাযোগ তথ্য

  • ঠিকানা: লেকশোর রিসোর্ট, কাপ্তাই, কাপ্তাইমুখ, রাঙ্গামাটি, বাংলাদেশ।
  • মোবাইল নাম্বার (অগ্রিম বুকিং): 01859-778065
  • ফেসবুক পেজ

লেকশোর রিসোর্টে রাত্রিযাপন করার জন্য কমপক্ষে ৭ দিন আগে অগ্রিম রুম বুকিং দিয়ে যাবেন।

কোথায় থাকবেন

লেকশোর রিসোর্টে থাকার জন্য চমৎকার সব রুম রয়েছে। প্রত্যেকটি রুম থেকে লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এখানে ডিলাক্স রুম, কটেজ রুম বেম্বো রুম সহ প্রত্যেকটি রুমের ভাড়া প্রতি রাতের জন্য ৬,৫০০ টাকা।

রুমের সাথে বিনামূল্যে সকালে নাস্তা, সুইমিং পুল ব্যবহার, গ্লাস রুমে প্রবেশাধিকার, বিনামূল্যে রিসোর্ট এন্ট্রি, বিনামূল্যে পিকনিক স্পট এবং গাড়ি পাকিং সুবিধা পাবেন।

যাদের বাজেট কম তারা দিনের প্যাকেজে এই রিসোর্টে ঘুরে কাপ্তাই শহরে আবাসিক হোটেলে রাত্রিযাপন করতে পারবেন। এসব আবাসিক হোটেল গুলোতে কম খরচে থাকতে পারবেন।

কাপ্তাই আবাসিক হোটেল গুলোর মধ্যে হোটেল গোল্ডেন হিল, হোটেল লেক ভিউ, হোটেল সুফিয়া ও হোটেল গ্রিন ক্যাসেল উল্লেখযোগ্য। এছাড়া থাকার জন্য আরো অনেক হোটেল রয়েছে।

কোথায় খাবেন

লেকশোর রিসোর্টে খাবার জন্য তাদের নিজস্ব খাবার ডাইনিং রয়েছে। খাবারের জন্য অগ্রিম খাবার অর্ডার দিতে হবে। তাছাড়া যারা এখানে রাত্রিযাপন করবেন তাদের জন্য বিনামূল্যে সকালের নাস্তার ব্যবস্থা রয়েছে। সকালের নাস্তায় ডিম ভাজি ও খিচুড়ি বা পরোটা, ডাল ও ডিম ভাজি।

এখানে খাবার জন্য ভাত, লেকের মাছ, মুরগির কিচেন, সবজি, মাছের ভর্তা, ডাল ইত্যাদি খেতে পারবেন। বাহিরের তুলনায় এখানে খাবারের দাম কিছুটা বেশি।

এছাড়া বাহিরের খাবার হোটেল থেকে খাবার খেতে পারবেন। কাপ্তাই খাবার জন্য সেরা দুইটি খাবার হোটেল হল জুম রেস্তোরাঁ ও প্যারাডাইস ক্যাফে। এখানে ২৫০ টাকা থেকে ৫০০ টাকার মধ্যে দুপুর ও রাতের খাবার খেতে পারবেন।

আরো পড়ুন

Leave a Comment