alternatetext
শিমুল বাগান সুনামগঞ্জ

শিমুল বাগান সুনামগঞ্জ – কখন যাবেন, কিভাবে যাবেন, খরচ ও ট্যুর প্ল্যান

শিমুল বাগান সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীর নিকটবর্তী মানিগাঁ গ্রামে ১০০ বিঘা জায়গা জুড়ে গড়ে তোলা হয়েছে। এখানে প্রায় ৩ হাজার শিমুল গাছ রয়েছে। এটি বাংলাদেশের সবচেয়ে বড় শিমুল বাগান।

২০০৩ সালে সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার লাউয়ের গড়ে বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান ও সুনামধন্য ব্যবসায়ী জয়নাল আবেদীন শৌখিনতার বসে এই বাগান শুরু করেন। ধীরে ধীরে বড় হয়ে উঠা এই শিমুল গাছ গুলো এখন শিমুল বাগানে পরিনতি হয়ে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন স্থান হয়ে উঠেছে।

বসন্তের সময় এখানে বেডাতে আসলে শিমুল গাছে ফুটে ওঠে লাল টুকটুকে ফুল দেখতে পাবেন। একদিকে টাঙ্গুয়ার হাওর, একদিকে মেঘলয় পাহাড়ের পাদদেশে যাদুকাটা নদীর মধ্যস্থলে শিমুল বাগান দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন শতশত পর্যটক ছুটে আসেন।

বাগানের মধ্যে ঝরা পড়া লাল ফুলের উপর দিয়ে হাঁটলে আপনার মনে হবে লালগালিচার উপর দিয়ে হাঁটছেন। ঝড়ে পড়া লাল শিমুল ফুল দিয়ে স্থানীয় লোকেরা লাভ করে ভিতরে আপনার ভালবাসার মানুষের নাম লিখে নিতে পারবেন।

BM Khalid Hasan Sujon

এছাড়া দোলনায় বসা এবং ঘোড়ার পিঠে চড়ে সম্পূর্ণ বাগান ঘুরে দেখতে পারবেন। ছবি তোলার জন্য রয়েছে ক্যামেরা ম্যান। ছবি তোলার আগে অবশ্যই দামাদামি করে নিবেন।

কখন শিমুল বাগান যাবার উপযুক্ত সময়

শিমুল বাগানের আসল সৌন্দর্য উপভোগ করার জন্য বছরের দুই সময় এখানে যেতে পারেন। যদি লাল টুকটুকে শিমুল ফুল দেখতে চান তাহলে ফাল্গুন মাসেন শুরুর দিকে যেতে হবে। ইংরেজি মাসের ১৫ জানুয়ারি থেকে মার্চ মাসের প্রথমের মধ্যে গেলে সেখানকার লাল টুকটুকে শিমুল বাগান উপভোগ করতে পারবেন। এই সময় শিমুল ফুল ফোটে।

আর যদি সবুজ শিমুল বাগান উপভোগ করতে চান তাহলে বর্ষা মৌসুমে যেতে হবে। বর্ষা মৌসুমে টাঙ্গুয়ার হাওর পানিতে পূর্ণ থাকে। তখন নৌকায় চড়ে টাঙ্গুয়ার হাওর ও ঘুরে দেখতে পারবেন।

BM Khalid Hasan Sujon

শিমুল বাগান সুনামগঞ্জ কিভাবে যাবেন

শিমুল বাগান ঘুরতে যেতে হলে প্রথমে আপনাকে সুনামগঞ্জ যেতে হবে। ঢাকার গাবতলী, সায়েদাবাদ, ফকিরাপুল, আব্দুল্লাহপুর থেকে শ্যামলী, এনা, হানিফ, গ্রীন লাইন, এস আলম সোহাগ পরিবহন সহ আরো বিভিন্ন পরিবহনের এসি / নন-এসি বাস নিয়মিত চলাচল করে।

এসি/নন-এসি বাস ভেদে জনপ্রতি ভাড়া ৭০০ টাকা থেকে ১,৩০০ টাকা পর্যন্ত। ঢাকা থেকে সুনামগঞ্জ বাসে যেতে সময় লাগবে ৬ ঘন্টা।

ঢাকা থেকে ট্রেনে সুনামগঞ্জ যেতে ঢাকা কমলাপুর রেলস্টেশন থেকে সিলেটগামী যেকোনো ট্রেনে চড়ে সিলেট যাবেন। সিলেটের কুমারগাও বাসস্ট্যান্ড থেকে সুনামগঞ্জগামী বিরতিহীন বাসে চড়ে জনপ্রতি ১০০ টাকা ভাড়া দিয়ে সুনামগঞ্জ যেতে পারবেন। যেতে সময় লাগবে ২ ঘন্টা।

সুনামগঞ্জ সুরমা ব্রিজের উপর থেকে বারিক্কা টিলা যাওয়ার জন্য অটোরিকশা, সিএনজি ও মোটরসাইকেল পাবেন। ২ জন মিলে মোটরসাইকেল ভাড়া নিয়ে যেতে পারবেন বারিক্কা টিলা। মোটরসাইকেল ভাড়া লাগবে ৪০০ টাকা থেকে ৪৫০ টাকা। যেতে সময় লাগবে দেড় ঘন্টা। বারিক্কা টিলা নেমে যে কাউকে জিজ্ঞেস করলে শিমুল বাগান দেখিয়ে দিবে।

BM Khalid Hasan Sujon

শিমুল বাগান সুনামগঞ্জ প্রবেশ টিকেট মূল্য

শিমুল বাগানে প্রবেশ টিকেট মূল্য জনপ্রতি ৫০ টাকা।

কোথায় খাবেন

শিমুল বাগানের মধ্যে খাবার জন্য অস্থায়ী কিছু খাবারের দোকান রয়েছে। প্রয়োজনে এসব দোকান থেকে হালকা খাবার খেতে পারেন। এছাড়া বারিক্কা টিলা বাজার, লাউড়েরগর বাজার, বাদাঘাট বাজার ও বড়ছড়া বাজারে দেশি মানের কিছু খাবার হোটেল রয়েছে।

এসব হোটেল খুব ভালো মানের খাবার না পেলেও স্থানীয় তাজা সবজি, হাওরের বিভিন্ন তাজা মাছ, মাছের ভর্তা, ডাল, মাংস সহ কয়েক পদের খাবার খেতে পারবেন।

ভালো মানের খাবার খেতে চাইলে সুনামগঞ্জ শহরে আসতে হবে। সেখানে ভালো মানের রেস্টুরেন্ট থেকে পছন্দের খাবার খেতে পারবেন। এছাড়া বর্ষার মৌসুমে এসে হাউজ বোড নিলে হাউজ বোডে খাবার ব্যবস্থা থাকে।

কোথায় থাকবেন

শিমুল বাগানের আশেপাশে থাকার মতো তেমন ভালো কোনো হোটেল নেই। অধিকাংশ দর্শনার্থীরা দিনে এসে ঘুরে দেখে দিনে চলে যায়। তারপরও যদি থাকতে চান তাহলে টেকেরঘাট নীলাদ্রী লেকের কাছে বড়ছড়া বাজারে হোটেল নীলাদ্রী, হোটেল খন্দকার, মেঘালয়া গেস্ট হাউজে থাকতে পারবেন। প্রতি রাতের জন্য ভাড়া লাগবে ৬০০-১০০০ টাকা।

শিমুল বাগানের পাশে বাদাঘাট বাজারে আল মদিনা হোটেলে থাকতে পারবেন। এখানে ভাড়া তুলনামূলক অনেক কম। এছাড়া যারা ভালো মানের হোটেলে থাকতে চাচ্ছেন তারা সুনামগঞ্জ শহরে গিয়ে থাকতে পারেন। সুনামগঞ্জ শহরে ১০০০ টাকা থেকে ৪,০০০ টাকার মধ্যে থাকার জন্য ভালো মানের হোটেল পাবেন।

শিমুল বাগান বেড়াতে গিয়ে রাত্রিযাপন করার জন্য নিচের উল্লেখ কয়েকটি হোটেল সমূহের নাম ঠিকানা উল্লেখ করা হল।

  • হোটেল টাংগুয়া ইন, তাহিরপুর বাজার
  • হিজল রিসোর্ট এন্ড রেস্টুরেন্ট, টেকেরঘাট
  • হোটেল নূর, পূর্ব বাজার স্টেশন রোড় সুনামগঞ্জ
  • হোটেল নূরানী, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ
  • হোটেল প্যালেস, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ
  • হোটেল সারপিনিয়া, জগন্নাথবাড়ী রোড, সুনামগঞ্জ

আশেপাশে দর্শনীয় স্থান সমূহ

সুনামগঞ্জ শিমুল বাগানে ঘুরতে গিয়ে আশেপাশের দর্শনীয় স্থান সমূহ দেখে আসতে পারেন। আপনার হাতে যদি সময় থাকে তাহলে ট্যুর প্লান সাজিয়ে নিতে পারেন। সুনামগঞ্জের দর্শনীয় স্থান সমূহ নিচে উল্লেখ করা হয়েছে।

  • টাঙ্গুয়ার হাওড়
  • নিলাদ্রী লেক
  • যাদুকাটা নদী
  • বারিক্কা টিলা

আরো পড়ুন

Similar Posts