শালবন বিহার কোথায় অবস্থিত
শালবন বিহার বাংলাদেশ প্রাচীন সভ্যতার নিদর্শন গুলোর মধ্যে অন্যতম একটি। শালবন বিহার বাংলাদেশের কুমিল্লা জেলার লালমাই ময়নামতি অবস্থিত। এই বিহারটির আশপাশে এক সময় অনেক শাল ও গজারির ঘন বন ছিলো বলে এই বিহারটির নামকরণ হয়েছে শালবন বিহার। তাছাড়া সন্নিহিত গ্রামের নাম ও শালবন।
শালবন বিহারটি পাহাড়পুর বৌদ্ধ বিহারের আকারের দিক থেকে কিছুটা ছোট। ১৮৭৫ সালে কোটবাড়ি এলাকায় রাস্তা তৈরি করার সময় একটি ইমারতের ধ্বংশাবশেষ অনেকে প্রতক্ষ করেন। তখন এটিকে প্রাচীন দূর্গের একটি অংশ হিসাবে ধারণা করা হচ্ছিল।
ধারণা করা হয় শালবন বিহারটি ৭ম শতাব্দীর শেষ সময়ে দেববংশের চতুর্থ রাজা শ্রীভবদেব নির্মাণ করেন। বিভিন্ন সময় এই বিহারের ছয়টি স্থাপনা নির্মাণ ও পুনঃনির্মাণের কথা জানা গেছে। ধারণা করা হয় ৮ম শতাব্দীর মধ্যে ৩য় বার কেন্দ্রীয় মন্দির ও বিহার সংস্থার করা হয়। এরপর পর্যায়ক্রমে ৮ম ও ৯ম শতাব্দীতে ৪র্থ ও ৫ম বারের মতো সংস্থার করা হয়।
শালবন বিহার আকারে চৌকো এবং বিহারের প্রত্যেকটি বাহু ১৬৭.৭ মিটার দীর্ঘ। এর চার দিকে ৫ মিটার পুরু দেয়াল রয়েছে। বিহারে প্রবেশ ও বের হওয়ার জন্য একটি মাত্র পথ ছিল। প্রতিটি কক্ষের মাঝে ১.৫ মিটার চওড়া দেয়াল রয়েছে এবং বিহারের ঠিক মাঝখানে কেন্দ্রীয় মন্দির ছিল।
বিহারে মোট ১১৫ টি কক্ষ আছে। কক্ষের সামনে ৮.৫ ফুট চওড়া বারান্দা ও বারান্দা শেষ প্রান্তে অনুচ্চ দেয়াল। প্রত্যেকটি কক্ষের দেয়ালে ৩টি করে কুলুঙ্গি আছে এবং কুলুঙ্গিতে দেবদেবীর মূর্তি ও তেলের প্রদীপ রাখা হতো। এই কক্ষ গুলোতে বৌদ্ধ ভিক্ষুরা থাকতেন এবং তারা বিদ্যাশিক্ষা ও ধর্মচর্চা করতেন।
শালবন বিহার কোথায় অবস্থিত
শালবন বৌদ্ধ বিহার বাংলাদেশ কুমিল্লা জেলার লালমাই ময়নামতি অবস্থিত। দেশে প্রত্নস্থলের অসংখ্য প্রাচীন স্থাপনা গুলোর মধ্যে একটি এই বৌদ্ধ বিহার। এটি ১২০০ প্রত্নতাত্ত্বিক এলাকা হিসাবে চিহ্নিত।
শালবন বিহারের নির্মাতা কে
মনে করা হয় খৃস্টীয় ৭ম শতাব্দীর শেষে এবং ৮ম শতাব্দীর প্রথমে দেববংশের চতুর্থ রাজা শ্রীভবদেব এই শালবন বৌদ্ধ বিহারটি তৈরি করেন।
শালবন বিহার কোন জেলায় অবস্থিত
শালবন বৌদ্ধ বিহার বাংলাদেশের কুমিল্লা জেলার লালমাই-ময়নামতি অবস্থিত। এই বৌদ্ধ বিহারের পূর্ব নাম ছিলো ভবদেব মহাবিহার।
শালবন বিহার কোন সভ্যতার নিদর্শন
শালবন বৌদ্ধ বিহার বাংলাদেশের প্রাচীন সভ্যতার নিদর্শন গুলোর মধ্যে একটি। প্রত্নস্থলের অসংখ্য প্রাচীন স্থাপনা গুলোর মধ্যে এই বৌদ্ধ বিহার একটি। এটি ১,২০০ প্রত্নতাত্ত্বিক এলাকা হিসাবে চিহ্নিত করা হয়েছে।
আরো পড়ুন