alternatetext
লেক ভিউ আইল্যান্ড

লেক ভিউ আইল্যান্ড, কাপ্তাই, রাঙ্গামাটি

লেক ভিউ আইল্যান্ড (Lake view island) পর্যটন কেন্দ্র ২০১৭ সালে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে রাঙ্গামাটি জেলার কাপ্তাই লেকে গড়ে তোলা হয়েছে। লেকের ভিতর পাশাপাশি দুইটি টিলায় ৪ একরের বেশি জায়গা নিয়ে এই আইল্যান্ড তৈরি করা হয়েছে।

নৌকায় যখন লেকে ভ্রমণ করবেন তখন পাহাড়ী টিলার গায়ে বড় করে LAKE VIEW ISLAND লেখা দেখতে পাবেন। লেক থেকে ইট কংক্রিটের সিঁড়ি বেয়ে উপরে উঠতেই দেখতে পাবেন সবুজে ঘেরা কটেজ গুলো। এখানে দৃষ্টিনন্দন সব কটেজ তৈরি করা হয়েছে।

এসি নন এসি সব ধরনের কটেজ এখানে রয়েছে। কটেজ পার হলে দেখতে পানিতে ভাসমান কাঠের তৈরি একটি বিশাল “বজরা”। চিত্রশিল্পী সুলতানের ” বজরা” এর আদলে বানানো হয়েছে এই বজরা। যার নাম দেওয়া হয়েছে “নীলকৌড়ি”।

এই নীলকৌড়ি কোনো পাখি না, এটি ৫০ ফুট দৈর্ঘ্যের অভিজাত একটি নৌকা। যা তৈরি করতে খরচ হয়েছে প্রায় ১২ লক্ষ টাকা। টাঙ্গুয়ার হাওরের মতো এই নৌকায় এসি নন এসি রুমে রাত্রিযাপন করতে পারবেন।

BM Khalid Hasan Sujon

লেক ভিউ আইল্যান্ডে পর্যটকদের জন্য রয়েছে নীলকৌড়ি বজরা নৌকা, দৃষ্টিনন্দন কটেজ, মাছ ধরার সুব্যবস্থা, অ্যাডভেঞ্চার পার্ক ও হিলটপ সুইমিং পুল।

কাপ্তাই হ্রদে লেক ভিউ আইল্যান্ড ছাড়াও ঐতিহাসিক বাঁধের সাথে লাগোয়া টিলায় গড়ে তোলা হয়েছে “হিলটপ রিসোর্ট” নামে একটি কটেজ। আপনি চাইলে এই কটেজে রাত্রিযাপন করতে পারবেন।

এছাড়া শিশুদের খেলাধুলা করার জন্য ইয়েলো জোন ও অরেঞ্জ জোন নামে দুইটা কিডস কর্নার তৈরি করা হয়েছে। চা খাওয়ার জন্য গাছের উপর তৈরি করা হয়েছে মাচাংঘর বা ট্রি হাউস। ঝুলন্ত সেতু ব্যবহার করে একটি মাচাং থেকে অন্য মাচাংয়ে যেতে হয়।

লেক ভিউ আইল্যান্ড বুকিং খরচ ও যোগাযোগ তথ্য

লেক ভিউ আইল্যান্ডে কটেজে রাত্রিযাপন করার পাশাপাশি যারা দিন ব্যাপী দর্শনার্থীদের জন্য ভোর ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত উন্মুক্ত থাকে। দিন ব্যাপী দর্শনার্থীদের জন্য প্রবেশ মূল্য ১৫০ টাকা।

যারা পিকনিকের জন্য আইল্যান্ডে আসতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে ৫০ জনের পিকনিক স্পট ভাড়া ১০,০০০ টাকা। সরকারি ছুটির দিন ভাড়া ১৫,০০০ টাকা এবং সাউণ্ড সিষ্টেম ভাড়া নিতে চাইলে ৫,০০০ টাকা লাগবে।

কাঠের তৈরি নীলকৌড়ি বজরা নৌকার ভাড়া ১ দিনের জন্য ১০,০০০ টাকা। নতুন কটেজ ভাড়া ৩,৬০০ টাকা, বেম্বো কটেজ ভাড়া ২,৬০০ টাকা এবং ভিআইপি স্যুট ৭,২০০ টাকা। কটেজ ছাড়াও রাত্রিযাপন করার জন্য তাবুর ব্যবস্থা রয়েছে। ২ জনের জন্য ১ রাতের জন্য ভাড়া ১,০০০ টাকা।

৭ বছরের শিশুদের জন্য ৫০% ছাড় রয়েছে। আইল্যান্ডে কর্মরত সেনা কর্মকর্তাদের জন্য ২৫% ছাড়া এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের জন্য ২০% ছাড়া রয়েছে। যারা লেকে বড়শি দিয়ে মাছ ধরবেন তাদের জন্য ১ দিনের জন্য প্রতি ছিপ ভাড়া ৫০০ টাকা।

BM Khalid Hasan Sujon

রুমের সাথে যা যা থাকছে:

  • ওয়েলকাম ড্রিংকস
  • চা এন্ড কফি
  • সুইমিং পুল
  • টয়লেট্রিজ ও কিট আইটেম
  • গাড়ি পাকিং সুবিধা ব্যবস্থা
  • ড্রাইভারের থাকার ব্যবস্থা

যোগাযোগ তথ্য

  • ঠিকানা: লেক ভিউ আইল্যান্ড, কাপ্তাই লেক, রাঙ্গামাটি।
  • মোবাইল নাম্বার: 01769-322183, 01769-322182, 01847-191421
  • ফেসবুক পেজ

কিভাবে যাবেন

বাসে চট্টগ্রাম থেকে কাপ্তাই

চট্টগ্রাম থেকে কাপ্তাই যাওয়ার জন্য চট্টগ্রাম শহরের বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে কাপ্তাই রুটে বাসে চড়ে কাপ্তাই জেটি ঘাঁট যেতে পারবেন। বাসে যেতে সময় লাগবে ২ ঘন্টা ৩০ মিনিটের মতো। চট্টগ্রাম থেকে কাপ্তাইয়ের দূরত্ব ৫৮ কিলোমিটার।

চাইলে চট্টগ্রাম শহর থেকে সিএনজি, নিজস্ব পরিবহন, মাইক্রোবাসে করে সরাসরি কাপ্তাই যেতে পারেন।

বাসে ঢাকা থেকে চট্টগ্রাম

বাসে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য ঢাকার গাবতলী, সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে গ্রীন লাইন, সৌদিয়া, হানিফ এন্টারপ্রাইজ, সোহাগ পরিবহন, এস আলম, টি আর ট্রাভেল ইত্যাদি পরিবহনে চট্টগ্রাম যেতে পারবেন। এসি নন এসি বাস ভেদে জনপ্রতি ভাড়া ৭০০ টাকা ২,৩০০ টাকা পর্যন্ত।

ট্রেনে ঢাকা থেকে চট্টগ্রাম

ট্রেনে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য ঢাকার কমলাপুর রেলস্টেশন বা বিমানবন্দর রেলস্টেশন থেকে পর্যটক এক্সপ্রেস, সুবর্ন এক্সপ্রেস, সোনার বাংলা এক্সপ্রেস, কক্সবাজার এক্সপ্রেস, মহানগর প্রভাতী/গোধূলী ও চট্টগ্রাম মেইল ট্রেনে চট্টগ্রাম যেতে পারবেন।

কোথায় থাকবেন

লেক ভিউ আইল্যান্ডে থাকার জন্য অনেক কটেজ ও তাবুর সুব্যবস্থা রয়েছে। তাই এখানে ঘুরতে এসে রাত্রিযাপন করার কোনো অসুবিধা হবে না। তাছাড়া সেনাবাহিনী কর্তৃক পরিচালিত আইল্যান্ডে নিরাপত্তার কথা চিন্তা করা লাগে না।

  • বেম্বো কটেজ ২,৬০০ টাকা
  • নতুন কটেজ ৩,৬০০ টাকা
  • ভি আই পি স্যুট ৭,২০০ টাকা
  • নীলকৌড়ি বজরা নৌকার ভাড়া ১০,০০০ টাকা
  • তাবু ভাড়া ১,০০০ টাকা

কোথায় খাবেন

লেক ভিউ আইল্যান্ডের ভিতর খাবার জন্য সেনা সদস্যদের তৈরি করা বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। এর মধ্যে স্পেশাল মিষ্টি, সমুচা, সিঙ্গারা, চটপটি, ফুচকা, ভুনা খিচুড়ি, চিকেন গ্রিল, চিকেন রোল, মোগলাই উল্লেখযোগ্য।

এছাড়া আইল্যান্ডের নিজস্ব রেস্টুরেন্ট ও ক্যান্টিন রয়েছে। যেখান থেকে নিজের পছন্দমত সুস্বাদু খাবার ও চা নাস্তা খেতে পারবেন।

আরো পড়ুন

Similar Posts