শহীদ জিয়া শিশু পার্ক, রাজশাহী

শহীদ জিয়া শিশু পার্ক (Shahid zia shishu park) রাজশাহী জেলা সদরের নওদাপাড়া বড় বনগ্রামে অবস্থিত রাজশাহী শহরের অন্যতম বিনোদন কেন্দ্র। ২০০৬ সালে প্রায় ১২.২১ একর জায়গায় নির্মিত জিয়া পার্ক রাজশাহী বাসীর কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।

জিয়া পার্কে দর্শনার্থীদের জন্য স্থাপন করা হয়েছে ১৯ টি আইটেমের ৭০ টি গেমস প্লে। এগুলো হল মিনি রেলকার, অক্টোপাস, সুপার সুইং, মেরী গো রাউন্ড, মনোরেল স্কাই বাইক, ফ্লুম রাইডস, বাম্পার কার, বাম্পার বোট, পেডেল বোট, কিডি রাইডস, হর্স রাইড, হানি সুইং, ফ্রগ জাম্প, বাউন্সি ক্যাসেল, প্যারাট্রুপার, টি কাপ রাইড, ফিজিওলজিক্যাল গেমস, ব্যাটারি কার ও থ্রিডি মুভি থিয়েটার।

শহীদ জিয়া শিশু পার্কের হ্রদের মাঝখানে কৃত্রিম তৈরি পাহাড় পার্কের সৌন্দর্য আরো বৃদ্ধি করেছে। পাহাড়ের মধ্যে দিয়ে মিনি রেলকার চলাচলের জন্য দুপাশে দুইটি ব্রিজ নির্মাণ করা হয়েছে।

বরফ ঘর সদৃশ ও বিচিত্র জন্তুর মুখের প্রবেশদ্বারের সাথে দোতলা ভবন রয়েছে। এই ভবনের দোতলায় নারী-পুরুষ উভয়ের জন্য আলাদা আলাদা নামাজের ঘর রয়েছে। এছাড়া জিয়া শিশু পার্কের ভেতরে বিভিন্ন স্থানে নারী পুরুষ উভয়ের জন্য বসার স্থান, পৃথক ড্রেসিং রুম ও পৃথক টয়লেট রয়েছে।

BM Khalid Hasan Sujon

শহীদ জিয়া শিশু পার্ক প্রবেশ টিকিট মূল্য ও সময়সূচী

জিয়া শিশু পার্কে জনপ্রতি প্রবেশ টিকিট মূল্য ২৫ টাকা। ২ বছরের নিচে বাচ্চাদের জন্য টিকিট লাগে না। পার্কের ভেতর রাইডে চড়ার জন্য আলাদা আলাদা টিকিট মূল্য রয়েছে।

পার্কটি প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। পার্কে গাড়ি পাকিং করার সু-ব্যবস্থা রয়েছে।

কিভাবে যাবেন

জিয়া শিশু পার্কে যেতে হলে প্রথমে আপনাকে রাজশাহী শহরে আসতে হবে। রাজশাহী শহরের যেকোনো স্থান থেকে সিএনজি বা অটোরিকশা ভাড়া করে খুব সহজে শহীদ জিয়া শিশু পার্ক যেতে পারবেন।

BM Khalid Hasan Sujon

ঢাকা থেকে রাজশাহী বাস ট্রেন ও বিমানে যেতে পারবেন। ঢাকার গাবতলী, কল্যাণপুর ও আব্দুল্লাহপুর বাস স্টেশন থেকে হানিফ, দেশ ট্রাভেল, একতা, শ্যামলী, বাবুল, সোহাগ, গ্রীন লাইন সহ রাজশাহীগামী যেকোনো পরিবহনে চড়ে রাজশাহী আসতে পারবেন। এসি, নন-এসি বাস ভেদে জনপ্রতি ভাড়া ৭০০ টাকা থেকে ১,৪০০ টাকা।

ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে পদ্মা, বনলতা, ধুমকেতু ও সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে চড়ে রাজশাহী যেতে পারবেন। পদ্মা এক্সপ্রেস ট্রেন মঙ্গলবার বাদে প্রতিদিন রাত ১০ টা ৪৫ মিনিটে, বনলতা এক্সপ্রেস ট্রেন শুক্রবার বাদে প্রতিদিন দুপুর ১ টা ৩০ মিনিটে, ধূমকেতু এক্সপ্রেস ট্রেন বৃহস্পতিবার বাদে প্রতিদিন সকাল ৬ টায় এবং সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন রবিবার বাদে প্রতিদিন দুপুর ২ টা ৩০ মিনিটে রাজশাহীর উদ্দেশ্য ছেড়ে যায়। ট্রেনের সিট ভেদে জনপ্রতি ভাড়া ৪৫০ টাকা থেকে ১,৫৪৭ টাকা।

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস-বাংলা, বিমান বাংলাদেশ, নভোএয়ার এয়ারলাইন্সে রাজশাহী বিমানবন্দর যেতে পারবেন। জনপ্রতি ভাড়া ৪২,০০ টাকা থেকে ৫,০০০ টাকা।

কোথায় থাকবেন

রাজশাহী শহরের থাকার জন্য অনেক আবাসিক হোটেল রয়েছে। এর মধ্যে হোটেল এশিয়া, হোটেল আনজুম, হোটেল হকস, হোটেল নাইস ইন্টারন্যাশনাল, হোটেল সুকর্ণ আবাসিক, হোটেল ডালাস ইন্টারন্যাশনাল, হোটেল আল আরাফাহ উল্লেখযোগ্য। রাজশাহীতে কম খরচে আবাসিক হোটেল সম্পর্কে বিস্তারিত তথ্য জানুন।

BM Khalid Hasan Sujon

এছাড়া রাজশাহী শহরে বাংলাদেশ পর্যটন করপোরেশনের মোটেল রয়েছে। এখানে ১,৯০০ টাকা থেকে ৪,৬০০ টাকার মধ্যে বিভিন্ন মানের রুম পাবেন। অগ্রিম বুকিং করুন 0721-775237.

কোথায় খাবেন

জিয়া শিশু পার্কের ভেতরে ফুসকা, চটপটি, ঝালমুড়ি, আইসক্রিম সহ আরো বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। রাজশাহী শহরের খাবার জন্য ভালো মানের অনেক হোটেল ও রেস্টুরেন্ট রয়েছে। এর মধ্যে হাইডআউট ক্যাফে, রহমানিয়া হোটেল, নর্থ বার্গ, ক্যালিস্টো, হাংরি হিরোস, কাচ্চি ভাই, গ্র্যান্ড রিভারভিউ হোটেল, মাস্টারশেফ হোটেল উল্লেখযোগ্য।

আরো পড়ুন